ETV Bharat / state

মানিকচকে গঙ্গার তীর থেকে উদ্ধার নীলগাই - গঙ্গার তীর থেকে উদ্ধার নীলগাই

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , গতকাল সকাল 11টার সময় হাড্ডাটোলায় গঙ্গার তীরে একটি নীলগাইকে আহত অবস্থায় ছোটাছুটি করতে দেখে এলাকাবাসী । ওই এলাকায় প্রচুর শিয়াল থাকায় স্থানীয়রা নীলগাইটিকে ধরতে উদ্যোগ নেয় ৷ মানুষকে দেখে নীলগাইটি নদীতে নেমে পড়েছিল ৷ এরপর সেখান থেকে নীলগাইটিকে উদ্ধার করে স্থানীয় মানুষ ৷

Malda
Malda
author img

By

Published : Sep 8, 2020, 12:04 PM IST

মালদা , 8 সেপ্টেম্বর : গঙ্গার তীর থেকে উদ্ধার নীলগাই ৷ মানিকচক ব্লকের ডোমহাট সংলগ্ন হাড্ডাটোলা গ্রাম থেকে গতকাল এই নীলগাইটি উদ্ধার হয় ৷ স্থানীয় বাসিন্দারা নীলগাইটিকে উদ্ধার করে মানিকচক থানায় নিয়ে আসে ৷ পরে থানা থেকে জন্তুটিকে নিজেদের হেপাজতে নেয় বন দপ্তর ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , গতকাল সকাল 11টার সময় হাড্ডাটোলায় গঙ্গার তীরে একটি নীলগাইকে আহত অবস্থায় ছোটাছুটি করতে দেখে এলাকাবাসী । ওই এলাকায় প্রচুর শিয়াল থাকায় স্থানীয়রা নীলগাইটিকে ধরতে উদ্যোগ নেয় ৷ মানুষকে দেখে নীলগাইটি নদীতে নেমে পড়েছিল ৷ এরপর সেখান থেকে নীলগাইটিকে উদ্ধার করে স্থানীয় মানুষ ৷ খবর দেওয়া হয় মানিকচক থানায় ৷ জন্তুটিকে থানায় নিয়ে আসার পরামর্শ দেন পুলিশকর্মীরা ৷ এরপর স্থানীয়রা নীলগাইটিকে থানায় নিয়ে আসে ।

এলাকার এক বাসিন্দা সুবল মণ্ডল বলেন, “নদীতে ভেসেই জন্তুটি এই এলাকায় চলে আসে ৷ ভাসতে ভাসতে হাড্ডাটোলা প্রাইমারি স্কুলের পিছনে এটি চলে আসে ৷ আমরা চার-পাঁচজন কোনওরকমে সেটাকে ধরে ডাঙায় নিয়ে আসি ৷ জন্তুটিকে ধরতে গিয়ে আমার এক ভাই বেশ আঘাতও পেয়েছে ৷ তাকে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ নীলগাইটিকে উদ্ধার করে আমরা মানিকচক থানায় খবর দিই ৷ পুলিশ আমাদের সেটিকে থানায় নিয়ে আসতে বলে ৷ তারপরেই আমরা সেটাকে থানায় নিয়ে এসেছি ৷ এই এলাকায় এর আগে নীলগাই দেখা যায়নি ৷ সম্ভবত , নদীর ধারে থাকা তারে লেগে নীলগাইটির আঘাত লেগেছে ৷”

গ্রামের আরেক বাসিন্দা দেবেন মণ্ডল বলেন, “নীলগাইটি গঙ্গায় ভেসে আমার কলাগাছের বাগানের কাছে ওঠে ৷ আমার এক শ্যালক আমাকে বিষয়টি জানায় ৷ তারপর সবাই মিলে নীলগাইটিকে উদ্ধার করেছি ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়েছিল ৷ পুলিশের কথায় আমরা জন্তুটি থানায় নিয়ে এসেছি ৷”

বনদপ্তরের আধিকারিক ইন্দ্রজিৎ দাস বলেন , “সম্ভবত গঙ্গার ওপারে বিহারের কোনও জঙ্গল থেকে নীলগাইটি নদীতে পড়ে যায়৷ নদীতে ভেসে সেটি এখানে চলে এসেছে ৷ এলাকার মানুষ ও মানিকচক থানার পুলিশের সহযোগিতায় জন্তুটিকে আমরা উদ্ধার করতে পেরেছি ৷ এভাবেই যেন জেলার মানুষ বন্যপ্রাণীর পাশে দাঁড়ায় ৷ আমরা আপাতত জন্তুটিকে আদিনা মৃগদাবে নিয়ে যাচ্ছি ৷ সেখানে চিকিৎসার পর নীলগাইটিকে তার জায়গায় ফিরিয়ে দেওয়া হবে ৷”

