ETV Bharat / state

পাঁচ লাখ টাকার ব্রাউন সুগার সহ পাচার চক্রের এক পাণ্ডা গ্রেফতার কালিয়াচকে

author img

By

Published : May 20, 2021, 1:25 PM IST

তল্লাশি চালিয়ে এক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় 306 গ্রাম ব্রাউন সুগার ৷ গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে ৷ উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ টাকা ৷

কালিয়াচক থানা
ছবি

মালদা, 20 মে : পাঁচ লাখ টাকার ব্রাউন সুগার সহ পাচার চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ ৷ ধৃত ব্যক্তিকে আজ সাতদিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷

গোপন সূত্রে খবর পেয়ে ভোর রাতে এসআই অভিষেক তালুকদারের নেতৃত্বে কালিয়াচক থানার পুলিশের একটি দল ছাতরা সুলতানিয়া বিএড কলেজ সংলগ্ন এলাকায় হানা দেয় ৷ তথ্য অনুযায়ী এই এলাকা থেকে ব্রাউন সুগার পাচার চক্রের এক পাণ্ডাকে আটক করে পুলিশ ৷ তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় 306 গ্রাম ব্রাউন সুগার ৷ গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে ৷ উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ টাকা ৷

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে 306 গ্রাম ব্রাউন সুগার সহ আলম খান ওরফে আলিম (37) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতের বাড়ি কালিয়াচকের ইমামজাগির এলাকায়৷ ধৃত ব্যক্তি এলাকায় সমাজবিরোধী হিসেবে পরিচিত ৷ ধৃতকে আজ সাতদিনের পুলিশি হেপাতজের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷

মালদা, 20 মে : পাঁচ লাখ টাকার ব্রাউন সুগার সহ পাচার চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ ৷ ধৃত ব্যক্তিকে আজ সাতদিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷

গোপন সূত্রে খবর পেয়ে ভোর রাতে এসআই অভিষেক তালুকদারের নেতৃত্বে কালিয়াচক থানার পুলিশের একটি দল ছাতরা সুলতানিয়া বিএড কলেজ সংলগ্ন এলাকায় হানা দেয় ৷ তথ্য অনুযায়ী এই এলাকা থেকে ব্রাউন সুগার পাচার চক্রের এক পাণ্ডাকে আটক করে পুলিশ ৷ তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় 306 গ্রাম ব্রাউন সুগার ৷ গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে ৷ উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ টাকা ৷

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে 306 গ্রাম ব্রাউন সুগার সহ আলম খান ওরফে আলিম (37) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতের বাড়ি কালিয়াচকের ইমামজাগির এলাকায়৷ ধৃত ব্যক্তি এলাকায় সমাজবিরোধী হিসেবে পরিচিত ৷ ধৃতকে আজ সাতদিনের পুলিশি হেপাতজের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.