ETV Bharat / state

Guv on Mizoram Disaster: 'কোনও কিছুতেই মানব জীবনের ক্ষতিপূরণ হয় না', মিজোরামের দুর্ঘটনা নিয়ে বললেন রাজ্যপাল

Governor C V Ananda Bose on Mizoram Disaster: মালদায় গিয়ে মিজোরামের দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি বলেন, কোনও কিছুই মানব জীবনের ক্ষতিপূরণ করা যায় না ।

Guv on Mizoram Disaster
মালদায় রাজ্যপাল
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 1:44 PM IST

Updated : Aug 25, 2023, 3:35 PM IST

মিজোরামের দুর্ঘটনা নিয়ে যা বললেন রাজ্যপাল

মালদা, 25 অগস্ট: কোনও কিছু দিয়েই মানব জীবনের ক্ষতিপূরণ হয় না । ভারতে কোনও রাজ্যে যাতে এ ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে, পরিযায়ী শ্রমিকদের জন্য কী করলে ভালো হয়, তা আমরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেব । মিজোরামে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে মালদা টাউন স্টেশনে এই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

আজ সকালে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে মালদায় আসার কথা ছিল রাজ্যপালের। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে অন্য একটি ট্রেনে মালদায় যান রাজ্যপাল । ওই স্পেশাল ট্রেনে 11টা 39 মিনিটে মালদায় নামেন তিনি । স্টেশনের বিশ্রামাগারে কিছুক্ষণ ডিআরএমের সঙ্গে কথা বলেন রাজ্যপাল । সেখানেই কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁর হাতে নিজেদের দাবি তুলে দেন । এরপর রাজ্যপাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রতুয়া 2 ব্লকে কোকলামারি এলাকায় নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য রওনা দেন ।

রাজ্যপাল বলেন, “মিজোরামে দুর্ঘটনায় শ্রমিক ভাইদের মৃত্যুতে আমি শোকাহত । আমি ঈশ্বরের কাছে তাঁদের আত্মার শান্তি কামনা করছি । পুরো বাংলা দুঃখিত । আমার ভাইয়েরা আমাদের ছেড়ে স্বর্গে ভগবানের কাছে গিয়েছেন । আমরা তাঁদের পরিবারের পাশে থাকব ।”

আজ মালদা টাউন স্টেশনে রাজ্যপালের সঙ্গে দেখা করে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, রাজ্য সরকারের ক্ষতিপূরণ যথেষ্ট নয় । পাশাপাশি তিনি নিহত শ্রমিকদের পরিবারের একজনের চাকরির দাবি তুলেছেন ।

আরও পড়ুন: মালদায় গেলেন রাজ্যপাল, দেখা করবেন মিজোরামে মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে

এ নিয়ে রাজ্যপালের প্রতিক্রিয়া, “মানব জীবনের মূল্য ক্ষতিপূরণ দিয়ে পূরণ করা যায় না । আমি মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম এবং রেলমন্ত্রীর থেকে জানতে পেরেছি, এই দুর্ঘটনায় নিহত শ্রমিকদের 10 লক্ষ টাকা, গুরুতর আহতদের 2 লক্ষ টাকা এবং অল্পবিস্তর আহতদের 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে রেল দফতর । রাজ্য সরকারের তরফেও কিছু ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে । এই দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছি । ওই পরিবারগুলির সঙ্গে দেখা করে ক্ষতিপূরণের অংক নিয়ে সঠিক জায়গায় পৌঁছনো যাবে । এ ধরনের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে এবং পরিযায়ী শ্রমিকদের জন্য কী করলে ভালো হয় তা নিয়ে আমরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেব ।”

মিজোরামের দুর্ঘটনা নিয়ে যা বললেন রাজ্যপাল

মালদা, 25 অগস্ট: কোনও কিছু দিয়েই মানব জীবনের ক্ষতিপূরণ হয় না । ভারতে কোনও রাজ্যে যাতে এ ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে, পরিযায়ী শ্রমিকদের জন্য কী করলে ভালো হয়, তা আমরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেব । মিজোরামে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে মালদা টাউন স্টেশনে এই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

আজ সকালে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে মালদায় আসার কথা ছিল রাজ্যপালের। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে অন্য একটি ট্রেনে মালদায় যান রাজ্যপাল । ওই স্পেশাল ট্রেনে 11টা 39 মিনিটে মালদায় নামেন তিনি । স্টেশনের বিশ্রামাগারে কিছুক্ষণ ডিআরএমের সঙ্গে কথা বলেন রাজ্যপাল । সেখানেই কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁর হাতে নিজেদের দাবি তুলে দেন । এরপর রাজ্যপাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রতুয়া 2 ব্লকে কোকলামারি এলাকায় নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য রওনা দেন ।

রাজ্যপাল বলেন, “মিজোরামে দুর্ঘটনায় শ্রমিক ভাইদের মৃত্যুতে আমি শোকাহত । আমি ঈশ্বরের কাছে তাঁদের আত্মার শান্তি কামনা করছি । পুরো বাংলা দুঃখিত । আমার ভাইয়েরা আমাদের ছেড়ে স্বর্গে ভগবানের কাছে গিয়েছেন । আমরা তাঁদের পরিবারের পাশে থাকব ।”

আজ মালদা টাউন স্টেশনে রাজ্যপালের সঙ্গে দেখা করে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, রাজ্য সরকারের ক্ষতিপূরণ যথেষ্ট নয় । পাশাপাশি তিনি নিহত শ্রমিকদের পরিবারের একজনের চাকরির দাবি তুলেছেন ।

আরও পড়ুন: মালদায় গেলেন রাজ্যপাল, দেখা করবেন মিজোরামে মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে

এ নিয়ে রাজ্যপালের প্রতিক্রিয়া, “মানব জীবনের মূল্য ক্ষতিপূরণ দিয়ে পূরণ করা যায় না । আমি মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম এবং রেলমন্ত্রীর থেকে জানতে পেরেছি, এই দুর্ঘটনায় নিহত শ্রমিকদের 10 লক্ষ টাকা, গুরুতর আহতদের 2 লক্ষ টাকা এবং অল্পবিস্তর আহতদের 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে রেল দফতর । রাজ্য সরকারের তরফেও কিছু ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে । এই দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছি । ওই পরিবারগুলির সঙ্গে দেখা করে ক্ষতিপূরণের অংক নিয়ে সঠিক জায়গায় পৌঁছনো যাবে । এ ধরনের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে এবং পরিযায়ী শ্রমিকদের জন্য কী করলে ভালো হয় তা নিয়ে আমরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেব ।”

Last Updated : Aug 25, 2023, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.