ETV Bharat / state

New Born Baby Body Recovered: মর্মান্তিক ! বড়দিনে উদ্ধার প্লাস্টিকে মোড়া সদ্যোজাতের দেহ - বড়দিন

বড়দিনে (Christmas 2022) মর্মান্তিক ঘটনা ৷ পুরাতন মালদার বেহুলা নদীর ব্রিজের নীচে থেকে এক সদ্যোজাত পুত্রসন্তানের দেহ (New Born Baby Body Recovered) উদ্ধার করা হল ৷ ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ৷

New Born Baby Body Recovered in Malda at the morning of Christmas 2022
সদ্যোজাতের দেহ উদ্ধার ৷
author img

By

Published : Dec 25, 2022, 6:35 PM IST

মালদা, 25 ডিসেম্বর: প্রভু যিশুর আবির্ভাব দিবসে (Christmas 2022) এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে হল মালদাকে (Malda) ৷ রবিবার পুরাতন মালদার বেহুলা নদীর ব্রিজের নীচে থেকে উদ্ধার হল এক সদ্যোজাতের দেহ (New Born Baby Body Recovered) ৷

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্লাস্টিকের একটি ক্যারিব্যাগে ওই সদ্যোজাতের দেহ মুড়ে ফেলে যাওয়া হয়েছিল ! দেহটি একটি পুত্রসন্তানের ৷ ইতিমধ্যেই সেটি উদ্ধার করেছে মালদা থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে মৃতদেহটি ৷ কে বা কারা এই কুকর্ম করেছে এবং কেন করেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷ এ নিয়ে নানা মহলে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ শিশুটির মৃত অবস্থাতেই জন্ম হয়েছিল, নাকি কুমারী মায়ের গর্ভজাত হওয়ায়, কিংবা পিতৃ পরিচয় প্রকাশ্যে না আনার চাপে তাকে খুন করা হয়েছে, আপাতত এসব নিয়েই আলোচনা চলছে এলাকায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ৷ উৎসবের দিনে এমন ঘটনায় মন ভারাক্রান্ত স্থানীয় বাসিন্দাদের ।

আরও পড়ুন: সুবর্ণ জয়ন্তী উদযাপনের আগের দিনই নদী থেকে শিক্ষিকার দেহ উদ্ধার

এলাকাবাসীর দাবি, রবিবার সকালে বেহুলা ব্রিজের নীচে একটি বড়ো ক্যারিব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকটি বাচ্চা ৷ তারাই বড়দের বিষয়টি জানায় ৷ সেখান থেকে লোকমুখে ঘটনার কথা ছড়িয়ে পড়ে ৷ বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, প্লাস্টিকের ক্যারিব্য়াগ থেকে বেরিয়ে রয়েছে সদ্যোজাতের দুই পা ! সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মালদা থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিক্য়ালে পাঠায় ৷

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা গণেশ মণ্ডল বলেন, "বেহুলা নদীর ধারে যে মন্দির রয়েছে, প্রতিদিন সকালেই আমি সেই মন্দিরে আসি ৷ আজও এসেছিলাম ৷ অনেকেই দূর থেকে মন্দির লক্ষ করে পয়সা ছুড়ে দেন ৷ প্রতিদিন সকালে বাচ্চারা সেই পয়সা কুড়োতে আসে ৷ আজও তারা এসেছিল ৷ তারাই প্রথমে ক্যারিব্যাগটি পড়ে থাকতে দেখে ৷ ক্যারিব্যাগ থেকে সদ্যোজাতের পা বেরিয়েছিল ৷ বাচ্চারাই সকলকে বিষয়টি জানায়। আমরা দেখি, ব্য়াগের ভিতর থাকা শিশুটি ছেলে ৷ বিষয়টি আমরা থানায় জানাই ৷ খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ৷ আমরা চাই, এমন ঘটনা যেন আর না ঘটে ৷"