মালদা , 8 সেপ্টেম্বর : গঙ্গার তীর থেকে উদ্ধার নীলগাই ৷ মানিকচক ব্লকের ডোমহাট সংলগ্ন হাড্ডাটোলা গ্রাম থেকে গতকাল এই নীলগাইটি উদ্ধার হয় ৷ স্থানীয় বাসিন্দারা নীলগাইটিকে উদ্ধার করে মানিকচক থানায় নিয়ে আসে ৷ পরে থানা থেকে জন্তুটিকে নিজেদের হেপাজতে নেয় বন দপ্তর ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , গতকাল সকাল 11টার সময় হাড্ডাটোলায় গঙ্গার তীরে একটি নীলগাইকে আহত অবস্থায় ছোটাছুটি করতে দেখে এলাকাবাসী । ওই এলাকায় প্রচুর শিয়াল থাকায় স্থানীয়রা নীলগাইটিকে ধরতে উদ্যোগ নেয় ৷ মানুষকে দেখে নীলগাইটি নদীতে নেমে পড়েছিল ৷ এরপর সেখান থেকে নীলগাইটিকে উদ্ধার করে স্থানীয় মানুষ ৷ খবর দেওয়া হয় মানিকচক থানায় ৷ জন্তুটিকে থানায় নিয়ে আসার পরামর্শ দেন পুলিশকর্মীরা ৷ এরপর স্থানীয়রা নীলগাইটিকে থানায় নিয়ে আসে ।

এলাকার এক বাসিন্দা সুবল মণ্ডল বলেন, “নদীতে ভেসেই জন্তুটি এই এলাকায় চলে আসে ৷ ভাসতে ভাসতে হাড্ডাটোলা প্রাইমারি স্কুলের পিছনে এটি চলে আসে ৷ আমরা চার-পাঁচজন কোনওরকমে সেটাকে ধরে ডাঙায় নিয়ে আসি ৷ জন্তুটিকে ধরতে গিয়ে আমার এক ভাই বেশ আঘাতও পেয়েছে ৷ তাকে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ নীলগাইটিকে উদ্ধার করে আমরা মানিকচক থানায় খবর দিই ৷ পুলিশ আমাদের সেটিকে থানায় নিয়ে আসতে বলে ৷ তারপরেই আমরা সেটাকে থানায় নিয়ে এসেছি ৷ এই এলাকায় এর আগে নীলগাই দেখা যায়নি ৷ সম্ভবত , নদীর ধারে থাকা তারে লেগে নীলগাইটির আঘাত লেগেছে ৷”

গ্রামের আরেক বাসিন্দা দেবেন মণ্ডল বলেন, “নীলগাইটি গঙ্গায় ভেসে আমার কলাগাছের বাগানের কাছে ওঠে ৷ আমার এক শ্যালক আমাকে বিষয়টি জানায় ৷ তারপর সবাই মিলে নীলগাইটিকে উদ্ধার করেছি ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়েছিল ৷ পুলিশের কথায় আমরা জন্তুটি থানায় নিয়ে এসেছি ৷”

বনদপ্তরের আধিকারিক ইন্দ্রজিৎ দাস বলেন , “সম্ভবত গঙ্গার ওপারে বিহারের কোনও জঙ্গল থেকে নীলগাইটি নদীতে পড়ে যায়৷ নদীতে ভেসে সেটি এখানে চলে এসেছে ৷ এলাকার মানুষ ও মানিকচক থানার পুলিশের সহযোগিতায় জন্তুটিকে আমরা উদ্ধার করতে পেরেছি ৷ এভাবেই যেন জেলার মানুষ বন্যপ্রাণীর পাশে দাঁড়ায় ৷ আমরা আপাতত জন্তুটিকে আদিনা মৃগদাবে নিয়ে যাচ্ছি ৷ সেখানে চিকিৎসার পর নীলগাইটিকে তার জায়গায় ফিরিয়ে দেওয়া হবে ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.