মালদা, 22 জুলাই: 21 জুলাই শহিদ দিবস পালন করেছে তৃণমূল ৷ চাঁচল কলেজেও উড়ল তৃণমূলের পতাকা ৷ বৃহস্পতিবারের পর শুক্রবারও কলেজ চত্বরে উড়তে দেখা গেল সেই পতাকা । কলেজে রাজনৈতিক দলের পতাকা উত্তোলন নিয়ে অধ্যাপকরা সংবাদমাধ্যমে মুখ খুলতে না চাইলেও তৃণমূল ছাত্র সংগঠনের ব্লক সভাপতি বলছেন, এমনটা হতেই পারে (Professors Raised TMC Flag in Chanchal College Premises)। এতে কোনও সমস্যা নেই । অন্যদিকে এমন ঘটনা বাঞ্ছনীয় নয় বলে মন্তব্য করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ । এনিয়ে শাসকদলকে বিঁধেছে বিজেপি ।
বৃহস্পতিবার ধর্মতলায় শহিদ দিবস পালন করেছে তৃণমূল । লাখো মানুষের জমায়েতে বক্তব্য রেখেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দলের তাবড় নেতারা । যে তৃণমূলকর্মীরা কলকাতায় যেতে পারেননি, তাঁরা চোখ রেখেছেন টেলিভিশন কিংবা জায়ান্ট স্ক্রিনে । ঠিক সেই সময়ই চাঁচল কলেজ চত্বরে দলীয় স্লোগান দিতে দিতে তৃণমূলের পতাকা উত্তোলন করেন অধ্যাপকদের একাংশ । তাঁরা সবাই তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সদস্য । সঙ্গে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীরাও ।
আরও পড়ুন : অন্তর্দ্বন্দ্বে জেরবার মালদা তৃণমূল, ব্লক সভাপতিকে 'মাটি মাফিয়া' তকমা রতুয়ার বিধায়কের
এই ঘটনায় বিতর্ক শুরু হয়েছে এলাকায়। বিজেপির 12 নম্বর মণ্ডলের পর্যবেক্ষক প্রসেনজিৎ শর্মা সাফ জানাচ্ছেন, এটাই তৃণমূলের সংস্কৃতি । তারা প্রশাসনের তৃণমূলীকরণ আগেই ঘটিয়েছিল । এবার কলেজেও তারা তৃণমূলীকরণ ঘটাল । এমন ঘটনা রাজ্য কিংবা দেশে কোথাও ঘটছে কিনা জানি না । কিন্তু বাস্তবে চাঁচল কলেজ এখন তৃণমূলের পার্টি অফিস হয়ে গিয়েছে ।
যদিও এর মধ্যে দোষের কিছু দেখছেন না তৃণমূল ছাত্র পরিষদের চাঁচল 1 নম্বর ব্লক সভাপতি গোলাম মোস্তাফা । আজ তিনি বলেন, "গতকাল ওয়েবকুপার সমর্থক অধ্যাপকরা চাঁচল কলেজ চত্বরে তৃণমূলের পতাকা উত্তোলন করেছেন । সেখানে আমরাও ছিলাম । এতে সমস্যার কিছু নেই । আগেও আমরা এখানে দলীয় পতাকা তুলেছি । এটা করা যায় ।"
আরও পড়ুন : দলীয় বিধায়কের বিরুদ্ধে এমএলএ কোটার টাকা তছরুপের অভিযোগ ব্লক তৃণমূল সভাপতির
যদিও বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে দৃশ্যতই অস্বস্তিতে পড়ে যান চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস । তিনি বলেন, "গতকাল কলেজে কোনও রাজনৈতিক দলের পতাকা উত্তোলন হয়েছে কিনা তা এখনও আমার জানা নেই । তবে ওয়েবকুপার শহিদ দিবস পালনের কথা জানি । কলেজের অধ্যাপক ও কর্মীরা কোনও রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী হতেই পারেন । কিন্তু কলেজ চত্বরে কোনও রাজনৈতিক দলের পতাকা উত্তোলন করা বাঞ্ছনীয় নয় । এনিয়ে কোনও অভিযোগ হলে বিষয়টি আমি দেখব ।"