মালদা, 30 নভেম্বর: লটারি প্রতারণা চক্রে জড়িত থাকার অভিযোগে হুগলি জেলার এক বাসিন্দাকে গ্রেপ্তার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ তাকে আজ জেলা আদালতে তোলা হবে ৷ এই চক্রে আরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে পুলিশের ধারণা ৷
ধৃতের নাম অরূপ মল্লিক ৷ বাড়ি হুগলি জেলার পাণ্ডুয়া থানার তালবাগান কলোনিতে ৷ পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মালদার এক ব্যক্তি সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন ৷ তিনি কিছু লটারির টিকিট কেটেছিলেন ৷ তাঁকে ফোন করে একজন জানায়, তাঁর টিকিটে 25 লাখ টাকা পুরস্কার উঠেছে ৷ সেই টাকা পেতে তাঁকে কিছু টাকা TDS বাবদ জমা করতে হবে ৷ একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই টাকা জমা দিতে বলা হয় ৷ সেই ব্যক্তি ওই অ্যাকাউন্টে প্রায় 2 লাখ টাকা জমা করেন ৷ কিন্তু তারপর ওই মোবাইল নম্বরটি বন্ধ হয়ে যায় ৷ তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন ৷
অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ ৷ গ্রেপ্তার করা হয় অরূপ মল্লিককে ৷ পুলিশ জানতে পারে ওই ব্যক্তির অ্যাকাউন্টেই টাকা জমা পড়েছিল ৷ তবে অরূপ শুধু একা নয়, এই চক্রের পিছনে আরও অনেকে জড়িত বলে মনে করছে পুলিশ ৷ পুলিশ হেপাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজ অরূপকে মালদা জেলা আদালতে তোলা হবে ৷ পুলিশের দাবি, এমন ঘটনা এর আগে জেলায় ঘটেনি ৷
এদিকে পুলিশি হেপাজতে অরূপ দাবি করেছে, এই ঘটনা সম্পর্কে তার কিছুই জানা নেই ৷ তার শ্যালক তার ব্যাঙ্কের পাসবইটি সম্প্রতি নিয়ে গিয়েছিল ৷ শ্যালক কলকাতায় থাকে ৷ সে তার পাসবই ব্যবহার করে কী করেছে তা তার জানা নেই ৷