ETV Bharat / state

Malda : নির্মাণের ছ’মাস পরেও তালাবন্ধ সরকারি বাস ডিপো, ক্ষুব্ধ এলাকাবাসী; শুরু রাজনৈতিক তরজা - Malds bus depot closed after 6 months of construction

দীর্ঘদিন ধরে চাঁচলে 81 নম্বর জাতীয় সড়কের ধারে একটি ভাড়া করা জায়গায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপো চলছে । বর্তমানে সেই ডিপোর বেহাল দশা । অনেক চিন্তাভাবনার পর বছর দুয়েক আগে বর্তমান ডিপো থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কলিগ্রামে একটি সরকারি জমিতে নিজস্ব ডিপো তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সমস্ত কাজ শেষ হয়েছে ছ’মাস আগেই । কিন্তু এখনও তার উদ্বোধন হয়নি ।

নির্মাণের ছ’মাস পরেও তালাবন্ধ সরকারি বাস ডিপো
নির্মাণের ছ’মাস পরেও তালাবন্ধ সরকারি বাস ডিপো
author img

By

Published : Sep 24, 2021, 8:57 PM IST

মালদা, 24 সেপ্টেম্বর : বিশাল জায়গার উপর তৈরি হয়ে গিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নিজস্ব ডিপো । তার সমস্ত পরিকাঠামো নির্মিত হয়েছে ছ’মাস আগেই । কিন্তু তারপরেও তালাবন্দি হয়ে পড়ে রয়েছে ওই ডিপো । কেন, কেউ জানে না । এনিয়ে সরব হয়েছে স্থানীয়রা । তালাবন্ধ ডিপোর সামনে অবস্থান বিক্ষোভ করেন এলাকাবাসী । ডিপোর ভারপ্রাপ্ত আধিকারিককে এনিয়ে চিঠিও দেওয়া হয়েছে । তার প্রতিলিপি পাঠানো হয়েছে মহকুমা শাসককে । বিষয়টি পরিবহন দফতরের নজরে আনার আশ্বাস দিয়েছেন তিনি । ঘটনাটি ঘটেছে চাঁচলে । তবে এনিয়ে শুরু হয়ে গিয়েছে বিজেপি-তৃণমূলের তরজা ।

দীর্ঘদিন ধরে চাঁচলে 81 নম্বর জাতীয় সড়কের ধারে একটি ভাড়া করা জায়গায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপো চলছে । বর্তমানে সেই ডিপোর বেহাল দশা । সেখানকার অফিস পর্যন্ত ভেঙে পড়ার উপক্রম । অনেক চিন্তাভাবনার পর বছর দুয়েক আগে বর্তমান ডিপো থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কলিগ্রামে একটি সরকারি জমিতে নিজস্ব ডিপো তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । জমি হস্তান্তর প্রক্রিয়ার পর সেখানে নির্মাণকাজ শুরু হয় । প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সমস্ত কাজ শেষ হয়েছে ছ’মাস আগেই । কিন্তু এখনও তার উদ্বোধন হয়নি । তালাবন্ধ ডিপোর গেটের সামনে এখন চলছে বালি-পাথরের ব্যবসা । এনিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা ।

স্থানীয় বাসিন্দা অশোক রায়চৌধুরী জানাচ্ছেন, “প্রায় 30 বছর আগে কলিগ্রাম নাগরিক কমিটি ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত এখানে সরকারি বাস ডিপো তৈরির জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে 18 বিঘা জমি দান করেছিলেন। প্রায় ছ’মাস আগে সেখানে ডিপোর সমস্ত পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে । কিন্তু কেন তার উদ্বোধন হচ্ছে না, কেউ জানে না । সেটা শাসকদলের লোকজনই বলতে পারবেন । একসময় চাঁচলে কিছু ছিল না । যা ছিল, সবই কলিগ্রামে ছিল । এখানে এই ডিপো চালু হলে চাঁচলবাসীই উপকৃত হবেন ।”

আরও পড়ুন, Old Malda Municipality : পুরাতন মালদায় বরখাস্ত 18 ভূতুড়ে কর্মী, ইংরেজবাজারেও একই দাবি বিরোধীদের

এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও । কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা, বিজেপির সুভাষকৃষ্ণ গোস্বামীর অভিযোগ, “আগে শুনেছিলাম, বিধানসভা নির্বাচনের আগেই নাকি এই ডিপো চালু করা হবে । কিন্তু এখনও তা চালু হয়নি । এই ডিপো নির্মাণের জন্য আমরা পঞ্চায়েতকে বিনামূল্যে জায়গা দিয়েছিলাম । শুনেছি, নির্বাচনের আগে এই ডিপো চালু করা হলে তৃণমূলের নাকি ভোট কমে যেত । তাই ভোটের আগে এর উদ্বোধন করা হয়নি । আমরা চাই, দ্রুত এই ডিপো চালু হোক ।”

এদিকে আইএনটিটিইউসির চাঁচল ডিপো সম্পাদক গোলাম রসুল বলছেন, “পশ্চিমবঙ্গ কি শুধু কলিগ্রাম নিয়ে চলে ? তাহলে ভোট কমে যাওয়ার প্রশ্ন আসে কীভাবে ! বিজেপির নেতারা এসব বললে তো হল না ! আড়াই কোটি ব্যয়ে যখন ডিপো হয়েছে, তখন তা চালু হবেই । কোভিড আবহ চলার জন্য ডিপো চালু করা যায়নি । তার উপর এখন উপনির্বাচন ও নির্বাচন রয়েছে । পরবহণ মন্ত্রী ভোট নিয়ে ব্যস্ত রয়েছেন । সরকার যেদিন চাইবে, সেদিন এর উদ্বোধন হবে ।”

