ETV Bharat / state

কালিয়াচকে 12 কেজি গাঁজা-সহ গ্রেফতার 1

মালদার কালিয়াচকে উদ্ধার 12 কেজি গাঁজা ৷ গাঁজা পাচারের অভিযোগ গ্রেফতার এক ব্য়ক্তি ৷ ধৃতের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করেন স্পেশাল অপারেশন গ্রুপ ও কালিয়াচক থানার পুলিশ কর্মীরা ৷

wb_mld_03_arrested_with_ganja_wb10016
কালিয়াচকে 12 কেজি গাঁজা-সহ গ্রেফতার 1
author img

By

Published : May 22, 2021, 8:18 PM IST

মালদা, 22 মে : গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার হল 12 কেজি গাঁজা ৷ স্পেশাল অপারেশন গ্রুপ ও কালিয়াচক থানার যৌথ অভিযানে মিলল সাফল্য ৷ ঘটনায় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে শনিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷

গোপন সূত্রে আসা তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাতে কালিয়াচক থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ কর্মীরা আলিপুরের সিরোটোলা এলাকায় সইদ নুর আহমেদ ওরফে বাবুর বাড়িতে অভিযান চালান ৷ তল্লাশি চালিয়ে নুরের বাড়ি থেকে উদ্ধার হয় 12 কেজি গাঁজা ৷ গ্রেফতার করা হয় নুরকে ৷

আরও পড়ুন : 5 লাখ টাকার গাঁজা সহ গ্রেপ্তার 3

কালিয়াচক থানা সূত্রে জানা গিয়েছে, এই কারবারে কারা কারা জড়িত, বা নুর কাদের জন্য কাজ করত, তা জানতে তাঁকে জেরা করা হচ্ছে ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ এদিন নুরকে মালদা জেলা আদালতে পেশ করা হয় ৷ পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে চায় ৷ বিচারক তা মেনে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ৷

মালদা, 22 মে : গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার হল 12 কেজি গাঁজা ৷ স্পেশাল অপারেশন গ্রুপ ও কালিয়াচক থানার যৌথ অভিযানে মিলল সাফল্য ৷ ঘটনায় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে শনিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷

গোপন সূত্রে আসা তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাতে কালিয়াচক থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ কর্মীরা আলিপুরের সিরোটোলা এলাকায় সইদ নুর আহমেদ ওরফে বাবুর বাড়িতে অভিযান চালান ৷ তল্লাশি চালিয়ে নুরের বাড়ি থেকে উদ্ধার হয় 12 কেজি গাঁজা ৷ গ্রেফতার করা হয় নুরকে ৷

আরও পড়ুন : 5 লাখ টাকার গাঁজা সহ গ্রেপ্তার 3

কালিয়াচক থানা সূত্রে জানা গিয়েছে, এই কারবারে কারা কারা জড়িত, বা নুর কাদের জন্য কাজ করত, তা জানতে তাঁকে জেরা করা হচ্ছে ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ এদিন নুরকে মালদা জেলা আদালতে পেশ করা হয় ৷ পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে চায় ৷ বিচারক তা মেনে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.