মালদা, 4 নভেম্বর : দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ । ধৃত যুবককে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে । ঘটনাটি পুরাতন মালদা এলাকার ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, 2 তারিখ পুরাতন মালদা এলাকায় দুই নাবালিকা তাদের এর বান্ধবীর সঙ্গে ঘরে টিভি দেখছিল । বাড়িতে বাবা- মা ছিলেন না । অভিযোগ, বিকেল চারটে নাগাদ স্থানীয় চন্দন হেমরম টিভি দেখার নাম করে ঘরে ঢোকে । সুযোগ বুঝে ঘরের দরজা-জানালা বন্ধ করে দেয় সে । এরপরে ঘণ্টাখানেক দুই নাবালিকাকে ধর্ষণ করে । শারীরিক নির্যাতনের পর ওই যুবক ঘটনার কথা লুকিয়ে যেতে বলে । তা না হলে প্রাণে মারার হুমকি দেয় । যার ভয়ে নির্যাতনের ঘটনা কাউকে জানায়নি তারা ।
সম্প্রতি এদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিষয়টি পরিবারের নজরে আসে । পরিবারের লোকজন জিজ্ঞাসাবাদ করে সমস্ত ঘটনা জানতে পারে । গতকাল সকালে সমস্ত ঘটনা জানিয়ে চন্দন হেমরমের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার বাবা-মা । অভিযোগ পেয়েই ওইদিন ঘরে উপস্থিত তিন নাবালিকাকে মেডিকেল টেস্টে পাঠিয়ে অভিযুক্ত চন্দন হেমরমকে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ ।
এবিষয়ে মালদা থানার IC শান্তিনাথ পাঁজা বলেন, "গতকাল দুপুরে নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের পরেই তিন নাবালিকাকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে । অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে । আজ ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হবে ।"