ETV Bharat / state

৩৯১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার পাঁচ

গোপন সূত্রে খবর পেয়ে  NCB-র একটি দল গাজোল টোল প্লাজা সংলগ্ন এলাকায় আজ অভিযান চালায় । সেখানে লরি আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩৯১ কেজি গাঁজা । গ্রেপ্তার করা হয় লরির চালক মহম্মদ চাঁদ ও খালাসি মিতিয়াজকে ৷ ধৃতরা মণিপুরের বাসিন্দা । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নবদ্বীপ ও কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার করা হয় বাকিদের । জানা গেছে, গাঁজা নিজেদের হেপাজতে নেওয়ার জন্য কৃষ্ণনগরে অপেক্ষা করছিল আবদুল, হেসনাম ও দীপঙ্কর ।

weed
উদ্ধার হওয়া গাঁজা
author img

By

Published : Dec 13, 2019, 10:17 PM IST

মালদা, ১৩ ডিসম্বর: ৩৯১ কেজি গাঁজা সহ আন্তরাজ্য গাঁজা পাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করল NCB (নারকোটিক কন্ট্রোল বিউরো) । তাদের নাম মহম্মদ চাঁদ , মিতিয়াজ, মহম্মদ আবদুল মালিক, হেসনাম সিং ও দীপঙ্কর দাস ৷ আবদুল ও হেসনামের বাড়ি মণিপুরে। দীপঙ্কর মুর্শিদাবাদের বাসিন্দা । আজ সকালে গাজোলে টোল প্লাজ়া সংলগ্ন এলাকা থেকে একটি লরি আটক করে NCB । সেই লরিতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয় । ধৃতদের আদালতে তুলে নিজেদের হেপাজতে নিয়েছে NCB-র কলকাতা জ়োনাল ইউনিট । উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য কোটি টাকা ৷

গোপন সূত্রে খবর পেয়ে NCB-র একটি দল গাজোল টোল প্লাজা সংলগ্ন এলাকায় আজ অভিযান চালায় । সেখানে লরি আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩৯১ কেজি গাঁজা । গ্রেপ্তার করা হয় লরির চালক মহম্মদ চাঁদ ও খালাসি মিতিয়াজকে ৷ ধৃতরা মণিপুরের বাসিন্দা । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নবদ্বীপ ও কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার করা হয় বাকিদের । জানা গেছে, গাঁজা নিজেদের হেপাজতে নেওয়ার জন্য কৃষ্ণনগরে অপেক্ষা করছিল আবদুল, হেসনাম ও দীপঙ্কর ।

NCB-র পক্ষে সরকারি আইনজীবী সুদীপ্ত গঙ্গোপাধ্যায় জানান, উদ্ধার হওয়া গাঁজা মণিপুর থেকে অসম হয়ে মালদা দিয়ে কৃষ্ণনগরে পাচার করা হচ্ছিল । সেখান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার কথা ছিল । ধৃতদের মালদা জেলা আদালতের মাধ্যমে ট্রানজিট রিমাণ্ডে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে ।

arrested people
গ্রেপ্তার হওয়া পাঁচজন

মালদা, ১৩ ডিসম্বর: ৩৯১ কেজি গাঁজা সহ আন্তরাজ্য গাঁজা পাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করল NCB (নারকোটিক কন্ট্রোল বিউরো) । তাদের নাম মহম্মদ চাঁদ , মিতিয়াজ, মহম্মদ আবদুল মালিক, হেসনাম সিং ও দীপঙ্কর দাস ৷ আবদুল ও হেসনামের বাড়ি মণিপুরে। দীপঙ্কর মুর্শিদাবাদের বাসিন্দা । আজ সকালে গাজোলে টোল প্লাজ়া সংলগ্ন এলাকা থেকে একটি লরি আটক করে NCB । সেই লরিতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয় । ধৃতদের আদালতে তুলে নিজেদের হেপাজতে নিয়েছে NCB-র কলকাতা জ়োনাল ইউনিট । উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য কোটি টাকা ৷

গোপন সূত্রে খবর পেয়ে NCB-র একটি দল গাজোল টোল প্লাজা সংলগ্ন এলাকায় আজ অভিযান চালায় । সেখানে লরি আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩৯১ কেজি গাঁজা । গ্রেপ্তার করা হয় লরির চালক মহম্মদ চাঁদ ও খালাসি মিতিয়াজকে ৷ ধৃতরা মণিপুরের বাসিন্দা । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নবদ্বীপ ও কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার করা হয় বাকিদের । জানা গেছে, গাঁজা নিজেদের হেপাজতে নেওয়ার জন্য কৃষ্ণনগরে অপেক্ষা করছিল আবদুল, হেসনাম ও দীপঙ্কর ।

NCB-র পক্ষে সরকারি আইনজীবী সুদীপ্ত গঙ্গোপাধ্যায় জানান, উদ্ধার হওয়া গাঁজা মণিপুর থেকে অসম হয়ে মালদা দিয়ে কৃষ্ণনগরে পাচার করা হচ্ছিল । সেখান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার কথা ছিল । ধৃতদের মালদা জেলা আদালতের মাধ্যমে ট্রানজিট রিমাণ্ডে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে ।

arrested people
গ্রেপ্তার হওয়া পাঁচজন
Intro:মালদা, ১৩ ডিসম্বর: ৩৯১ কেজি গাঁজা সহ আন্তরাজ্য গাঁজা পাচার চক্রের পাঁচ পাণ্ডাকে গ্রেফতার করল এনসিবি। শুক্রবার সকালে গাজোলের টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে একটি লরি আটক করে গাঁজা উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তিদের জেলা আদালতের মাধ্যমে নিজেদের হেপাজতে নিয়েছে এনসিবি।Body:গোপন সূত্রে খবর পেয়ে এনসিবির একটি দল গাজোল টোল প্লাজা সংলগ্ন এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী একটি লরি আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৩৯১ কেজি গাঁজা। গ্রেফতার করা হয় লরির চালক মহ: চাঁদ ও খালাসি মিতিয়াজকে। ধৃতরা মণিপুরের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নবদ্বীপ কৃষ্ণনগর থেকে গ্রেফতার করা হয় আরও তিনজনকে। জানা গেছে, এই গাঁজা নিজেদের হেপাজতে নেওয়ার জন্য কৃষ্ণনগরে অপেক্ষা করছিল মহ: আবদুল মলিক, হেসনাম সিং ও দীপঙ্কর দাস। আবদুল ও হেসনামের বাড়ি মণিপুরে। দীপঙ্কর মুর্শিদাবাদের বাসিন্দা। ধৃতদের আজ মালদা জেলা আদালতের মাধ্যমে নিজেদের হেপাজতে নিয়েছে এনসিবির কলকাতা জোনাল ইউনিট।Conclusion:এনসিবির সরকারি আইনজীবী সুদীপ্ত গাঙ্গুলি জানান, গোপন সূত্রে খবর পেয়ে এনসিবির কলকাতা জোনাল ইউনিটের একটি দল মালদায় আসে। গতকাল রাতে গাজোল টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে একটি লরি আটক করে ৩৯১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকা। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে চারজন মণিপুরের বাসিন্দা, অপর একজন মুর্শিবাদের বাসিন্দা। উদ্ধার হওয়া গাঁজা মণিপুর থেকে আসাম হয়ে মালদা দিয়ে কৃষ্ণনগরে পাচার করা হচ্ছিল। সেখান থেকে এই গাঁজা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হত। ধৃতদের মালদা জেলা আদালতের মাধ্যমে ট্রানজিট রিমাণ্ডে কলকাতা নিয়ে যাওয়া হবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.