মালদা, 25 মার্চ : লকডাউন না মানায় কয়েকজনকে কান ধরে ওঠবোস করাল পুলিশ ৷ আজ সকালে এই ছবি ধরা পড়ল মালদা শহরের নেতাজি পৌর বাজারে ৷ লকডাউন না মানায় 7 জনকে আটকও করে ইংরেজবাজার থানার পুলিশ৷
![Police visit in malda market](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-mld-01-police-visits-market-wb10016_25032020103741_2503f_1585112861_56.jpg)
কোরোনা মোকাবিলায় 21 দিনের জন্য গোটা দেশে লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী ৷ লকডাউন বজায় রাখতে ও বাজারে জমায়েত বন্ধ রাখতে সকালেই পৌর বাজারে হানা পুলিশের ৷ মালদা DSP হেড কোয়ার্টার প্রশান্ত দেবনাথের নেতৃত্বে বাজারে হানা দেয় পুলিশবাহিনী ৷ জরুরি খাদ্যের দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয় ৷ লকডাউনে দোকান খোলার অপরাধে আটক করা হয় 7 জনকে ৷ সঙ্গে কান ধরে ওঠবোসও করানো হয় ৷ জমায়েত করা রুখতে বাজারেই কান ধরে উঠবস করানো হয় ক্রেতাদের ৷ পাশাপাশি, বাজার করতে আসা সাধারণ মানুষদের সচেতন করা হয় ৷
মালদা DSP হেড কোয়ার্টার প্রশান্ত দেবনাথ জানান, " সাধারণ মানুষকে সোশাল ডিসট্যান্সিং বোঝাতে পুলিশ সুপারের নির্দেশে 1 মিটার দূরত্বে দাঁড়াতে মানুষকে শেখানো হচ্ছে ৷ সাধারণ মানুষ যেন বাজার করতে এসে এই দূরত্ব বজায় রাখেন ৷ ছোটোবেলায় বাচ্চাদের বারবার বলা সত্ত্বেও কথা না শুনলে কান ধরে ওঠবোস করানো হত ৷ ঠিক সেই রকম কোরোনার সচেতনতা দেওয়ার পরেও মানুষ দোকানে ভিড় করে জিনিস কিনছে ৷ সেই কারণে 1 মিটার দূরত্বে দাঁড় করিয়ে কান ধরে উঠবস করানো হয়েছে ৷ মানুষের যেন কোরোনার সচেতনতা মনে থাকে সেই কারণেই কান ধরে উঠবস করানো হয়েছে ৷ এখনও পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে ৷ "