ETV Bharat / state

মালদায় 200 বোতল কাফসিরাপসহ গ্রেপ্তার 1 - Malda arrest

মালদার ভীরত-বাংলাদেশ সীমান্তের আশরাফপুর এলাকায় এক যুবকের বাড়ি থেকে উদ্ধার 200 বোতল কাফসিরাপ। গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে।

One man arrested with phensedyl
One man arrested with phensedyl
author img

By

Published : Jun 21, 2020, 10:27 PM IST

মালদা, 21 জুন: 200 বোতল কাফসিরাপসহ গ্রেপ্তার এক যুবক। সীমান্ত দিয়ে পাচারের আগেই মালদা জেলার হাবিবপুর থানার পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে।

গোপন সূত্রের খবর পেয়ে, গতকাল রাতে হবিবপুর থানার পুলিশের একটি দল ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার আশরাফপুরের গোবিন্দ মণ্ডলের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 200 বোতল কাফসিরাপ। গ্রেপ্তার করা হয় গোবিন্দ মণ্ডলকে। পুলিশের অনুমান, ধৃত যুবক উদ্ধার হওয়া কাফসিরাপ বাংলাদেশে পাচারের ছক কষেছিল। এই ঘটনার ধৃতের সঙ্গে আরও কিছু পাচারকারীর যোগ রয়েছে বলেও অনুমান পুলিশের। ধৃতের মাধ্যমে এই পাচারচক্রের সঙ্গে যুক্ত কারবারিদের হদিশ পেতে চাইছে হবিবপুর থানার পুলিশ।

হবিবপুর থানার পুলিশ বলেন, “গতকাল রাতে হানা দিয়ে 200 বোতল কাফসিরাপসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ধৃত যুবক কাফসিরাপগুলো বাংলাদেশে পাচারের ছক কষেছিল। জিজ্ঞাসাবাদের জন্য ধৃত যুবককে পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।”

মালদা, 21 জুন: 200 বোতল কাফসিরাপসহ গ্রেপ্তার এক যুবক। সীমান্ত দিয়ে পাচারের আগেই মালদা জেলার হাবিবপুর থানার পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে।

গোপন সূত্রের খবর পেয়ে, গতকাল রাতে হবিবপুর থানার পুলিশের একটি দল ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার আশরাফপুরের গোবিন্দ মণ্ডলের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 200 বোতল কাফসিরাপ। গ্রেপ্তার করা হয় গোবিন্দ মণ্ডলকে। পুলিশের অনুমান, ধৃত যুবক উদ্ধার হওয়া কাফসিরাপ বাংলাদেশে পাচারের ছক কষেছিল। এই ঘটনার ধৃতের সঙ্গে আরও কিছু পাচারকারীর যোগ রয়েছে বলেও অনুমান পুলিশের। ধৃতের মাধ্যমে এই পাচারচক্রের সঙ্গে যুক্ত কারবারিদের হদিশ পেতে চাইছে হবিবপুর থানার পুলিশ।

হবিবপুর থানার পুলিশ বলেন, “গতকাল রাতে হানা দিয়ে 200 বোতল কাফসিরাপসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ধৃত যুবক কাফসিরাপগুলো বাংলাদেশে পাচারের ছক কষেছিল। জিজ্ঞাসাবাদের জন্য ধৃত যুবককে পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.