ETV Bharat / state

বিক্ষোভের নামে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মালদায় গ্রেপ্তার ১৭ - cab protesters arrested in malda

NRC ও CAA আন্দোলনে জড়িত 17 জনকে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানা এবং রেল পুলিশ ৷ তাদের মালদা জেলা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

aa
গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীরা
author img

By

Published : Dec 16, 2019, 11:21 PM IST

মালদা, ১৬ ডিসেম্বর : NRC ও CAA বিরোধী আন্দোলনে গতকাল ভালুকা রোড স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা । আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করছে হরিশ্চন্দ্রপুর থানা এবং রেলপুলিশ । ধৃতদের আজ মালদা জেলা আদালতে তোলা হয় । তাদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । এদিকে আজ রতুয়া ১ নম্বর ব্লকের মতিগঞ্জ এলাকার তারানগর মোড়ে পুলিশ ও RAF-এর সঙ্গে ঝামেলা বাধে আন্দোলনকারীদের । অভিযোগ, সেই সময় নিরাপত্তাকর্মীদের উপর হামলা চালায় আন্দোলনকারীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শূন্যে দু'রাউন্ড গুলি চালায় পুলিশ । ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । লাঠিচার্জও করা হয়। এরপর ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা ।

NRC ও CAA-র বিরোধিতার নামে গতকাল ভালুকা রোড স্টেশনে রীতিমতো তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা । রেলের সম্পত্তি নষ্টের পাশাপাশি তারা পুলিশের উপরেও হামলা চালায়। মাথা ফাটে এক পুলিশকর্মীর । সন্ধ্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হরিশ্চন্দ্রপুর থানা ও রেল পুলিশ । গতকাল রাতভর বিভিন্ন এলাকায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ । ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার করা হয় ১৭ জনকে ।

এদিকে আজও বিক্ষোভ হয়েছে মালদায় । একটি প্রতিবাদ মিছিল চাঁচলের ভাদো থেকে রতুয়ার সামসির দিকে আসছিল । মিছিলে অংশ নিয়েছিল মহিলারাও ৷ ১৪৪ ধারা জারি থাকায় তারানগর মোড়ে মিছিলে বাধা দেয় পুলিশকর্মীরা । ধস্তাধস্তি শুরু হয় দু'পক্ষের মধ্যে । রাস্তায় কাঠের গুঁড়ি জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা । অভিযোগ, সেই সময় নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পরে শূন্যে দুই রাউন্ড গুলি চালায় । কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । ঘটনায় কেউ হতাহত হয়নি । রতুয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। তবে এনিয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

মালদা, ১৬ ডিসেম্বর : NRC ও CAA বিরোধী আন্দোলনে গতকাল ভালুকা রোড স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা । আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করছে হরিশ্চন্দ্রপুর থানা এবং রেলপুলিশ । ধৃতদের আজ মালদা জেলা আদালতে তোলা হয় । তাদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । এদিকে আজ রতুয়া ১ নম্বর ব্লকের মতিগঞ্জ এলাকার তারানগর মোড়ে পুলিশ ও RAF-এর সঙ্গে ঝামেলা বাধে আন্দোলনকারীদের । অভিযোগ, সেই সময় নিরাপত্তাকর্মীদের উপর হামলা চালায় আন্দোলনকারীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শূন্যে দু'রাউন্ড গুলি চালায় পুলিশ । ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । লাঠিচার্জও করা হয়। এরপর ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা ।

NRC ও CAA-র বিরোধিতার নামে গতকাল ভালুকা রোড স্টেশনে রীতিমতো তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা । রেলের সম্পত্তি নষ্টের পাশাপাশি তারা পুলিশের উপরেও হামলা চালায়। মাথা ফাটে এক পুলিশকর্মীর । সন্ধ্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হরিশ্চন্দ্রপুর থানা ও রেল পুলিশ । গতকাল রাতভর বিভিন্ন এলাকায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ । ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার করা হয় ১৭ জনকে ।

