ETV Bharat / state

Panchayat Elections 2023: ছুরিকাহত বিজেপি প্রার্থীর ভাইপো, অভিযোগ ওড়াল তৃণমূল - অজিত মণ্ডল

বৈষ্ণবনগরে ছুরিকাহত হলেন বিজেপি প্রার্থীর ভাইপো ৷ হামলার অভিযোগ তৃণমূবের বিরুদ্ধে ৷ তবে অভিযোগ মানতে নারাজ শাসকদল ৷

BJP candidate relative injured
বিজেপি প্রার্থীর ভাইপো আক্রান্ত
author img

By

Published : Jun 27, 2023, 10:06 PM IST

ছুরিকাহত বিজেপি প্রার্থীর ভাইপো

মালদা, 27 জুন: এবার বৈষ্ণবনগরে আক্রান্ত হলেন গ্রাম পঞ্চায়েত স্তরের বিজেপি প্রার্থীর ভাইপো ৷ মঙ্গলবার ভোরে গ্রামের রাস্তায় তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর মা ৷ কে বা কারা তাঁকে ছুরিকাহত করেছে তা বলতে পারছেন না পরিবারের লোকজন ৷ তবে বিজেপি নেতৃত্বের দাবি, ভোটে হার নিশ্চিত জেনে এই কাজ করেছে তৃণমূলের লোকজন ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তাদের বক্তব্য, এটা বিজেপির অন্তঃকোন্দলের ফল ৷ ঘটনাটি ঘটেছে কালিয়াচক 3 নম্বর ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সবদলপুর কবিরাজ পাড়া গ্রামে ৷ গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ ৷

আক্রান্ত ব্যক্তির নাম অজিত মণ্ডল ৷ বয়স 36 বছর ৷ একসময় তিনি ভারত-বাংলাদেশ সীমান্তে ব্যবসা করতেন ৷ তবে এখন কৃষিকাজ করেন ৷ আজ ভোরে প্রাতঃভ্রমণ করতে গিয়ে শেষ রোড কালীমন্দিরের রাস্তার ধারে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরই মা ৷ তাঁর পেট-সহ শরীরের একাধিক জায়গায় ছুরির কোপ বসানো হয়েছিল ৷ সেই খবর চাউর হলে তড়িঘড়ি তাঁকে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হ য়৷ প্রাথমিক চিকিৎসার পর সেখানকার চিকিৎসকরা তাঁকে মালদা মেডিক্যালে রেফার করে দেন ৷ বর্তমানে তিনি মেডিক্যালে চিকিৎসাধীন ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা খুব একটা ভালো নয় ৷

অজিতের স্ত্রী নীলু মণ্ডল বলেন, "আমরা সকালে দেখতে পাই ও রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে রয়েছে ৷ পেটে একাধিক ক্ষতচিহ্ন ছিল ৷ ওকে কোনও অস্ত্র দিয়ে কোপানো হয়েছে কি না তা বলতে পারব না ৷ প্রতিদিনের মতো আজ সকালে হাঁটতে বেরিয়ে আমার শাশুড়িই ওকে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন ৷ গতকাল রাতে ও বাড়ি থেকে বেরিয়েছিল ৷ সারা রাত ওর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ সারা রাত ও ওখানেই পড়ে ছিল ৷ কারা এই কাজ করেছে বলতে পারছি না ৷ তবে ওর অবস্থা এখন ভালো নয় ৷"

আরও পড়ুন: কালিয়াচকের ভোটের উত্তাপ, সিপিএম প্রার্থীকে মারধরে অভিযুক্ত তৃণমূল

অজিতের কাকা অনিল মণ্ডল এবার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের 212 নম্বর বুথের বিজেপি প্রার্থী ৷ জানা যাচ্ছে, কাকার ভোট প্রচারের যাবতীয় দায়িত্ব সামলাচ্ছিলেন অজিতই ৷ এ নিয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ বক্তব্য, বাখরাবাদ এলাকা বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ৷ সেখানে বিজেপির প্রধান বিরোধী তৃণমূল ৷ সেখানে বিজেপির জয় নিশ্চিত ৷ মানুষের সঙ্গে কথা বলে যে কেউ তার প্রমাণ পাবে ৷ ওখানে দুষ্কৃতীরাই তৃণমূল দলটাকে পরিচালনা করে ৷ সেই দুষ্কৃতীরা জয়ের আশা না দেখতে পেয়ে হতাশাগ্রস্ত ৷ তাই ওরা বিজেপির প্রার্থী অনিলকুমার মণ্ডলের ভাইপো অজিত মণ্ডলের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন ৷

