ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় নতুন আইসোলেশন ওয়ার্ড মালদা মেডিকেলে - আইসোলেশন ওয়ার্ড

কোরোনা মোকাবিলায় মালদা মেডিকেলের নতুন বিল্ডিংয়ে নতুন আইসোলেশন ওয়ার্ড ৷ ওয়ার্ডে 50 টি বেড রাখা হবে বলে জানিয়েছেন মেডিকেলের সহকারী অধ্যক্ষ ও সুপার ।

Malda Medical College and Hospital
মালদা মেডিকেল কর্তৃপক্ষের মিটিং
author img

By

Published : Mar 13, 2020, 8:10 PM IST

Updated : Mar 13, 2020, 9:35 PM IST

মালদা, 13 মার্চ : কোরোনা মোকাবিলায় নতুন করে আইসোলেশন ওয়ার্ড তৈরি করছে মালদা মেডিকেল কর্তৃপক্ষ । আজ জেলাশাসক ও মেডিকেল কর্তৃপক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় । আগামী সোমবার থেকে মালদা মেডিকেলের নতুন বিল্ডিংয়ে ওই আইসোলেশন ওয়ার্ডে 50টি বেড দেওয়া হবে বলেও জানান মালদা মেডিকেলের সহকারী অধ্যক্ষ ও সুপার ।

দেশ জুড়ে ছড়িয়েছে কোরোনা আতঙ্ক । সামান্য জ্বর হলেও আতঙ্কিত হয়ে মালদা মেডিকেলে ছুটে আসছেন রোগীরা । এই পরিস্থিতিতে এই রোগীদের মেডিকেল ওয়ার্ডে রাখতে পারছে না মেডিকেল কর্তৃপক্ষ । পরিস্থিতি মোকাবিলায় আজ বিকেলে জেলাশাসক মেডিকেল কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করেন । জেলাশাসক ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেনেরেল) অশোককুমার মোদক, মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতীম চক্রবর্তী, সহকারি অধ্যক্ষ ও মেডিকেল সুপার অমিত দাঁ সহ অন্য আধিকারিকরা ।

কোরোনা মোকাবিলায় নতুন আইসোলেশন ওয়ার্ড মালদা মেডিকেলে

ঘণ্টা দুই চলে বৈঠক ৷ বৈঠক শেষে মালদা মেডিকেলের সহকারী অধ্যক্ষ ও মেডিকেল সুপার অমিত দাঁ বলেন, "আজ জেলাশাসক মালদা মেডিকেলের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন । বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বর্তমানে কোরোনা ভাইরাস নিয়ে সারা দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে ৷ সাধারণ জ্বর হলেও মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন । ছুটে আসছেন হাসপাতালে ৷ এর আগে আমরা 8টি বেড দিয়ে আইসোলেশন ওয়ার্ড তৈরি করে আক্রান্তদের থাকার ব্যবস্থা করেছিলাম । কিন্তু বর্তমান পরিস্থিতি বিচার করে নতুন আইসোলেশন ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । নতুন আইসোলেশন ওয়ার্ডে থাকবে 50টি বেড ৷ যার মধ্যে 35 টি পুরুষ ও বাকি 15টি মহিলাদের জন্য থাকবে । এই আইসোলেশন ওয়ার্ড মালদা মেডিকেলের নতুন সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে তৈরি করা হবে । আগামীকাল ওই বিল্ডিংয়ের হ্যান্ডওভার মালদা মেডিকেল কর্তৃপক্ষ পেয়ে যাবে । সোমবার থেকেই ওই ওয়ার্ড চালু হয়ে যাবে ।"

এ বিষয়ে জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, "আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মালদা মেডিকেলের ট্রমা কেয়ার ও সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে 50টি বেডের আইসোলেশন ওয়ার্ড আগামী 4 দিনের মধ্যে তৈরি করা হবে । মালদা-বাংলাদেশ সীমান্তে মহদিপুর বর্ডারে মেডিকেল টিম স্ক্রিনিং করছে । স্ক্রিনিং ছাড়া কেউ মহদিপুর বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না ।"

মালদা, 13 মার্চ : কোরোনা মোকাবিলায় নতুন করে আইসোলেশন ওয়ার্ড তৈরি করছে মালদা মেডিকেল কর্তৃপক্ষ । আজ জেলাশাসক ও মেডিকেল কর্তৃপক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় । আগামী সোমবার থেকে মালদা মেডিকেলের নতুন বিল্ডিংয়ে ওই আইসোলেশন ওয়ার্ডে 50টি বেড দেওয়া হবে বলেও জানান মালদা মেডিকেলের সহকারী অধ্যক্ষ ও সুপার ।

দেশ জুড়ে ছড়িয়েছে কোরোনা আতঙ্ক । সামান্য জ্বর হলেও আতঙ্কিত হয়ে মালদা মেডিকেলে ছুটে আসছেন রোগীরা । এই পরিস্থিতিতে এই রোগীদের মেডিকেল ওয়ার্ডে রাখতে পারছে না মেডিকেল কর্তৃপক্ষ । পরিস্থিতি মোকাবিলায় আজ বিকেলে জেলাশাসক মেডিকেল কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করেন । জেলাশাসক ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেনেরেল) অশোককুমার মোদক, মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতীম চক্রবর্তী, সহকারি অধ্যক্ষ ও মেডিকেল সুপার অমিত দাঁ সহ অন্য আধিকারিকরা ।

কোরোনা মোকাবিলায় নতুন আইসোলেশন ওয়ার্ড মালদা মেডিকেলে

ঘণ্টা দুই চলে বৈঠক ৷ বৈঠক শেষে মালদা মেডিকেলের সহকারী অধ্যক্ষ ও মেডিকেল সুপার অমিত দাঁ বলেন, "আজ জেলাশাসক মালদা মেডিকেলের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন । বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বর্তমানে কোরোনা ভাইরাস নিয়ে সারা দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে ৷ সাধারণ জ্বর হলেও মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন । ছুটে আসছেন হাসপাতালে ৷ এর আগে আমরা 8টি বেড দিয়ে আইসোলেশন ওয়ার্ড তৈরি করে আক্রান্তদের থাকার ব্যবস্থা করেছিলাম । কিন্তু বর্তমান পরিস্থিতি বিচার করে নতুন আইসোলেশন ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । নতুন আইসোলেশন ওয়ার্ডে থাকবে 50টি বেড ৷ যার মধ্যে 35 টি পুরুষ ও বাকি 15টি মহিলাদের জন্য থাকবে । এই আইসোলেশন ওয়ার্ড মালদা মেডিকেলের নতুন সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে তৈরি করা হবে । আগামীকাল ওই বিল্ডিংয়ের হ্যান্ডওভার মালদা মেডিকেল কর্তৃপক্ষ পেয়ে যাবে । সোমবার থেকেই ওই ওয়ার্ড চালু হয়ে যাবে ।"

এ বিষয়ে জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, "আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মালদা মেডিকেলের ট্রমা কেয়ার ও সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে 50টি বেডের আইসোলেশন ওয়ার্ড আগামী 4 দিনের মধ্যে তৈরি করা হবে । মালদা-বাংলাদেশ সীমান্তে মহদিপুর বর্ডারে মেডিকেল টিম স্ক্রিনিং করছে । স্ক্রিনিং ছাড়া কেউ মহদিপুর বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না ।"

Last Updated : Mar 13, 2020, 9:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.