ETV Bharat / state

Vande Bharat Express: বন্দে ভারতে চড়তে গিয়ে মৃত্যুমুখ থেকে ফিরলেন যাত্রী, দেখুন সিসিটিভি ফুটেজ - সিসিটিভি ফুটেজ

মালদা টাউন স্টেশনে (Malda Town Railway Station) চলন্ত বন্দে ভারত এক্সপ্রেস থেকে পড়ে গেলেন এক যাত্রী (Passenger fell down from Vande Bharat Express) ! তারপর কী হল ? দেখুন ভিডিয়ো ৷

Passenger fell down from Vande Bharat Express at Malda Town Railway Station
ভয়াবহ
author img

By

Published : Jan 22, 2023, 10:38 PM IST

পড়ে গেলেন যাত্রী

মালদা, 22 জানুয়ারি: আবারও সংবাদ শিরোনামে বন্দে ভারত এক্সপ্রেস ৷ তবে, এবার আর পাথর ছোড়ার মতো কোনও ঘটনা ঘটেনি ৷ বরং আরও মর্মান্তিক ঘটনা ঘটতে ঘটতে কোনওমতে আটকানো সম্ভব হয়েছে ৷ চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসে উঠতে গিয়ে পা হড়কে পড়ে যান এক যাত্রী (Passenger fell down from Vande Bharat Express) ! তবে প্ল্য়াটফর্মে থাকা অন্যদের তৎপরতায় বেঁচে যান তিনি ৷ শনিবার বিকেলে ঘটনাটি ঘটে মালদা টাউন স্টেশনে (Malda Town Railway Station) ৷ ঘটনার জন্য ওই যাত্রীকেই দায়ী করেছেন প্রত্যক্ষদর্শীরা ৷

শনিবারের সন্ধের ওই হাড় হিম করা ঘটনার দৃশ্য বন্দি হয়েছে মালদা টাউন স্টেশনের সিসিটিভি ক্যামেরায় (CCTV Footage) ৷ সেই ভিডিয়ো সামনে আসে রবিবার ৷ আর তারপর থেকেই এ নিয়ে শুরু হয়েছে চর্চা ৷ রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল 5টা 51 মিনিট নাগাদ ডাউন বন্দে ভারত এক্সপ্রেস মালদা টাউন স্টেশনে এসে পৌঁছয় ৷ সন্ধে 6টা নাগাদ ট্রেনটি হাওড়ার উদ্দেশে রওনা দেয় ৷ ট্রেনটি যখন প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সেই সময়েই দৌড়ে এসে ট্রেনে ওঠার চেষ্টা করেন এক ব্যক্তি ৷ সেই ট্রেন থেকে পড়ে যান তিনি ৷ ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝের ফাঁকা অংশ দিয়ে তাঁর শরীরের খানিকটা অংশ গলে যায় ! তা দেখে চিৎকার করে ওঠেন বাকিরা ৷

আরও পড়ুন: বন্দে ভারতে চতুর্থবার ছোড়া হল পাথর, এবার বোলপুরে !

বিষয়টি ট্রেনে সওয়ার রেলকর্মী এবং কর্তব্যরত আরপিএফ জওয়ানদের নজরে আসে ৷ ট্রেন খানিকটা এগিয়ে গিয়ে থেমে যায় ৷ প্ল্য়াটফর্মে থাকা বাকিরা ছুটে গিয়ে ওই ব্যক্তিকে টেনে তোলেন ৷ ছুটে আসেন রেলওয়ে প্রোটেকশন ফোর্সের দুই কর্তব্যরত আধিকারিকও ৷ সকলের প্রচেষ্টায় প্রাণ বেঁচে যায় ওই যাত্রীর ৷

রেল সূত্রে জানা গিয়েছে, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া ওই যাত্রীর নাম শিবশংকর বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বয়স 40 বছর ৷ খুব সম্ভবত, তাঁর স্টেশনের পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল ৷ তিনি প্ল্য়াটফর্মে ঢোকার আগেই ট্রেন ছেড়ে দেয় ৷ তাই দৌড়ে বন্দে ভারত এক্সপ্রেসে ওঠার চেষ্টা করেন তিনি ৷ এই ঘটনায় সাময়িক কিছুটা হতভম্ব হয়ে গেলেও পরে নিজেকে সামলে নেন শিবশংকর ৷ রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর বন্দে ভারত এক্সপ্রেসে উঠেই নিজের গন্তব্যে রওনা দেন শংকর ৷ সেই সময় তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন ৷ তাঁর কোনও আঘাত লাগেনি বলে জানা গিয়েছে ৷ তবে, রেলের আবেদন, যতই দেরি হোক না কেন, কোনও যাত্রীই যেন এভাবে জীবন হাতে করে চলন্ত ট্রেনে ওঠার, বা চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা না করেন ৷

