মালদা, ১৩ ডিসম্বর: ৩৯১ কেজি গাঁজা সহ আন্তরাজ্য গাঁজা পাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করল NCB (নারকোটিক কন্ট্রোল বিউরো) । তাদের নাম মহম্মদ চাঁদ , মিতিয়াজ, মহম্মদ আবদুল মালিক, হেসনাম সিং ও দীপঙ্কর দাস ৷ আবদুল ও হেসনামের বাড়ি মণিপুরে। দীপঙ্কর মুর্শিদাবাদের বাসিন্দা । আজ সকালে গাজোলে টোল প্লাজ়া সংলগ্ন এলাকা থেকে একটি লরি আটক করে NCB । সেই লরিতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয় । ধৃতদের আদালতে তুলে নিজেদের হেপাজতে নিয়েছে NCB-র কলকাতা জ়োনাল ইউনিট । উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য কোটি টাকা ৷
গোপন সূত্রে খবর পেয়ে NCB-র একটি দল গাজোল টোল প্লাজা সংলগ্ন এলাকায় আজ অভিযান চালায় । সেখানে লরি আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩৯১ কেজি গাঁজা । গ্রেপ্তার করা হয় লরির চালক মহম্মদ চাঁদ ও খালাসি মিতিয়াজকে ৷ ধৃতরা মণিপুরের বাসিন্দা । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নবদ্বীপ ও কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার করা হয় বাকিদের । জানা গেছে, গাঁজা নিজেদের হেপাজতে নেওয়ার জন্য কৃষ্ণনগরে অপেক্ষা করছিল আবদুল, হেসনাম ও দীপঙ্কর ।
NCB-র পক্ষে সরকারি আইনজীবী সুদীপ্ত গঙ্গোপাধ্যায় জানান, উদ্ধার হওয়া গাঁজা মণিপুর থেকে অসম হয়ে মালদা দিয়ে কৃষ্ণনগরে পাচার করা হচ্ছিল । সেখান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার কথা ছিল । ধৃতদের মালদা জেলা আদালতের মাধ্যমে ট্রানজিট রিমাণ্ডে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে ।