মালদা, 19 জুলাই : ফের রেকর্ড সংক্রমণ মালদা জেলায় ৷ গত 24 ঘণ্টায় জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন 96 জন ৷ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, জেলায় মোট সংক্রমিতের সংখ্যা 1626 ।
মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গতরাত সাড়ে 11 টা পর্যন্ত ভাইরোলজি বিভাগে 528 জনের লালারসের নমুনার পরীক্ষা করা হয় ৷ তারমধ্যে 206 জনের নমুনায় কোরোনার হদিস মিলেছে ৷ সংক্রমিতেদর মধ্যে রয়েছে মালদা জেলার 98 জন এবং দক্ষিণ দিনাজপুরের 108 জন ৷ 2 জনের লালারসের নমুনার দ্বিতীয় দফায় পরীক্ষা করা হয়েছে ৷ এখনও ভাইরোলজি বিভাগে 98 জনের লালারসের নমুনার পরীক্ষার কাজ চলছে ৷ নতুন করে সংক্রমিতের মধ্যে রতুয়া থানার 16 জন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়র রয়েছেন ৷ সংক্রমিত হয়েছেন সেখানকার 19 জন স্বাস্থ্যকর্মীও ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, মালদা মেডিকেলে এখনও পর্যন্ত তিন জেলার মোট 43 হাজার 753 জনের লালারসের নমুনার পরীক্ষা করা হয়েছে ৷ তারমধ্যে 2 হাজার 589 জনের লালারসের নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷
এদিকে, দিনের পর দিন জেলায় কোরোনা সংক্রমণের ঘটনায় চিন্তায় জেলা প্রশাসন ৷ সংক্রমণ রুখতে কড়া লকডাউন জারি করা হলেও আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যাচ্ছে না ৷ এই পরিস্থিতিতে লকডাউন আরও দীর্ঘায়িত করা হবে বলেই মনে করা হচ্ছে ৷ তবে এনিয়ে এখনও পর্যন্ত জেলা প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