পার্থসারথি ঘোষ বলেন, "এবারের ভোটে অনিলবাবুকে জেতাতে সক্রিয় ভূমিকা পালন করছেন অজিতবাবু ৷ গতকাল গভীর রাতে তাঁকে খুনের চেষ্টা করা হয় ৷ মরণাপন্ন অবস্থায় তিনি বর্তমানে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ৷ এবারের নির্বাচনে তৃণমূল যেভাবেই হোক জিততে চাইছে ৷ নির্বাচন কমিশনও তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে ৷ রাজ্যে একদফায় ভোট করে তারা দুষ্কৃতীদের দিয়ে জিততে চেয়েছিল ৷ এখন আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসায় আমরা কিছুটা নিরাপত্তা পাচ্ছি ৷ ওরা মানুষকে লোভ দেখিয়ে, ভোট লুট করে জিততে চায় ৷ যেখানে তারা সেই নকশা কার্যকর করতে পারছে না, সেখানেই আমাদের লোকজনের উপর হামলা চালাচ্ছে ৷"

আরও পড়ুন: প্রার্থীদের নিরাপত্তায় হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস, মামলা করার অনুমতি ডিভিশন বেঞ্চের

যদিও বিজেপির দাবি উড়িয়ে তৃণমূলের জেলা সহ-সভাপতি শুভময় বসু বলেন, "এক ব্যক্তির ছুরিকাহত হওয়ার ঘটনায় আমরা দলের তরফে তীব্র নিন্দা করছি ৷ আমাদের কাছে খবর, কালিয়াচক 3 নম্বর ব্লকে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি ৷ ওই দলের অনেক নেতা বিভিন্ন দলে যোগ দিয়ে প্রার্থীও হয়েছেন ৷ আমরা জানতে পেরেছি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে ৷ এখন যে কোনও ঘটনায় তৃণমূলকে দায়ী করা ওদের একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে ৷ মালদা-সহ গোটা রাজ্যে বিজেপি, সিপিএম আর কংগ্রেস মহাঘোঁট পাকিয়েছে ৷ কোথাও আবার নিজেদের মধ্যে খেয়াখেয়ি করছে ৷ সব ঘটনার দায় আমাদের উপর চাপিয়ে তারা ভুল করছে ৷ আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি ৷ দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ৷"

ছুরিকাহত বিজেপি প্রার্থীর ভাইপো

মালদা, 27 জুন: এবার বৈষ্ণবনগরে আক্রান্ত হলেন গ্রাম পঞ্চায়েত স্তরের বিজেপি প্রার্থীর ভাইপো ৷ মঙ্গলবার ভোরে গ্রামের রাস্তায় তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর মা ৷ কে বা কারা তাঁকে ছুরিকাহত করেছে তা বলতে পারছেন না পরিবারের লোকজন ৷ তবে বিজেপি নেতৃত্বের দাবি, ভোটে হার নিশ্চিত জেনে এই কাজ করেছে তৃণমূলের লোকজন ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তাদের বক্তব্য, এটা বিজেপির অন্তঃকোন্দলের ফল ৷ ঘটনাটি ঘটেছে কালিয়াচক 3 নম্বর ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সবদলপুর কবিরাজ পাড়া গ্রামে ৷ গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ ৷

আক্রান্ত ব্যক্তির নাম অজিত মণ্ডল ৷ বয়স 36 বছর ৷ একসময় তিনি ভারত-বাংলাদেশ সীমান্তে ব্যবসা করতেন ৷ তবে এখন কৃষিকাজ করেন ৷ আজ ভোরে প্রাতঃভ্রমণ করতে গিয়ে শেষ রোড কালীমন্দিরের রাস্তার ধারে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরই মা ৷ তাঁর পেট-সহ শরীরের একাধিক জায়গায় ছুরির কোপ বসানো হয়েছিল ৷ সেই খবর চাউর হলে তড়িঘড়ি তাঁকে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হ য়৷ প্রাথমিক চিকিৎসার পর সেখানকার চিকিৎসকরা তাঁকে মালদা মেডিক্যালে রেফার করে দেন ৷ বর্তমানে তিনি মেডিক্যালে চিকিৎসাধীন ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা খুব একটা ভালো নয় ৷

