মালদা, 8 জুন : বাড়ির নলকূপের পাশে থাকা জমা জলের গর্তে পড়ে মৃত্যু হল দেড় বছরের এক শিশুর ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চাঁচল 2 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের দামাইপুর গ্রামে ৷ খবর পেয়ে ওই শিশুটির বাড়িতে যান মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বকসি ৷ তিনি মৃত শিশুর পরিবারের সদস্যদের সমবেদনা জানান ৷
বিধায়ক বলেন, “নানির বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি ৷ বাবা সাদ্দাম হোসেন পরিযায়ী শ্রমিক ৷ ভিনরাজ্যে আছেন ৷ শিশুটি তাঁদের একমাত্র কন্যা সন্তান ৷ বছর দেড়েক বয়স ৷ আজ সকালে খেলতে খেলতে নলকূপের জমা জলের গর্তে পড়ে মারা যায় ৷ খুব বেদনাদায়ক ঘটনা ৷"
তিনি আরও বলেন, "শিশুটিকে আর ফেরত দিতে পারব না ৷ তবে পরিবারটিকে যদি কোনও সরকারি আর্থিক সহযোগিতা করা যায়, তার চেষ্টা করব ৷ শিশুটির বাবা যেহেতু ভিনরাজ্যে রয়েছেন, তাই তাঁর শেষকৃত্যের জন্যও আর্থিক সহায়তা করা হবে ৷”
আরও পড়ুন :চাঁচলে শিশু সুরক্ষা কিট তুলে দেওয়া হল 4 মহিলা সিভিক ভলান্টিয়ারের হাতে
খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে চাঁচল থানার পুলিশ ৷ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