কলকাতা, 16 মার্চ : শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে সরকারকে মানবিকভাবে দাঁড়াবার আবেদন জানালেন মালদার বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার । গত মাসের শেষের দিকে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে মালদায় । সেই শিলাবৃষ্টিতে আলু চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সমগ্র জেলায় । ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে বিধানসভায় কৃষিমন্ত্রীর বিবৃতি চান ভূপেন্দ্রনাথ হালদার।
আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বের শেষে ভূপেন্দ্রনাথ হালদার কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে জানান, মালদা বিধানসভা এলাকায় পুরোনো মালদা ব্লকের 55 টি মৌজায় 2732 হেক্টর জমিতে আলু চাষির সম্পূর্ণ আলু নষ্ট হয়ে গিয়েছে । যার আনুমানিক মূল্য প্রায় 53 কোটি টাকা । সম্পূর্ণ আলু জলে পচে নষ্ট হয়ে গিয়েছে । ক্ষতিগ্রস্ত চাষিদের রক্ষা করতে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি । ফের বাজারে আলুর দাম বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ভূপেন্দ্রবাবু ।