এনিয়ে চাঁচল ডিপো ইনচার্জ যোগেশচন্দ্র বর্মন কিছু বলতে রাজি না হলেও মহকুমাশাসক কল্লোল পাল জানান, বিষয়টি আমার নজরে এসেছে । এনিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সঙ্গে কথা বলা হবে । কবে এই ডিপো চালু হবে, তা এখনই বলা সম্ভব নয় ।”

মালদা, 24 সেপ্টেম্বর : বিশাল জায়গার উপর তৈরি হয়ে গিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নিজস্ব ডিপো । তার সমস্ত পরিকাঠামো নির্মিত হয়েছে ছ’মাস আগেই । কিন্তু তারপরেও তালাবন্দি হয়ে পড়ে রয়েছে ওই ডিপো । কেন, কেউ জানে না । এনিয়ে সরব হয়েছে স্থানীয়রা । তালাবন্ধ ডিপোর সামনে অবস্থান বিক্ষোভ করেন এলাকাবাসী । ডিপোর ভারপ্রাপ্ত আধিকারিককে এনিয়ে চিঠিও দেওয়া হয়েছে । তার প্রতিলিপি পাঠানো হয়েছে মহকুমা শাসককে । বিষয়টি পরিবহন দফতরের নজরে আনার আশ্বাস দিয়েছেন তিনি । ঘটনাটি ঘটেছে চাঁচলে । তবে এনিয়ে শুরু হয়ে গিয়েছে বিজেপি-তৃণমূলের তরজা ।

দীর্ঘদিন ধরে চাঁচলে 81 নম্বর জাতীয় সড়কের ধারে একটি ভাড়া করা জায়গায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপো চলছে । বর্তমানে সেই ডিপোর বেহাল দশা । সেখানকার অফিস পর্যন্ত ভেঙে পড়ার উপক্রম । অনেক চিন্তাভাবনার পর বছর দুয়েক আগে বর্তমান ডিপো থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কলিগ্রামে একটি সরকারি জমিতে নিজস্ব ডিপো তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । জমি হস্তান্তর প্রক্রিয়ার পর সেখানে নির্মাণকাজ শুরু হয় । প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সমস্ত কাজ শেষ হয়েছে ছ’মাস আগেই । কিন্তু এখনও তার উদ্বোধন হয়নি । তালাবন্ধ ডিপোর গেটের সামনে এখন চলছে বালি-পাথরের ব্যবসা । এনিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা ।

স্থানীয় বাসিন্দা অশোক রায়চৌধুরী জানাচ্ছেন, “প্রায় 30 বছর আগে কলিগ্রাম নাগরিক কমিটি ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত এখানে সরকারি বাস ডিপো তৈরির জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে 18 বিঘা জমি দান করেছিলেন। প্রায় ছ’মাস আগে সেখানে ডিপোর সমস্ত পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে । কিন্তু কেন তার উদ্বোধন হচ্ছে না, কেউ জানে না । সেটা শাসকদলের লোকজনই বলতে পারবেন । একসময় চাঁচলে কিছু ছিল না । যা ছিল, সবই কলিগ্রামে ছিল । এখানে এই ডিপো চালু হলে চাঁচলবাসীই উপকৃত হবেন ।”

আরও পড়ুন, Old Malda Municipality : পুরাতন মালদায় বরখাস্ত 18 ভূতুড়ে কর্মী, ইংরেজবাজারেও একই দাবি বিরোধীদের

এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও । কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা, বিজেপির সুভাষকৃষ্ণ গোস্বামীর অভিযোগ, “আগে শুনেছিলাম, বিধানসভা নির্বাচনের আগেই নাকি এই ডিপো চালু করা হবে । কিন্তু এখনও তা চালু হয়নি । এই ডিপো নির্মাণের জন্য আমরা পঞ্চায়েতকে বিনামূল্যে জায়গা দিয়েছিলাম । শুনেছি, নির্বাচনের আগে এই ডিপো চালু করা হলে তৃণমূলের নাকি ভোট কমে যেত । তাই ভোটের আগে এর উদ্বোধন করা হয়নি । আমরা চাই, দ্রুত এই ডিপো চালু হোক ।”

এদিকে আইএনটিটিইউসির চাঁচল ডিপো সম্পাদক গোলাম রসুল বলছেন, “পশ্চিমবঙ্গ কি শুধু কলিগ্রাম নিয়ে চলে ? তাহলে ভোট কমে যাওয়ার প্রশ্ন আসে কীভাবে ! বিজেপির নেতারা এসব বললে তো হল না ! আড়াই কোটি ব্যয়ে যখন ডিপো হয়েছে, তখন তা চালু হবেই । কোভিড আবহ চলার জন্য ডিপো চালু করা যায়নি । তার উপর এখন উপনির্বাচন ও নির্বাচন রয়েছে । পরবহণ মন্ত্রী ভোট নিয়ে ব্যস্ত রয়েছেন । সরকার যেদিন চাইবে, সেদিন এর উদ্বোধন হবে ।”

এনিয়ে চাঁচল ডিপো ইনচার্জ যোগেশচন্দ্র বর্মন কিছু বলতে রাজি না হলেও মহকুমাশাসক কল্লোল পাল জানান, বিষয়টি আমার নজরে এসেছে । এনিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সঙ্গে কথা বলা হবে । কবে এই ডিপো চালু হবে, তা এখনই বলা সম্ভব নয় ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.