ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর সভার আগে আগ্নেয়াস্ত্রসহ মালদায় গ্রেপ্তার ব্যক্তি - কালিয়াচক থানা

গতকালই 2 টি অত্যাধুনিক পিস্তল, 4 টি ম্যাগাজিন ও 10 রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেপ্তার হয় এক ব্যক্তি ৷

Kaliachawk
ছবি
author img

By

Published : Mar 4, 2020, 10:30 AM IST

মালদা, 4 মার্চ : মালদায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক ব্যক্তি ৷ ধৃতের নাম বাবলু শেখ ৷ তার থেকে দুটি অত্যাধুনিক পিস্তল, চারটি ম্যাগাজিন ও 10 রাউন্ড তাজা কার্তুজসহ উদ্ধার করেছে কালিয়াচক থানার পুলিশ ৷ আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷

আজ মালদায় দলীয় কর্মিসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা৷ মুখ্যমন্ত্রীর সভার কয়েক ঘণ্টা আগেই এই ঘটনার প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ৷

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, 2019 সালের 29 সেপ্টেম্বর মুর্শিদাবাদের সাগরদিঘিতে আগ্নেয়াস্ত্রসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল৷ ধৃত ব্যক্তি কালিয়াচকের মোমিনপাড়া এলাকার বাসিন্দা ৷ গোপন সূত্রের পাওয়া তথ্যের ভিত্তিতে গতরাতে বাবুল শেখ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷

Malda
ধৃত বাবলু শেখ

মালদা, 4 মার্চ : মালদায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক ব্যক্তি ৷ ধৃতের নাম বাবলু শেখ ৷ তার থেকে দুটি অত্যাধুনিক পিস্তল, চারটি ম্যাগাজিন ও 10 রাউন্ড তাজা কার্তুজসহ উদ্ধার করেছে কালিয়াচক থানার পুলিশ ৷ আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷

আজ মালদায় দলীয় কর্মিসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা৷ মুখ্যমন্ত্রীর সভার কয়েক ঘণ্টা আগেই এই ঘটনার প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ৷

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, 2019 সালের 29 সেপ্টেম্বর মুর্শিদাবাদের সাগরদিঘিতে আগ্নেয়াস্ত্রসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল৷ ধৃত ব্যক্তি কালিয়াচকের মোমিনপাড়া এলাকার বাসিন্দা ৷ গোপন সূত্রের পাওয়া তথ্যের ভিত্তিতে গতরাতে বাবুল শেখ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷

Malda
ধৃত বাবলু শেখ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.