এদিকে আজও বিক্ষোভ হয়েছে মালদায় । একটি প্রতিবাদ মিছিল চাঁচলের ভাদো থেকে রতুয়ার সামসির দিকে আসছিল । মিছিলে অংশ নিয়েছিল মহিলারাও ৷ ১৪৪ ধারা জারি থাকায় তারানগর মোড়ে মিছিলে বাধা দেয় পুলিশকর্মীরা । ধস্তাধস্তি শুরু হয় দু'পক্ষের মধ্যে । রাস্তায় কাঠের গুঁড়ি জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা । অভিযোগ, সেই সময় নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পরে শূন্যে দুই রাউন্ড গুলি চালায় । কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । ঘটনায় কেউ হতাহত হয়নি । রতুয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। তবে এনিয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Intro:মালদা, ১৬ ডিসেম্বর : এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলনে গতকাল ভালুকা রোড স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় প্রতিবাদীরা। আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে গতকালের ঘটনায় জড়িত সন্দেহে ১৭ জনকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানা এবং রেলপুলিশ। নিরাপত্তাজনিত কারণে ধৃতদের চাঁচল মহকুমা আদালতের পরিবর্তে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের সবার জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এদিকে আজ রতুয়া ১ ব্লকের মোতিগঞ্জ এলাকার তারানগর মোড়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে পুলিশ ও র‍্যাফ বাহিনীর ঝামেলা বাধে। অভিযোগ, সেই সময় নিরাপত্তাকর্মীদের উপর হামলা চালায় আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শূন্যে দু'রাউন্ড গুলি চালায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের দুটি শেল। ব্যাপক লাঠিচার্জও করা হয়। এতেই ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ সুপারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একাধিকবার চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি।Body:উল্লেখ্য, এনআরসি ও সিএএ বিরোধিতার নামে গতকাল ভালুকা রোড স্টেশনে রীতিমতো তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। রেলের সম্পত্তি নষ্ট করার পাশাপাশি তারা পুলিশের উপরেও হামলা চালায়। মাথা ফাটে এক পুলিশকর্মীর। দীর্ঘ চেষ্টার পর সন্ধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হরিশ্চন্দ্রপুর থানা ও রেল পুলিশ। সেই ঘটনার জেরে গতকাল রাতভর বিভিন্ন এলাকায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয় ১৭ জনকে। আজ তাদের জেলা আদালতে পেশ করা হলে প্রত্যেককেই ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণেই ধৃতদের চাঁচল মহকুমা আদালতের পরিবর্তে আজ মালদা জেলা আদালতে অএশ করা হয়েছে।Conclusion:এদিকে কেন্দ্রীয় দুই আইনের বিরুদ্ধে বিক্ষোভ আজও অব্যাহত রয়েছে মালদা জেলায়। আজ সবচেয়ে বড়ো ঘটনাটি ঘটেছে রতুয়া ১ ব্লকের মোতিগঞ্জ সংলগ্ন তারানগর মোড়ে। আজ হাজারো মানুষের একটি প্রতিবাদ মিছিল চাঁচলের ভাদো থেকে রতুয়ার সামসীর দিকে আসছিল। পুরুষদের সঙ্গে সেই মিছিলে অংশ নিয়েছিলেন বহু মহিলাও। ১৪৪ ধারা জারি থাকায় তারানগর মোড়ে মিছিলে বাধা দেয় নিরাপত্তাকর্মীরা। এনিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে র‍্যাফ ও পুলিশকর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। ততক্ষণে রাস্তায় জ্বালিয়ে দেওয়া হয়েছে কাঠের গুঁড়ি। অভিযোগ, সেই সময় নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পরে শূন্যে দুই রাউন্ড গুলি চালায়। তাতেও পরিস্থিতি পুরোপুরি আয়ত্তে না আসায় পুলিশ দুই রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায়। এরপরেই ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। রতুয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় আপাতত ১১ জনকে আটক করা হয়েছে। তবে এনিয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.