ETV Bharat / state

রেশনের আটায় প্লাস্টিক মেশানোর অভিযোগ ইংরেজবাজারে

author img

By

Published : May 15, 2020, 5:59 PM IST

রেশনের আটায় প্লাস্টিক মেশানোর অভিযোগ উঠল মালদার ইংরেজবাজার এলাকায় । তদন্ত করা হবে বলে আশ্বাস দেন মহকুমাশাসক ।

রেশনের আটায় প্লাস্টিক মেশানোর অভিযোগ ইংরেজবাজারে
রেশনের আটায় প্লাস্টিক মেশানোর অভিযোগ ইংরেজবাজারে

মালদা, 15 মে : লকডাউনে রেশনের খাদ্যসামগ্রীর উপরই ভরসা করে দিন কাটাচ্ছে বহু পরিবার । এই পরিস্থিতিতে রেশনের আটায় প্লাস্টিক মেশানোর অভিযোগ উঠল ইংরেজবাজারে । বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক ।

ইংরেজবাজারের গণিপুর এলাকার বাসিন্দা রঞ্জন দাস । তিনি পেশায় ভ্যানচালক । লকডাউনে কর্মহীন তিনিও । এই পরিস্থিতিতে তাঁদের একমাত্র ভরসা রেশনের খাদ্যসামগ্রী । রঞ্জনবাবুর স্ত্রী দুলালী দাসের অভিযোগ, আজ সকালে রেশনের আটা দিয়ে তৈরি রুটি খেতে গিয়ে বউমা তাঁকে প্লাস্টিকের গন্ধের কথা বলে । পরে গোলারুটির জন্য আটা গুললে তিনিও সেই গন্ধ পান । সেই আটার মণ্ড তিনি আগুনে পোড়ান । সেখান থেকেও পোড়া প্লাস্টিকের গন্ধ বের হতে থাকে । এরপরই তাঁরা স্থানীয় APDR-এর সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন । তাঁদের মাধ্যমে মহকুমাশাসকের কাছে অভিযোগ দায়ের করেন তাঁরা ।

দুলালী দাস বলেন, "কয়েকদিন আগেই স্থানীয় রেশনের দোকান থেকে চাল-আটা নিয়ে এসেছি । আজ সকালে বউমা রুটি খেতে গিয়ে প্লাস্টিকের গন্ধ পাওয়ার কথা বলে । পরে আমি গোলারুটি তৈরির জন্য আটা গুলতে গেলে নিজেও প্লাস্টিকের গন্ধ পাই । সেই আটার মণ্ড টেনে দেখি প্লাস্টিকের মতো লম্বা হয়ে যাচ্ছে । আটার মণ্ডটি আগুনে পুড়িয়ে প্লাস্টিক পোড়ার গন্ধও পেয়েছি । সমস্ত ঘটনা আমরা স্থানীয় APDR সদস্যকে জানাই । জেলা প্রশাসনের কাছে এনিয়ে অভিযোগ জানাব ।"

জেলা APDR-এর পক্ষে গৌতম চৌধুরি বলেন, "ইংরেজবাজারে রেশনের আটাতে প্লাস্টিক মেশানোর একটি অভিযোগ উঠেছে । আমরা সকালেই সেই অভিযোগ পেয়েছি । যদিও সেই অভিযোগের সত্যতা আমরা যাচাই করিনি । তবে আমরা মহকুমাশাসকের নজরে বিষয়টি নিয়ে এসেছি ।" মহকুমাশাসক সুরেশচন্দ্র রানো জানান, রেশনের আটায় প্লাস্টিক মেশানোর একটা অভিযোগ হয়েছে । সেই অভিযোগের ভিত্তিতে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত করা হবে ।

মালদা, 15 মে : লকডাউনে রেশনের খাদ্যসামগ্রীর উপরই ভরসা করে দিন কাটাচ্ছে বহু পরিবার । এই পরিস্থিতিতে রেশনের আটায় প্লাস্টিক মেশানোর অভিযোগ উঠল ইংরেজবাজারে । বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক ।

ইংরেজবাজারের গণিপুর এলাকার বাসিন্দা রঞ্জন দাস । তিনি পেশায় ভ্যানচালক । লকডাউনে কর্মহীন তিনিও । এই পরিস্থিতিতে তাঁদের একমাত্র ভরসা রেশনের খাদ্যসামগ্রী । রঞ্জনবাবুর স্ত্রী দুলালী দাসের অভিযোগ, আজ সকালে রেশনের আটা দিয়ে তৈরি রুটি খেতে গিয়ে বউমা তাঁকে প্লাস্টিকের গন্ধের কথা বলে । পরে গোলারুটির জন্য আটা গুললে তিনিও সেই গন্ধ পান । সেই আটার মণ্ড তিনি আগুনে পোড়ান । সেখান থেকেও পোড়া প্লাস্টিকের গন্ধ বের হতে থাকে । এরপরই তাঁরা স্থানীয় APDR-এর সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন । তাঁদের মাধ্যমে মহকুমাশাসকের কাছে অভিযোগ দায়ের করেন তাঁরা ।

দুলালী দাস বলেন, "কয়েকদিন আগেই স্থানীয় রেশনের দোকান থেকে চাল-আটা নিয়ে এসেছি । আজ সকালে বউমা রুটি খেতে গিয়ে প্লাস্টিকের গন্ধ পাওয়ার কথা বলে । পরে আমি গোলারুটি তৈরির জন্য আটা গুলতে গেলে নিজেও প্লাস্টিকের গন্ধ পাই । সেই আটার মণ্ড টেনে দেখি প্লাস্টিকের মতো লম্বা হয়ে যাচ্ছে । আটার মণ্ডটি আগুনে পুড়িয়ে প্লাস্টিক পোড়ার গন্ধও পেয়েছি । সমস্ত ঘটনা আমরা স্থানীয় APDR সদস্যকে জানাই । জেলা প্রশাসনের কাছে এনিয়ে অভিযোগ জানাব ।"

জেলা APDR-এর পক্ষে গৌতম চৌধুরি বলেন, "ইংরেজবাজারে রেশনের আটাতে প্লাস্টিক মেশানোর একটি অভিযোগ উঠেছে । আমরা সকালেই সেই অভিযোগ পেয়েছি । যদিও সেই অভিযোগের সত্যতা আমরা যাচাই করিনি । তবে আমরা মহকুমাশাসকের নজরে বিষয়টি নিয়ে এসেছি ।" মহকুমাশাসক সুরেশচন্দ্র রানো জানান, রেশনের আটায় প্লাস্টিক মেশানোর একটা অভিযোগ হয়েছে । সেই অভিযোগের ভিত্তিতে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.