ETV Bharat / state

সব ঠিক চলছে তো ? মালদায় একাধিক রেশন দোকানে অভিযান পুলিশের - wb_mld_02_police_visit_ration_shop_7203520

সামাজিক দূরত্ব মানা হচ্ছে না । পাশাপাশি দুর্নীতিও করছে ডিলারদের একাংশ । এই সব একাধিক অভিযোগ পেয়ে আজ মালদা শহরের রেশন দোকানগুলিতে অভিযান চালাল পুলিশ ।

police raid on ration shops at malda
মালদার 47 টি রেশন দোকানে সচেতনতার বার্তা দিতে রেড ইংরেজবাজার থানার পুলিশের
author img

By

Published : Apr 10, 2020, 5:10 PM IST

মালদা, 10 এপ্রিল : একাধিক জায়গায় সামাজিক দূরত্ব বজায় না রেখে দোকানে বা বাজারে ভিড় করার অভিযোগ উঠেছে ৷ রেশন দোকান থেকে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হওয়ার পর সেখানেও উঠতে শুরু করেছে একই অভিযোগ ৷ এছাড়াও অভিযোগ উঠছে, পরিস্থিতির সুযোগ নিয়ে দুর্নীতি করছেন ডিলারদের একাংশ ৷ তাই আজ মালদা শহরের একাধিক একাধিক রেশন দোকানে আচমকা হানা দিল ইংরেজবাজার থানার পুলিশ ৷ অভিযানের নেতৃত্বে ছিলেন থানার IC মদনমোহন রায় ৷

কোরোনা সংক্রমণ ঠেকাতে মানুষের কাছে বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানাচ্ছে বিশেষজ্ঞরা ৷ একই আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফে ৷ সামাজিক দূরত্ব না মানা হলে কোরোনা কতটা ভয়াবহ আকার নিতে পারে তা দেখিয়ে দিয়েছে ইউরোপের দেশগুলি ৷ দেখাচ্ছে অ্যামেরিকাও ৷ বিশেষজ্ঞরা বলছে, নিজ়ামউদ্দিনের ঘটনা না ঘটলে সংক্রমণকে আরও নিয়ন্ত্রণ করা যেত ৷ কিন্তু এদেশে কোরোনার যতটুকু প্রভাব পড়েছে, তা যেন আর না বাড়ে, তার জন্য সাধারণ মানুষকে সতর্ক হতে হবে ৷ লকডাউন মেনে চলার পাশাপাশি সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে ৷ যদিও এই বার্তায় অনেকেই কান দিচ্ছে না ৷ প্রতিদিনই বাজার-হাট, বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে মানুষের ভিড় ৷ ভিড় হচ্ছে রেশন দোকানগুলিতেও ৷ রেশন সামগ্রী বণ্টনে দুর্নীতির অভিযোগ উঠেছে একাধিক ডিলারের বিরুদ্ধে ৷

সেই সব অভিযোগের ভিত্তিতেই আজ মালদা শহরের 47টি রেশন দোকানে আচমকা হানা দেয় ইংরেজবাজার থানার পুলিশ ৷ শহরের বুড়াবুড়িতলা, কৃষ্ণপল্লি এলাকায় এই অভিযানের নেতৃত্ব দেন ইংরেজবাজার থানার IC মদনমোহন রায় ৷ গ্রাহকদের মধ্যে সামাজিক দূরত্ব রয়েছে কি না, প্রত্যেক গ্রাহক মাস্ক পরে এসেছেন কি না তা খতিয়ে দেখা হয় ৷ রেশন সামগ্রী সবাই যথাযথ পাচ্ছে কি না, তা নিয়েও খোঁজ নেন তাঁরা ৷

ইংরেজবাজার থানার IC বলেন, "আজ আমরা মূলত রেশন গ্রাহকদের কোরোনা নিয়ে সচেতন করতেই পথে নেমেছি ৷ প্রতিটি রেশন দোকানের সামনে গ্রাহকরা সামাজিক দূরত্ব বজায় রাখছেন কি না তা দেখা হয়েছে ৷ কয়েকটি দোকানে তা না মানায় গ্রাহকদের সেখানে নির্দিষ্ট দূরত্বে দাঁড় করিয়েছেন পুলিশকর্মীরা ৷ যেসব গ্রাহক মাস্ক ছাড়াই দোকানে এসেছিলেন, তাঁদের মাস্কও দেওয়া হয়েছে ৷ এছাড়াও আজ আমরা রেশন সামগ্রী নিয়ে গ্রাহকদের বক্তব্য শুনেছি ৷ শহরের কোনও গ্রাহকই অবশ্য কোনও ডিলারের বিরুদ্ধে এনিয়ে অভিযোগ জানাননি ৷ "