অজিতের স্ত্রী নীলু মণ্ডল বলেন, "আমরা সকালে দেখতে পাই ও রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে রয়েছে ৷ পেটে একাধিক ক্ষতচিহ্ন ছিল ৷ ওকে কোনও অস্ত্র দিয়ে কোপানো হয়েছে কি না তা বলতে পারব না ৷ প্রতিদিনের মতো আজ সকালে হাঁটতে বেরিয়ে আমার শাশুড়িই ওকে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন ৷ গতকাল রাতে ও বাড়ি থেকে বেরিয়েছিল ৷ সারা রাত ওর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ সারা রাত ও ওখানেই পড়ে ছিল ৷ কারা এই কাজ করেছে বলতে পারছি না ৷ তবে ওর অবস্থা এখন ভালো নয় ৷"

আরও পড়ুন: কালিয়াচকের ভোটের উত্তাপ, সিপিএম প্রার্থীকে মারধরে অভিযুক্ত তৃণমূল

অজিতের কাকা অনিল মণ্ডল এবার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের 212 নম্বর বুথের বিজেপি প্রার্থী ৷ জানা যাচ্ছে, কাকার ভোট প্রচারের যাবতীয় দায়িত্ব সামলাচ্ছিলেন অজিতই ৷ এ নিয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ বক্তব্য, বাখরাবাদ এলাকা বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ৷ সেখানে বিজেপির প্রধান বিরোধী তৃণমূল ৷ সেখানে বিজেপির জয় নিশ্চিত ৷ মানুষের সঙ্গে কথা বলে যে কেউ তার প্রমাণ পাবে ৷ ওখানে দুষ্কৃতীরাই তৃণমূল দলটাকে পরিচালনা করে ৷ সেই দুষ্কৃতীরা জয়ের আশা না দেখতে পেয়ে হতাশাগ্রস্ত ৷ তাই ওরা বিজেপির প্রার্থী অনিলকুমার মণ্ডলের ভাইপো অজিত মণ্ডলের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন ৷

পার্থসারথি ঘোষ বলেন, "এবারের ভোটে অনিলবাবুকে জেতাতে সক্রিয় ভূমিকা পালন করছেন অজিতবাবু ৷ গতকাল গভীর রাতে তাঁকে খুনের চেষ্টা করা হয় ৷ মরণাপন্ন অবস্থায় তিনি বর্তমানে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ৷ এবারের নির্বাচনে তৃণমূল যেভাবেই হোক জিততে চাইছে ৷ নির্বাচন কমিশনও তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে ৷ রাজ্যে একদফায় ভোট করে তারা দুষ্কৃতীদের দিয়ে জিততে চেয়েছিল ৷ এখন আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসায় আমরা কিছুটা নিরাপত্তা পাচ্ছি ৷ ওরা মানুষকে লোভ দেখিয়ে, ভোট লুট করে জিততে চায় ৷ যেখানে তারা সেই নকশা কার্যকর করতে পারছে না, সেখানেই আমাদের লোকজনের উপর হামলা চালাচ্ছে ৷"

আরও পড়ুন: প্রার্থীদের নিরাপত্তায় হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস, মামলা করার অনুমতি ডিভিশন বেঞ্চের

যদিও বিজেপির দাবি উড়িয়ে তৃণমূলের জেলা সহ-সভাপতি শুভময় বসু বলেন, "এক ব্যক্তির ছুরিকাহত হওয়ার ঘটনায় আমরা দলের তরফে তীব্র নিন্দা করছি ৷ আমাদের কাছে খবর, কালিয়াচক 3 নম্বর ব্লকে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি ৷ ওই দলের অনেক নেতা বিভিন্ন দলে যোগ দিয়ে প্রার্থীও হয়েছেন ৷ আমরা জানতে পেরেছি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে ৷ এখন যে কোনও ঘটনায় তৃণমূলকে দায়ী করা ওদের একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে ৷ মালদা-সহ গোটা রাজ্যে বিজেপি, সিপিএম আর কংগ্রেস মহাঘোঁট পাকিয়েছে ৷ কোথাও আবার নিজেদের মধ্যে খেয়াখেয়ি করছে ৷ সব ঘটনার দায় আমাদের উপর চাপিয়ে তারা ভুল করছে ৷ আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি ৷ দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.