ETV Bharat / state

পাঁচ লাখ টাকার কাফ সিরাপ, গাঁজাসহ গ্রেপ্তার 1 - মালদা সেক্টরের সানি বর্ডার আউট পোস্ট

মালদা সেক্টরের সানি বর্ডার আউট পোস্টের কাছে সীমান্তরক্ষা বাহিনীর 24 নম্বর ব্যাটেলিয়নের সদস্যরা তিন থেকে চারজনকে সীমান্তের দিকে যেতে দেখেন । তাদের সন্দেহজনক গতিবিধি দেখে চ্যালেঞ্জ করেন জওয়ানেরা । BSF-র নজর পড়েছে দেখে স্মাগলার পালাতে শুরু করে । বাকিরা পালিয়ে গেলেও কবির মিঞা বলে একজন পালাতে পারেনি ।

image
মাদক প্রাচারের চেষ্টা
author img

By

Published : Jun 15, 2020, 1:01 AM IST

কলকাতা, 14 জুন : ফের বাংলাদেশে কাফ সিরাপ, গাঁজা পাচারের চেষ্টা । যদিও সেই প্রচেষ্টা রুখে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স । গতরাত থেকে দু’টি পৃথক ঘটনায় উদ্ধার হয়েছে প্রচুর কাফ সিরাপের বোতল । একইসঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর গাঁজা । যার বাজার দর আনুমানিক 5 লাখ টাকা । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে ।

সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, গতরাতে মালদা সেক্টরের সানি বর্ডার আউট পোস্টের কাছে 24 নম্বর ব্যাটেলিয়নের সদস্যরা তিন থেকে চারজনকে সীমান্তের দিকে যেতে দেখেন । তাদের সন্দেহজনক গতিবিধি দেখে চ্যালেঞ্জ করেন জওয়ানেরা । BSF-র নজর পড়েছে দেখে স্মাগলার পালাতে শুরু করে । বাকিরা পালিয়ে গেলেও কবির মিঞা বলে একজন পালাতে পারেনি । 22 বছরের কবির চকমালিপুরের বাসিন্দা । তার কাছে উদ্ধার হয় 75 বোতল কাফ সিরাপ এবং 1.9 কেজি গাঁজা ।

পরের ঘটনা নওয়াদা বর্ডার আউট পোস্টে। সেখানেও সন্দেহজনক গতিবিধি দেখে BSF । কিন্তু গাঢ় অন্ধকার এবং আম বাগানের সুযোগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা । উদ্ধার হয় 1200 বোতল কাফ সিরাপ । সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারে আরও 1457 বোতল কাফ সিরাপ এবং দু’কেজি গাঁজা উদ্ধার হয়েছে। BSF জানিয়েছে, উদ্ধার হওয়া কাফ সিরাপের বাজারদর প্রায় 4 লাখ 55 হাজার 145 টাকা । তার সঙ্গে যে গাঁজা উদ্ধার হয়েছে তার মূল্য প্রায় 50 হাজার টাকা ।

বাংলাদেশে এই কাফ সিরাপের চাহিদা ব্যাপক । যুব সমাজের অনেকেই এই নেশায় আসক্ত । ইন্টেলিজেন্সের দাবি, বাংলাদেশে যেভাবে মায়ানমার থেকে ইয়াবা পাচার হয়, সেভাবেই ভারত থেকে পাচার হয় কাফ সিরাপ । আর বাংলাদেশ থেকে ভারতে পাচার হয় জাল নোট । ভারতীয় গোয়েন্দাদের দাবি, কাফ সিরাপের এই চক্র ছড়িয়ে রয়েছে গোটা দেশে ৷ উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত সর্বত্রই রয়েছে স্মাগলিং চক্রের লোকজন । আসলে বাংলাদেশে এক এক বোতল এই কাফ সিরাপ ভারতীয় দামের থেকে পাঁচ গুণ দামে বিক্রি হয় । সেই কারণেই এই চক্র চোরাপাচার চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে ।

কলকাতা, 14 জুন : ফের বাংলাদেশে কাফ সিরাপ, গাঁজা পাচারের চেষ্টা । যদিও সেই প্রচেষ্টা রুখে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স । গতরাত থেকে দু’টি পৃথক ঘটনায় উদ্ধার হয়েছে প্রচুর কাফ সিরাপের বোতল । একইসঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর গাঁজা । যার বাজার দর আনুমানিক 5 লাখ টাকা । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে ।

সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, গতরাতে মালদা সেক্টরের সানি বর্ডার আউট পোস্টের কাছে 24 নম্বর ব্যাটেলিয়নের সদস্যরা তিন থেকে চারজনকে সীমান্তের দিকে যেতে দেখেন । তাদের সন্দেহজনক গতিবিধি দেখে চ্যালেঞ্জ করেন জওয়ানেরা । BSF-র নজর পড়েছে দেখে স্মাগলার পালাতে শুরু করে । বাকিরা পালিয়ে গেলেও কবির মিঞা বলে একজন পালাতে পারেনি । 22 বছরের কবির চকমালিপুরের বাসিন্দা । তার কাছে উদ্ধার হয় 75 বোতল কাফ সিরাপ এবং 1.9 কেজি গাঁজা ।

পরের ঘটনা নওয়াদা বর্ডার আউট পোস্টে। সেখানেও সন্দেহজনক গতিবিধি দেখে BSF । কিন্তু গাঢ় অন্ধকার এবং আম বাগানের সুযোগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা । উদ্ধার হয় 1200 বোতল কাফ সিরাপ । সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারে আরও 1457 বোতল কাফ সিরাপ এবং দু’কেজি গাঁজা উদ্ধার হয়েছে। BSF জানিয়েছে, উদ্ধার হওয়া কাফ সিরাপের বাজারদর প্রায় 4 লাখ 55 হাজার 145 টাকা । তার সঙ্গে যে গাঁজা উদ্ধার হয়েছে তার মূল্য প্রায় 50 হাজার টাকা ।

বাংলাদেশে এই কাফ সিরাপের চাহিদা ব্যাপক । যুব সমাজের অনেকেই এই নেশায় আসক্ত । ইন্টেলিজেন্সের দাবি, বাংলাদেশে যেভাবে মায়ানমার থেকে ইয়াবা পাচার হয়, সেভাবেই ভারত থেকে পাচার হয় কাফ সিরাপ । আর বাংলাদেশ থেকে ভারতে পাচার হয় জাল নোট । ভারতীয় গোয়েন্দাদের দাবি, কাফ সিরাপের এই চক্র ছড়িয়ে রয়েছে গোটা দেশে ৷ উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত সর্বত্রই রয়েছে স্মাগলিং চক্রের লোকজন । আসলে বাংলাদেশে এক এক বোতল এই কাফ সিরাপ ভারতীয় দামের থেকে পাঁচ গুণ দামে বিক্রি হয় । সেই কারণেই এই চক্র চোরাপাচার চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.