মালদা, 10 এপ্রিল : একাধিক জায়গায় সামাজিক দূরত্ব বজায় না রেখে দোকানে বা বাজারে ভিড় করার অভিযোগ উঠেছে ৷ রেশন দোকান থেকে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হওয়ার পর সেখানেও উঠতে শুরু করেছে একই অভিযোগ ৷ এছাড়াও অভিযোগ উঠছে, পরিস্থিতির সুযোগ নিয়ে দুর্নীতি করছেন ডিলারদের একাংশ ৷ তাই আজ মালদা শহরের একাধিক একাধিক রেশন দোকানে আচমকা হানা দিল ইংরেজবাজার থানার পুলিশ ৷ অভিযানের নেতৃত্বে ছিলেন থানার IC মদনমোহন রায় ৷

কোরোনা সংক্রমণ ঠেকাতে মানুষের কাছে বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানাচ্ছে বিশেষজ্ঞরা ৷ একই আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফে ৷ সামাজিক দূরত্ব না মানা হলে কোরোনা কতটা ভয়াবহ আকার নিতে পারে তা দেখিয়ে দিয়েছে ইউরোপের দেশগুলি ৷ দেখাচ্ছে অ্যামেরিকাও ৷ বিশেষজ্ঞরা বলছে, নিজ়ামউদ্দিনের ঘটনা না ঘটলে সংক্রমণকে আরও নিয়ন্ত্রণ করা যেত ৷ কিন্তু এদেশে কোরোনার যতটুকু প্রভাব পড়েছে, তা যেন আর না বাড়ে, তার জন্য সাধারণ মানুষকে সতর্ক হতে হবে ৷ লকডাউন মেনে চলার পাশাপাশি সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে ৷ যদিও এই বার্তায় অনেকেই কান দিচ্ছে না ৷ প্রতিদিনই বাজার-হাট, বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে মানুষের ভিড় ৷ ভিড় হচ্ছে রেশন দোকানগুলিতেও ৷ রেশন সামগ্রী বণ্টনে দুর্নীতির অভিযোগ উঠেছে একাধিক ডিলারের বিরুদ্ধে ৷

সেই সব অভিযোগের ভিত্তিতেই আজ মালদা শহরের 47টি রেশন দোকানে আচমকা হানা দেয় ইংরেজবাজার থানার পুলিশ ৷ শহরের বুড়াবুড়িতলা, কৃষ্ণপল্লি এলাকায় এই অভিযানের নেতৃত্ব দেন ইংরেজবাজার থানার IC মদনমোহন রায় ৷ গ্রাহকদের মধ্যে সামাজিক দূরত্ব রয়েছে কি না, প্রত্যেক গ্রাহক মাস্ক পরে এসেছেন কি না তা খতিয়ে দেখা হয় ৷ রেশন সামগ্রী সবাই যথাযথ পাচ্ছে কি না, তা নিয়েও খোঁজ নেন তাঁরা ৷

ইংরেজবাজার থানার IC বলেন, "আজ আমরা মূলত রেশন গ্রাহকদের কোরোনা নিয়ে সচেতন করতেই পথে নেমেছি ৷ প্রতিটি রেশন দোকানের সামনে গ্রাহকরা সামাজিক দূরত্ব বজায় রাখছেন কি না তা দেখা হয়েছে ৷ কয়েকটি দোকানে তা না মানায় গ্রাহকদের সেখানে নির্দিষ্ট দূরত্বে দাঁড় করিয়েছেন পুলিশকর্মীরা ৷ যেসব গ্রাহক মাস্ক ছাড়াই দোকানে এসেছিলেন, তাঁদের মাস্কও দেওয়া হয়েছে ৷ এছাড়াও আজ আমরা রেশন সামগ্রী নিয়ে গ্রাহকদের বক্তব্য শুনেছি ৷ শহরের কোনও গ্রাহকই অবশ্য কোনও ডিলারের বিরুদ্ধে এনিয়ে অভিযোগ জানাননি ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.