ETV Bharat / state

স্কুল ভবনের গেরুয়া রং নিয়ে রাজনৈতিক বিতর্ক মালদায় - তৃণমূল

Malda School Buliding Colour Controversy: মালদার ইংরেজবাজারের একটি স্কুলে সম্প্রতি গেরুয়া রং করা হয়েছে ৷ এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ৷ এই ঘটনাকে বিজেপির গৈরিকিকরণের চেষ্টা বলে মনে করছে তৃণমূল ৷ বিজেপি বলছে যে এই নিয়ে অহেতুক রাজনীতি হচ্ছে ৷ স্কুল কর্তৃপক্ষের দাবি, নামের সঙ্গে মিলিয়ে সকলের মতামত নিয়ে এই রং করা হয়েছে ৷

Malda School Buliding Colour Controversy
Malda School Buliding Colour Controversy
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 6:58 PM IST

Updated : Nov 24, 2023, 8:16 PM IST

স্কুল ভবনের গেরুয়া রং নিয়ে রাজনৈতিক বিতর্ক মালদায়

মালদা, 24 নভেম্বর: স্কুল ভবনের রং নিয়ে রাজনৈতিক বিতর্ক মালদায় । তৃণমূলের অভিযোগ, সারা পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষাকেন্দ্রগুলিকে গৈরিকিকরণের প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার । বিজেপির পালটা অভিযোগ, গেরুয়া রং নিয়ে তৃণমূল নোংরা রাজনীতি করছে । যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের নাম অনুযায়ী সকলের মতামত নিয়েই রং করা হয়েছে ।

মালদায় ইংরেজবাজারের যদুপুর-2 গ্রাম পঞ্চায়েতে রয়েছে কমলাবাড়ি প্রাথমিক বিদ্যালয় । সম্প্রতি স্কুল ভবনে গেরুয়া রং করানো হয় । আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক । জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, “কেন্দ্রের বিজেপি সরকার সমস্ত কিছুকে গৈরিকিকরণ করতে চাইছে । এমনকি ক্রিকেট বিশ্বকাপে প্র্যাকটিস কিট গেরুয়া করে ফাইনালে দলকে হারিয়ে শান্তি পেয়েছে । সারা বাংলা জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও গৈরিকিকরণের প্রয়াস চালানো হচ্ছে । আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানাব । বিজেপির এই রাজনীতির জবাব গত বিধানসভা ভোটে বাংলার মানুষ দিয়ে দিয়েছে । আগামী লোকসভা নির্বাচনেও বাংলার মানুষ যোগ্য জবাব দেবে ।”

তৃণমূলের এই রং-রাজনীতি নিয়ে পালটা সরব হয়েছে বিজেপি । বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, “গেরুয়া রং ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে । এই রং ত্যাগের প্রতীক । আর এনিয়ে তৃণমূল যেভাবে রাজনীতি করছে, তা অত্যন্ত নিন্দনীয় । তাছাড়া যে স্কুলের রং নিয়ে অভিযোগ তোলা হচ্ছে, সেখানে তৃণমূলের কমিটি রয়েছে । কমিটির লোকজন সিদ্ধান্ত নিয়ে রং করেছে । এর সঙ্গে রাজনীতির কিছু নেই ।”

জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বাসন্তী বর্মন বলেন, “ওই স্কুলের শিক্ষকদের সঙ্গে রং করা নিয়ে কথা হয়েছিল । সেই সময় ওঁরা জানিয়েছিলেন, হালকা রং করলে খানিকটা সমস্যা হয় । তাই তাঁরা স্কুল ভবনে একটি গাঢ় রং করতে চাইছিলেন । সর্বশিক্ষা মিশনের টাকা দিয়েই রং করা হয়েছে । এখানে রাজনীতির কোনও বিষয় নেই । স্কুল কর্তৃপক্ষ নিজেরা একমত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন ।”

আরও পড়ুন:

