মালদা, 14 জুন: এবার কোরোনার থাবা পুরাতন মালদাতেও। এই প্রথম পুরাতন মালদা শহরে কোরোনা সংক্রমিতের হদিশ মিলল৷ সংক্রমিতকে কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সরকারি কোয়ারানটিনে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে৷
স্থানীয়দের দাবি, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সমস্ত লোকেদের লালারসের পরীক্ষা করাতে হবে।
উল্লেখ্য, কোরোনার থাবা জেলার দুই শহরেই৷ মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগের রিপোর্টে পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের এক পরিযায়ীর লালারসের নমুনায় কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে৷ আক্রান্ত ওই ব্যক্তি গুজরাতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে৷ প্রায় 15 দিন আগে তিনি বাড়ি ফেরেন৷ বাড়ি ফিরে ওই শ্রমিক ঘণ্টা দুয়েক পরিবারের সঙ্গে কাটান৷ এরপরই স্থানীয় বাসিন্দারা, পুলিশে খবর দিলে পুলিশ ওই ব্যক্তিকে পৌরসভার কোয়ারানটিন সেন্টারে নিয়ে যায়৷
এরপর ওই শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়৷ আজ ওই ব্যক্তির রিপোর্ট পজ়িটিভ আসে৷ জেলা স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে আক্রান্ত ওই ব্যক্তিকে কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অপরদিকে, কোরোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়৷ স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, আক্রান্ত ওই ব্যক্তি যাঁদের সংস্পর্শে এসেছিলেন প্রত্যেকের কোরোনা পরীক্ষা করতে হবে৷ স্থানীয় বাসিন্দা বিজন হালদার বলেন, "সংক্রমিত ব্যক্তি গুজরাত থেকে ফিরে কয়েকঘণ্টা বাড়িতে ছিলেন৷ অর্থাৎ সংক্রমিত ব্যক্তির পরিবার থেকে এলাকায় সংক্রমণের সম্ভাবনা রয়েছে৷ ওই পরিবারের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোরোনা পরীক্ষা করা হোক৷"