ETV Bharat / state

দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক - দুই নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার পুরাতন মালদার এক যুবকের

পুরাতন মালদায় দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ ।

মালদা থানা
author img

By

Published : Nov 4, 2019, 1:31 AM IST

Updated : Nov 4, 2019, 5:22 AM IST

মালদা, 4 নভেম্বর : দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ । ধৃত যুবককে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে । ঘটনাটি পুরাতন মালদা এলাকার ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, 2 তারিখ পুরাতন মালদা এলাকায় দুই নাবালিকা তাদের এর বান্ধবীর সঙ্গে ঘরে টিভি দেখছিল । বাড়িতে বাবা- মা ছিলেন না । অভিযোগ, বিকেল চারটে নাগাদ স্থানীয় চন্দন হেমরম টিভি দেখার নাম করে ঘরে ঢোকে । সুযোগ বুঝে ঘরের দরজা-জানালা বন্ধ করে দেয় সে । এরপরে ঘণ্টাখানেক দুই নাবালিকাকে ধর্ষণ করে । শারীরিক নির্যাতনের পর ওই যুবক ঘটনার কথা লুকিয়ে যেতে বলে । তা না হলে প্রাণে মারার হুমকি দেয় । যার ভয়ে নির্যাতনের ঘটনা কাউকে জানায়নি তারা ।

সম্প্রতি এদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিষয়টি পরিবারের নজরে আসে । পরিবারের লোকজন জিজ্ঞাসাবাদ করে সমস্ত ঘটনা জানতে পারে । গতকাল সকালে সমস্ত ঘটনা জানিয়ে চন্দন হেমরমের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার বাবা-মা । অভিযোগ পেয়েই ওইদিন ঘরে উপস্থিত তিন নাবালিকাকে মেডিকেল টেস্টে পাঠিয়ে অভিযুক্ত চন্দন হেমরমকে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ ।


এবিষয়ে মালদা থানার IC শান্তিনাথ পাঁজা বলেন, "গতকাল দুপুরে নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের পরেই তিন নাবালিকাকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে । অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে । আজ ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হবে ।"

মালদা, 4 নভেম্বর : দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ । ধৃত যুবককে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে । ঘটনাটি পুরাতন মালদা এলাকার ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, 2 তারিখ পুরাতন মালদা এলাকায় দুই নাবালিকা তাদের এর বান্ধবীর সঙ্গে ঘরে টিভি দেখছিল । বাড়িতে বাবা- মা ছিলেন না । অভিযোগ, বিকেল চারটে নাগাদ স্থানীয় চন্দন হেমরম টিভি দেখার নাম করে ঘরে ঢোকে । সুযোগ বুঝে ঘরের দরজা-জানালা বন্ধ করে দেয় সে । এরপরে ঘণ্টাখানেক দুই নাবালিকাকে ধর্ষণ করে । শারীরিক নির্যাতনের পর ওই যুবক ঘটনার কথা লুকিয়ে যেতে বলে । তা না হলে প্রাণে মারার হুমকি দেয় । যার ভয়ে নির্যাতনের ঘটনা কাউকে জানায়নি তারা ।

সম্প্রতি এদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিষয়টি পরিবারের নজরে আসে । পরিবারের লোকজন জিজ্ঞাসাবাদ করে সমস্ত ঘটনা জানতে পারে । গতকাল সকালে সমস্ত ঘটনা জানিয়ে চন্দন হেমরমের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার বাবা-মা । অভিযোগ পেয়েই ওইদিন ঘরে উপস্থিত তিন নাবালিকাকে মেডিকেল টেস্টে পাঠিয়ে অভিযুক্ত চন্দন হেমরমকে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ ।


এবিষয়ে মালদা থানার IC শান্তিনাথ পাঁজা বলেন, "গতকাল দুপুরে নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের পরেই তিন নাবালিকাকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে । অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে । আজ ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হবে ।"

Intro:মালদা, ৩ নভেম্বরঃ দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। ধৃত যুবককে আগামীকাল মালদা জেলা আদালতে পেশ করা হবে। গত ২ অক্টোবর পুরাতন মালদার রশিলাদহ এলাকায় ঘটনাটি ঘটে।Body:পরিবার সূত্রে জানা গিয়েছে, সেদিন স্থানীয় দুই মেয়ের (৮ বছর ও ৬ বছর) সঙ্গে বসে টিভি দেখছিল চুমকি (১০) (নাম পরিবর্তিত)। বাড়িতে বাবা মা ছিলেন না। অভিযোগ, বিকেল চারটে নাগাদ স্থানীয় এক যুবক চন্দন হেমরম টিভি দেখার আছিলায় ঘরে ঢোকে। সুযোগ বুঝে ঘরের দরজা-জানালা বন্ধ করে দেয় সে। এরপরে ঘন্টাখানেক ধরে দুই নাবালিকাকে ধর্ষণ করে চন্দন। শারীরিক নির্যাতনের পরে ওই যুবক ঘটনা সম্পর্কে পরিবারের কিংবা অন্য কাউকে বললে প্রাণে মারার হুমকি দেয় তিন নাবালিকাকে। প্রাণের ভয়ে নির্যাতনের ঘটনা কাউকে জানায়নি তারা। ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল তিন নাবালিকা।
সম্প্রতি এক নাবালিকার শারীরিক অবণতি হতে শুরু করে। তার পরিবারের লোকজন নানা কৌশলে জিজ্ঞাসাবাদ করে সমস্ত ঘটনা জানতে পারে। আজ সকালে ওই নাবালিকার পরিবারের লোকজন সমস্ত ঘটনা জানিয়ে চন্দন হেমরমের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়েই তিন নাবালিকাকে মেডিকেল টেস্টে পাঠিয়ে অভিযুক্ত চন্দন হেমরমকে গ্রেফতার করে মালদা থানার পুলিশ।
Conclusion:মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা জানান, “আজ দুপুরে নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরেই তিন নাবালিকাকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হবে।”
Last Updated : Nov 4, 2019, 5:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.