পড়ে গেলেন যাত্রী

মালদা, 22 জানুয়ারি: আবারও সংবাদ শিরোনামে বন্দে ভারত এক্সপ্রেস ৷ তবে, এবার আর পাথর ছোড়ার মতো কোনও ঘটনা ঘটেনি ৷ বরং আরও মর্মান্তিক ঘটনা ঘটতে ঘটতে কোনওমতে আটকানো সম্ভব হয়েছে ৷ চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসে উঠতে গিয়ে পা হড়কে পড়ে যান এক যাত্রী (Passenger fell down from Vande Bharat Express) ! তবে প্ল্য়াটফর্মে থাকা অন্যদের তৎপরতায় বেঁচে যান তিনি ৷ শনিবার বিকেলে ঘটনাটি ঘটে মালদা টাউন স্টেশনে (Malda Town Railway Station) ৷ ঘটনার জন্য ওই যাত্রীকেই দায়ী করেছেন প্রত্যক্ষদর্শীরা ৷

শনিবারের সন্ধের ওই হাড় হিম করা ঘটনার দৃশ্য বন্দি হয়েছে মালদা টাউন স্টেশনের সিসিটিভি ক্যামেরায় (CCTV Footage) ৷ সেই ভিডিয়ো সামনে আসে রবিবার ৷ আর তারপর থেকেই এ নিয়ে শুরু হয়েছে চর্চা ৷ রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল 5টা 51 মিনিট নাগাদ ডাউন বন্দে ভারত এক্সপ্রেস মালদা টাউন স্টেশনে এসে পৌঁছয় ৷ সন্ধে 6টা নাগাদ ট্রেনটি হাওড়ার উদ্দেশে রওনা দেয় ৷ ট্রেনটি যখন প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সেই সময়েই দৌড়ে এসে ট্রেনে ওঠার চেষ্টা করেন এক ব্যক্তি ৷ সেই ট্রেন থেকে পড়ে যান তিনি ৷ ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝের ফাঁকা অংশ দিয়ে তাঁর শরীরের খানিকটা অংশ গলে যায় ! তা দেখে চিৎকার করে ওঠেন বাকিরা ৷

আরও পড়ুন: বন্দে ভারতে চতুর্থবার ছোড়া হল পাথর, এবার বোলপুরে !

বিষয়টি ট্রেনে সওয়ার রেলকর্মী এবং কর্তব্যরত আরপিএফ জওয়ানদের নজরে আসে ৷ ট্রেন খানিকটা এগিয়ে গিয়ে থেমে যায় ৷ প্ল্য়াটফর্মে থাকা বাকিরা ছুটে গিয়ে ওই ব্যক্তিকে টেনে তোলেন ৷ ছুটে আসেন রেলওয়ে প্রোটেকশন ফোর্সের দুই কর্তব্যরত আধিকারিকও ৷ সকলের প্রচেষ্টায় প্রাণ বেঁচে যায় ওই যাত্রীর ৷

রেল সূত্রে জানা গিয়েছে, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া ওই যাত্রীর নাম শিবশংকর বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বয়স 40 বছর ৷ খুব সম্ভবত, তাঁর স্টেশনের পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল ৷ তিনি প্ল্য়াটফর্মে ঢোকার আগেই ট্রেন ছেড়ে দেয় ৷ তাই দৌড়ে বন্দে ভারত এক্সপ্রেসে ওঠার চেষ্টা করেন তিনি ৷ এই ঘটনায় সাময়িক কিছুটা হতভম্ব হয়ে গেলেও পরে নিজেকে সামলে নেন শিবশংকর ৷ রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর বন্দে ভারত এক্সপ্রেসে উঠেই নিজের গন্তব্যে রওনা দেন শংকর ৷ সেই সময় তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন ৷ তাঁর কোনও আঘাত লাগেনি বলে জানা গিয়েছে ৷ তবে, রেলের আবেদন, যতই দেরি হোক না কেন, কোনও যাত্রীই যেন এভাবে জীবন হাতে করে চলন্ত ট্রেনে ওঠার, বা চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা না করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.