অন্যদিকে, মালদা থানার পুলিশ জানিয়েছে, বেহুলা নদীর ধার থেকে একটি সদ্যোজাত পুত্রসন্তানের দেহ উদ্ধার করা হয়েছে ৷ ওই শিশু মৃত অবস্থায় জন্মেছিল, নাকি ঠান্ডায় বা অন্য কোনও কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পরই বলা সম্ভব হবে ৷ আপাতত ওই সদ্যোজাতের দেহ মালদা মেডিক্য়ালে পাঠানো হয়েছে ৷ আমরা ঘটনার তদন্ত শুরু করেছি ৷ কারা এই কাজ করেছে, তাদের চিহ্নিত করে পাকড়াও করার চেষ্টা চলছে ৷

মালদা, 25 ডিসেম্বর: প্রভু যিশুর আবির্ভাব দিবসে (Christmas 2022) এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে হল মালদাকে (Malda) ৷ রবিবার পুরাতন মালদার বেহুলা নদীর ব্রিজের নীচে থেকে উদ্ধার হল এক সদ্যোজাতের দেহ (New Born Baby Body Recovered) ৷

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্লাস্টিকের একটি ক্যারিব্যাগে ওই সদ্যোজাতের দেহ মুড়ে ফেলে যাওয়া হয়েছিল ! দেহটি একটি পুত্রসন্তানের ৷ ইতিমধ্যেই সেটি উদ্ধার করেছে মালদা থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে মৃতদেহটি ৷ কে বা কারা এই কুকর্ম করেছে এবং কেন করেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷ এ নিয়ে নানা মহলে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ শিশুটির মৃত অবস্থাতেই জন্ম হয়েছিল, নাকি কুমারী মায়ের গর্ভজাত হওয়ায়, কিংবা পিতৃ পরিচয় প্রকাশ্যে না আনার চাপে তাকে খুন করা হয়েছে, আপাতত এসব নিয়েই আলোচনা চলছে এলাকায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ৷ উৎসবের দিনে এমন ঘটনায় মন ভারাক্রান্ত স্থানীয় বাসিন্দাদের ।

আরও পড়ুন: সুবর্ণ জয়ন্তী উদযাপনের আগের দিনই নদী থেকে শিক্ষিকার দেহ উদ্ধার

এলাকাবাসীর দাবি, রবিবার সকালে বেহুলা ব্রিজের নীচে একটি বড়ো ক্যারিব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকটি বাচ্চা ৷ তারাই বড়দের বিষয়টি জানায় ৷ সেখান থেকে লোকমুখে ঘটনার কথা ছড়িয়ে পড়ে ৷ বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, প্লাস্টিকের ক্যারিব্য়াগ থেকে বেরিয়ে রয়েছে সদ্যোজাতের দুই পা ! সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মালদা থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিক্য়ালে পাঠায় ৷

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা গণেশ মণ্ডল বলেন, "বেহুলা নদীর ধারে যে মন্দির রয়েছে, প্রতিদিন সকালেই আমি সেই মন্দিরে আসি ৷ আজও এসেছিলাম ৷ অনেকেই দূর থেকে মন্দির লক্ষ করে পয়সা ছুড়ে দেন ৷ প্রতিদিন সকালে বাচ্চারা সেই পয়সা কুড়োতে আসে ৷ আজও তারা এসেছিল ৷ তারাই প্রথমে ক্যারিব্যাগটি পড়ে থাকতে দেখে ৷ ক্যারিব্যাগ থেকে সদ্যোজাতের পা বেরিয়েছিল ৷ বাচ্চারাই সকলকে বিষয়টি জানায়। আমরা দেখি, ব্য়াগের ভিতর থাকা শিশুটি ছেলে ৷ বিষয়টি আমরা থানায় জানাই ৷ খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ৷ আমরা চাই, এমন ঘটনা যেন আর না ঘটে ৷"

অন্যদিকে, মালদা থানার পুলিশ জানিয়েছে, বেহুলা নদীর ধার থেকে একটি সদ্যোজাত পুত্রসন্তানের দেহ উদ্ধার করা হয়েছে ৷ ওই শিশু মৃত অবস্থায় জন্মেছিল, নাকি ঠান্ডায় বা অন্য কোনও কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পরই বলা সম্ভব হবে ৷ আপাতত ওই সদ্যোজাতের দেহ মালদা মেডিক্য়ালে পাঠানো হয়েছে ৷ আমরা ঘটনার তদন্ত শুরু করেছি ৷ কারা এই কাজ করেছে, তাদের চিহ্নিত করে পাকড়াও করার চেষ্টা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.