ETV Bharat / state

Protest Rally at Chachal : ধর্ষণ-খুনের অভিযোগের তদন্তে পুলিশ নিষ্ক্রিয়তা ! চাঁচলে বিক্ষোভ

নভেম্বরের গোড়ায় চাঁচলে এক কিশোরীকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে ৷ পরিবারের দাবি, তদন্তে নিষ্ক্রিয় পুলিশ ৷ তাই বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল হয় ৷ থানা ঘেরাও করে বিক্ষোভও দেখানো হয় (Protest Rally at Chanchal) ৷

protest rally against police at chanchal by rape murder victim family
Protest Rally at Chachal : ধর্ষণ-খুনের অভিযোগের তদন্তে পুলিশ নিষ্ক্রিয়তা ! চাঁচলে বিক্ষোভ
author img

By

Published : Dec 30, 2021, 9:10 PM IST

মালদা, 30 ডিসেম্বর : নাবালিকা কিশোরীকে ধর্ষণ করে খুনের (Murder) অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে মৃতার পরিবার ৷ বৃহস্পতিবার প্রতিবাদ মিছিলের পর চাঁচল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতার পরিবার-সহ প্রতিবেশীরা (protest rally against police at chanchal by rape murder victim family) ।

বৃহস্পতিবার বিকেলে অখিল ভারতীয় রবি দাশিয়া ধর্ম সংগঠনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল চাঁচলের বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে প্রথমে চাঁচল বাসস্ট্যান্ড ও পরে চাঁচল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ।

উল্লেখ্য, গত 4 নভেম্বর কালীপুজোর রাতে চাঁচল-1 ব্লকের ভগবানপুর গ্রামের পাশের একটি পুকুরে কাপড় কাচতে যায় 14 বছরের নাবালিকা কিশোরী । অভিযোগ, ওই এলাকা থেকে নাবালিকাকে তুলে নিয়ে ধর্ষণ করে খুন করা হয় (Minor Rape) । পরের দিনই ধর্ষণ ও খুনের অভিযোগে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার পরিবারের লোকজন ।

ঘটনার পর দেড় মাস কেটে গেলেও এখনও অধরা অভিযুক্তরা । এরই প্রতিবাদে আজ চাঁচল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ঘটনার সঠিক তদন্তের দাবি নিয়ে আইসির হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় ।

নির্যাতিতা কিশোরীর মায়ের অভিযোগ, “আমার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে । পুকুরের ধার থেকে আমরা মেয়ের নগ্ন মৃতদেহ উদ্ধার করি । সেই সময় মেয়ের হাত-পা বাঁধা ছিল । গোটা শরীরে দাঁতের কামড়ের চিহ্ন ছিল । ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল । পুলিশের কাছে আমরা বয়ান দিয়েছিলাম । কিন্তু তারপরেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না । অভিযুক্তদের আটক করা হলেও পুলিশ পরে ছেড়ে দিয়েছে । এখন থানায় গেলে পুলিশ-কর্মীরা উলটে আমাদের শাসাচ্ছেন । আমি অবিলম্বে দোষীদের শাস্তি চাই ।”

আরও পড়ুন : Malda Rape Case: মালদায় যুবতিকে ধর্ষণ ও খুনের ঘটনায় যুবকের যাবজ্জীবন

চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে । তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি । তদন্তের সাপেক্ষে দ্রুত দোষীদের গ্রেফতার করা হবে ।

মালদা, 30 ডিসেম্বর : নাবালিকা কিশোরীকে ধর্ষণ করে খুনের (Murder) অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে মৃতার পরিবার ৷ বৃহস্পতিবার প্রতিবাদ মিছিলের পর চাঁচল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতার পরিবার-সহ প্রতিবেশীরা (protest rally against police at chanchal by rape murder victim family) ।

বৃহস্পতিবার বিকেলে অখিল ভারতীয় রবি দাশিয়া ধর্ম সংগঠনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল চাঁচলের বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে প্রথমে চাঁচল বাসস্ট্যান্ড ও পরে চাঁচল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ।

উল্লেখ্য, গত 4 নভেম্বর কালীপুজোর রাতে চাঁচল-1 ব্লকের ভগবানপুর গ্রামের পাশের একটি পুকুরে কাপড় কাচতে যায় 14 বছরের নাবালিকা কিশোরী । অভিযোগ, ওই এলাকা থেকে নাবালিকাকে তুলে নিয়ে ধর্ষণ করে খুন করা হয় (Minor Rape) । পরের দিনই ধর্ষণ ও খুনের অভিযোগে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার পরিবারের লোকজন ।

ঘটনার পর দেড় মাস কেটে গেলেও এখনও অধরা অভিযুক্তরা । এরই প্রতিবাদে আজ চাঁচল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ঘটনার সঠিক তদন্তের দাবি নিয়ে আইসির হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় ।

নির্যাতিতা কিশোরীর মায়ের অভিযোগ, “আমার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে । পুকুরের ধার থেকে আমরা মেয়ের নগ্ন মৃতদেহ উদ্ধার করি । সেই সময় মেয়ের হাত-পা বাঁধা ছিল । গোটা শরীরে দাঁতের কামড়ের চিহ্ন ছিল । ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল । পুলিশের কাছে আমরা বয়ান দিয়েছিলাম । কিন্তু তারপরেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না । অভিযুক্তদের আটক করা হলেও পুলিশ পরে ছেড়ে দিয়েছে । এখন থানায় গেলে পুলিশ-কর্মীরা উলটে আমাদের শাসাচ্ছেন । আমি অবিলম্বে দোষীদের শাস্তি চাই ।”

আরও পড়ুন : Malda Rape Case: মালদায় যুবতিকে ধর্ষণ ও খুনের ঘটনায় যুবকের যাবজ্জীবন

চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে । তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি । তদন্তের সাপেক্ষে দ্রুত দোষীদের গ্রেফতার করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.