ETV Bharat / state

Malda Medical Death: মালদা মেডিক্যালের সাত তলা থেকে পড়ে মৃত্যু যুবতীর

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Malda Medical College Hospital) আউটডোরে চিকিৎসা করাতে এসে সাত তলার বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু যুবতীর । মৃত যুবতীর নাম সায়েরা খাতুন (26) । বাড়ি রতুয়ার গোবিন্দপুরে ।

author img

By

Published : Aug 4, 2022, 1:07 PM IST

Updated : Aug 4, 2022, 4:15 PM IST

patient-falls-to-death-from-seventh-floor-at-malda-medical-college-hospital
Malda Medical Death: মালদা মেডিক্যালের সাত তলা থেকে পড়ে মৃত্যু যুবতীর

মালদা, 4 অগস্ট : মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Malda Medical College Hospital) আউটডোরে চিকিৎসা করাতে এসে সাত তলার বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু যুবতীর । মৃত যুবতীর নাম সায়েরা খাতুন (26) । বাড়ি রতুয়ার গোবিন্দপুরে । ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার সকালে দাদা মুখলেসুর রহমানের সঙ্গে মেডিক্যালের আউটডোরে চিকিৎসা করাতে আসেন সায়েরা । আউটডোরের টিকিট করানোর জন্য দাদা লাইন দিয়েছিলেন । আউটডোরের টিকিট করানোর পর চিকিৎসককে দেখাতে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন তাঁর বোন পাশে নেই । এরই মধ্যে বাইরে হ‌ইচ‌ই শুনতে পান তিনি । জানালা দিয়ে উঁকি মেরে দেখতে পান তাঁর বোন আউটডোরের পাশে রাস্তায় পড়ে রয়েছেন ।

হাসপাতালে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা ওই যুবতীকে দেখতে পাচ্ছি । আমরা চিৎকার করছিলাম । সিকিউরিটি গার্ডকেও বললাম । সিকিউরিটি গার্ড ওপরে যেতে যেতেই ওই যুবতী লাফ দিয়ে দেন । শুনতে পেলাম ওই যুবতীর মৃত্যু হয়েছে ।”

মৃতের দাদা মুখলেসুর রহমান বলেন, “আউটডোরে বোনকে দেখাতে এনেছিলাম । আমি টিকিট কাটার লাইনে দাঁড়িয়েছিলাম । চিকিৎসকের ঘরের সামনে গিয়ে দেখি বোন নেই । বোনের মানসিক সমস্যা রয়েছে । এরপরেই জানালা দিয়ে দেখি নিচে অনেক লোক জমা হয়ে রয়েছে । দেখি বোনের মতো জামা দেখতে পেলাম । ছুটে গিয়ে দেখি বোন পড়ে রয়েছে । বোনের বমি হচ্ছিল । বমি করতে ওপরে গিয়েছিল নাকি বুঝতে পারছি না ।”

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি পূরঞ্জয় সাহা জানান, এক মানসিক ভারসাম্যহীন যুবতী দাদার সঙ্গে চিকিৎসার জন্য আউটডোরে এসেছিলেন । সেই সময় তিনি সাত তলা থেকে লাফ দেন । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে জরুরি বিভাগে নিয়ে আসা হয় । কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে ।

তিনি আরও জানান, ঘটনার পরই সিভিল ইঞ্জিনিয়ারদের ওই জায়গা দেখতে পাঠানো হয়েছিল । তাঁরা জানিয়েছেন যে ওই জায়গা বন্ধ করা যাবে না । কারণ যখন ছয় তলার বেশি বিল্ডিং হয়, তখন অ্যাসেম্বলি জোন তৈরি করা হয় । যদি কোনও সময় আগুন লাগে, তাহলে সেখানে সকলকে জমায়েত করে উদ্ধার করা হয় ।

মালদা মেডিক্যালের সাত তলা থেকে পড়ে মৃত্যু যুবতীর

আরও পড়ুন : ঘণ্টাখানেকের ভারী বৃষ্টিতে জল থইথই মালদা মেডিক্যাল

মালদা, 4 অগস্ট : মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Malda Medical College Hospital) আউটডোরে চিকিৎসা করাতে এসে সাত তলার বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু যুবতীর । মৃত যুবতীর নাম সায়েরা খাতুন (26) । বাড়ি রতুয়ার গোবিন্দপুরে । ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার সকালে দাদা মুখলেসুর রহমানের সঙ্গে মেডিক্যালের আউটডোরে চিকিৎসা করাতে আসেন সায়েরা । আউটডোরের টিকিট করানোর জন্য দাদা লাইন দিয়েছিলেন । আউটডোরের টিকিট করানোর পর চিকিৎসককে দেখাতে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন তাঁর বোন পাশে নেই । এরই মধ্যে বাইরে হ‌ইচ‌ই শুনতে পান তিনি । জানালা দিয়ে উঁকি মেরে দেখতে পান তাঁর বোন আউটডোরের পাশে রাস্তায় পড়ে রয়েছেন ।

হাসপাতালে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা ওই যুবতীকে দেখতে পাচ্ছি । আমরা চিৎকার করছিলাম । সিকিউরিটি গার্ডকেও বললাম । সিকিউরিটি গার্ড ওপরে যেতে যেতেই ওই যুবতী লাফ দিয়ে দেন । শুনতে পেলাম ওই যুবতীর মৃত্যু হয়েছে ।”

মৃতের দাদা মুখলেসুর রহমান বলেন, “আউটডোরে বোনকে দেখাতে এনেছিলাম । আমি টিকিট কাটার লাইনে দাঁড়িয়েছিলাম । চিকিৎসকের ঘরের সামনে গিয়ে দেখি বোন নেই । বোনের মানসিক সমস্যা রয়েছে । এরপরেই জানালা দিয়ে দেখি নিচে অনেক লোক জমা হয়ে রয়েছে । দেখি বোনের মতো জামা দেখতে পেলাম । ছুটে গিয়ে দেখি বোন পড়ে রয়েছে । বোনের বমি হচ্ছিল । বমি করতে ওপরে গিয়েছিল নাকি বুঝতে পারছি না ।”

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি পূরঞ্জয় সাহা জানান, এক মানসিক ভারসাম্যহীন যুবতী দাদার সঙ্গে চিকিৎসার জন্য আউটডোরে এসেছিলেন । সেই সময় তিনি সাত তলা থেকে লাফ দেন । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে জরুরি বিভাগে নিয়ে আসা হয় । কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে ।

তিনি আরও জানান, ঘটনার পরই সিভিল ইঞ্জিনিয়ারদের ওই জায়গা দেখতে পাঠানো হয়েছিল । তাঁরা জানিয়েছেন যে ওই জায়গা বন্ধ করা যাবে না । কারণ যখন ছয় তলার বেশি বিল্ডিং হয়, তখন অ্যাসেম্বলি জোন তৈরি করা হয় । যদি কোনও সময় আগুন লাগে, তাহলে সেখানে সকলকে জমায়েত করে উদ্ধার করা হয় ।

মালদা মেডিক্যালের সাত তলা থেকে পড়ে মৃত্যু যুবতীর

আরও পড়ুন : ঘণ্টাখানেকের ভারী বৃষ্টিতে জল থইথই মালদা মেডিক্যাল

Last Updated : Aug 4, 2022, 4:15 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.