মালদা, 16 মে: পুরুলিয়ার ছৌ নাচ থেকে বীরভূমের বাউল গান, কোচবিহারের ভাওয়াইয়া থেকে সুন্দরবনের মনসা গান ৷ বাংলার সংস্কৃতিকে ঋদ্ধ করেছে অনেককিছুই ৷ সেই তালিকায় রয়েছে মালদার গম্ভীরা উৎসবও ৷ বৈশাখ মাস জুড়ে মালদার বিভিন্ন প্রান্তে গম্ভীরা উৎসব আয়োজিত হয়ে থাকে ৷ বৈশাখ যত শেষের দিকে এগোয়, উৎসবও পৌঁছে যায় ঘরে-ঘরে ৷ মঙ্গলবার ভোরে শেষ হয়েছে এবারের গম্ভীরা উৎসব ৷ নাচে-গানে জমজমাট ছিল এবারের গম্ভীরা উৎসব ৷
সোমবার সন্ধে থেকে শুরু হয়ে সারারাত ধরে চলে উৎসবের অন্তিম অনুষ্ঠান ৷ যা আঞ্চলিক পরিভাষায় 'বড় তামাশা' নামে খ্যাত ৷ গত কয়েকবছরের মতো এবারও বৈশাখের শেষ দিন পুরাতন মালদা পৌরসভা গম্ভীরা উৎসবের আয়োজন করেছিল ৷ 'বড় তামাশা' বাৎসরিক গম্ভীরা উৎসবের শেষ অনুষ্ঠান ৷ এই উৎসবের অন্যতম একটি আঙ্গিক এটি ৷ বৈশাখের শেষ সন্ধেয় গম্ভীরা শিল্পীরা নানা রঙে সঙ সাজেন ৷ আট থেকে আশি নয়, এখানে দু’তিন বছরের বাচ্চা থেকে শুরু করে অনেক নবতিপরকেও শিল্পীর বেশে দেখা যায় এদিন ৷ সঙ্গে থাকে অভিনয় এবং বাচন ৷
অভিনয়ে উঠে আসে পৌরাণিক থেকে বর্তমান, আর্থ-সামাজিক কিংবা রাজনীতির নানা বিষয় ৷ সন্ধে হলে শুরু হয় গম্ভীরার মূল আসর ৷ মূলত সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষিতে গান এবং অভিনয় করেন কলাকুশলীরা ৷ পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, "মানুষ মালদা জেলা বলতে দু'টি জিনিস চেনে ৷ আম আর গম্ভীরা ৷ জেলায় গম্ভীরার পীঠস্থান হল পুরাতন মালদা ৷ গম্ভীরা মালদা জেলার সুপ্রাচীন লোক সংস্কৃতি ৷ বৈশাখ মাসজুড়ে আমরা এই উৎসব পালন করে থাকি ৷ মানুষের মধ্যেও এই উৎসব নিয়ে অসম্ভব উন্মাদনা রয়েছে ৷"
আরও পড়ুন: জাতীয় ডেঙ্গি দিবসে মারণ রোগ নিয়ে সচেতনতার বার্তা চিকিৎসকের
তিনি আরও বলেন, "গম্ভীরা মূলত শিবকেন্দ্রিক উৎসব ৷ গম্ভীরার আসরে শিবকে নানাভাবে আহ্বান জানানো হয় ৷ তাঁর কাছে বর্তমান সমাজের পরিস্থিতি, রাজনীতি ভিন্ন চালচিত্র তুলে ধরেন গম্ভীরা শিল্পীরা ৷ এই আসরে কারও ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা চলে ৷ শিবের কাছে সঠিক পথ জানতে চান শিল্পীরা ৷ এই উৎসব পুরাতন মালদার প্রাণের সম্পদ ৷ এই উৎসব উপলক্ষ্যে পুরাতন মালদা পৌরসভার তরফে আমি সবাইকে শুভেচ্ছা জানাই ৷"