ETV Bharat / state

2 লাখ টাকার তরল আফিমসহ গ্রেপ্তার ব্যক্তি - তরল আফিম

500 গ্রাম তরল আফিমসহ গ্রেপ্তার ব্যক্তি ৷ বাজেয়াপ্ত হওয়া আফিমের আনুমানিক বাজারমূল্য 2 লাখ টাকা ৷ ধৃতকে আজ মালদা জেলা আদালতে তোলা হয় ৷

one person arrested with liquid opium from Malda
2 লাখ টাকার তরল আফিমসহ গ্রেপ্তার ব্যক্তি
author img

By

Published : Mar 16, 2020, 6:04 PM IST

Updated : Mar 16, 2020, 7:44 PM IST

মালদা, 16 মার্চ : 2 লাখ টাকার তরল আফিমসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ । ধৃত ব্যক্তিকে আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে ৷ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে মোথাবাড়ি থানার পুলিশ ।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মোথাবাড়ি থানার পুলিশ বাগমারা পেট্রল পাম্পের কাছে অভিযান চালায় ৷ সেখান থেকে শাফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃত ব্যক্তির কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 500 গ্রাম তরল আফিম ৷ ধৃত ব্যক্তি কালিয়াচক থানার রাজনগর এলাকার বাসিন্দা । ধৃত ব্যক্তিকে 7 দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ মালদা জেলা আদালতে তোলা হয় ।

2 লাখ টাকার তরল আফিমসহ গ্রেপ্তার ব্যক্তি

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির কাছ থেকে 500 গ্রাম তরল আফিম উদ্ধার করা হয়েছে । উদ্ধার হওয়া আফিমের আনুমানিক বাজারমূল্য 2 লাখ টাকা । ধৃত ব্যক্তি কোথা থেকে এই আফিম কোথায় নিয়ে যাচ্ছিল এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

মালদা, 16 মার্চ : 2 লাখ টাকার তরল আফিমসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ । ধৃত ব্যক্তিকে আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে ৷ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে মোথাবাড়ি থানার পুলিশ ।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মোথাবাড়ি থানার পুলিশ বাগমারা পেট্রল পাম্পের কাছে অভিযান চালায় ৷ সেখান থেকে শাফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃত ব্যক্তির কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 500 গ্রাম তরল আফিম ৷ ধৃত ব্যক্তি কালিয়াচক থানার রাজনগর এলাকার বাসিন্দা । ধৃত ব্যক্তিকে 7 দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ মালদা জেলা আদালতে তোলা হয় ।

2 লাখ টাকার তরল আফিমসহ গ্রেপ্তার ব্যক্তি

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির কাছ থেকে 500 গ্রাম তরল আফিম উদ্ধার করা হয়েছে । উদ্ধার হওয়া আফিমের আনুমানিক বাজারমূল্য 2 লাখ টাকা । ধৃত ব্যক্তি কোথা থেকে এই আফিম কোথায় নিয়ে যাচ্ছিল এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

Last Updated : Mar 16, 2020, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.