  1. প্যান্ডেলের রঙ গেরুয়া! মালদার গাজোলে বাতিল দুয়ারে সরকার ক্যাম্প
  2. ভোগীরা ত্যাগের মর্ম কী বুঝবে ? গেরুয়া অনুশীলন জার্সি নিয়ে মমতার মন্তব্যের পালটা শুভেন্দুর
  3. মৃত চিকিৎসকের নামে চলছে রমরমা ব্যবসা, তিনটি ডায়গনেস্টিক সেন্টার সিল প্রশাসনের

স্কুল ভবনের গেরুয়া রং নিয়ে রাজনৈতিক বিতর্ক মালদায়

মালদা, 24 নভেম্বর: স্কুল ভবনের রং নিয়ে রাজনৈতিক বিতর্ক মালদায় । তৃণমূলের অভিযোগ, সারা পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষাকেন্দ্রগুলিকে গৈরিকিকরণের প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার । বিজেপির পালটা অভিযোগ, গেরুয়া রং নিয়ে তৃণমূল নোংরা রাজনীতি করছে । যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের নাম অনুযায়ী সকলের মতামত নিয়েই রং করা হয়েছে ।

মালদায় ইংরেজবাজারের যদুপুর-2 গ্রাম পঞ্চায়েতে রয়েছে কমলাবাড়ি প্রাথমিক বিদ্যালয় । সম্প্রতি স্কুল ভবনে গেরুয়া রং করানো হয় । আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক । জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, “কেন্দ্রের বিজেপি সরকার সমস্ত কিছুকে গৈরিকিকরণ করতে চাইছে । এমনকি ক্রিকেট বিশ্বকাপে প্র্যাকটিস কিট গেরুয়া করে ফাইনালে দলকে হারিয়ে শান্তি পেয়েছে । সারা বাংলা জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও গৈরিকিকরণের প্রয়াস চালানো হচ্ছে । আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানাব । বিজেপির এই রাজনীতির জবাব গত বিধানসভা ভোটে বাংলার মানুষ দিয়ে দিয়েছে । আগামী লোকসভা নির্বাচনেও বাংলার মানুষ যোগ্য জবাব দেবে ।”

তৃণমূলের এই রং-রাজনীতি নিয়ে পালটা সরব হয়েছে বিজেপি । বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, “গেরুয়া রং ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে । এই রং ত্যাগের প্রতীক । আর এনিয়ে তৃণমূল যেভাবে রাজনীতি করছে, তা অত্যন্ত নিন্দনীয় । তাছাড়া যে স্কুলের রং নিয়ে অভিযোগ তোলা হচ্ছে, সেখানে তৃণমূলের কমিটি রয়েছে । কমিটির লোকজন সিদ্ধান্ত নিয়ে রং করেছে । এর সঙ্গে রাজনীতির কিছু নেই ।”

জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বাসন্তী বর্মন বলেন, “ওই স্কুলের শিক্ষকদের সঙ্গে রং করা নিয়ে কথা হয়েছিল । সেই সময় ওঁরা জানিয়েছিলেন, হালকা রং করলে খানিকটা সমস্যা হয় । তাই তাঁরা স্কুল ভবনে একটি গাঢ় রং করতে চাইছিলেন । সর্বশিক্ষা মিশনের টাকা দিয়েই রং করা হয়েছে । এখানে রাজনীতির কোনও বিষয় নেই । স্কুল কর্তৃপক্ষ নিজেরা একমত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন ।”

আরও পড়ুন:

  1. প্যান্ডেলের রঙ গেরুয়া! মালদার গাজোলে বাতিল দুয়ারে সরকার ক্যাম্প
  2. ভোগীরা ত্যাগের মর্ম কী বুঝবে ? গেরুয়া অনুশীলন জার্সি নিয়ে মমতার মন্তব্যের পালটা শুভেন্দুর
  3. মৃত চিকিৎসকের নামে চলছে রমরমা ব্যবসা, তিনটি ডায়গনেস্টিক সেন্টার সিল প্রশাসনের
Last Updated : Nov 24, 2023, 8:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.