ETV Bharat / state

NBSTC : 20 জন যাত্রী নিয়ে মালদা ডিপো থেকে রওনা একাধিক বাস - NBSTC

আজ থেকে চালু হল আন্তঃরাজ্য সরকারি বাস পরিষেবা । তবে 20 জনের বেশি যাত্রী তোলা হচ্ছে না বাসে । যদি এর কম যাত্রী বাসে থাকেন তবেই বাস স্টপেজে দাঁড়াবে । নয়ত একেবারে গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাবে ।

ছবি
ছবি
author img

By

Published : May 27, 2020, 10:59 AM IST

মালদা, 27 মে : রাজ্যে শুরু হল আন্তঃরাজ্য সরকারি বাস পরিষেবা ৷ আজ সকাল থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরবহণ সংস্থার মালদা ডিপো থেকে একাধিক বাস বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে ৷ সেকথা জানিয়েছেন NBSTC-র মালদা ডিপো ইন-চার্জ ৷

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে জারি রয়েছে চতুর্থ দফার লকডাউন ৷ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বাস, রেলওয়ে, বিমান পরিষেবাতেও ৷ সময়ের সঙ্গে সঙ্গে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও জীবনযাত্রা স্বাভাবিক করতে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া শুরু করেছে রাজ্য সরকার ৷ ইতিমধ্যে সমস্ত দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে সরকারি তরফে ৷ এরপর আজ থেকে শুরু হল আন্তঃরাজ্য বাস পরিষেবা ।

NBSTC-র মালদা ডিপো ইন-চার্জ উত্তম মজুমদার বলেন, " সরকারি নির্দেশ মেনে মালদা থেকে মেইন রুটের বাসগুলি চলতে শুরু করেছে ৷ আজ সকালে মালদা-কলকাতা, মালদা-বালুরঘাট, মালদা-রায়গঞ্জ রুটে আমরা প্রাথমিকভাবে বাস চালানো শুরু করেছি ৷ যাত্রীদের প্রত্যেককে থার্মাল স্ক্রিনিং করে বাসে তোলা হচ্ছে ৷ সবার হাত স্যানিটাইজ় করা হচ্ছে ৷ প্রত্যেকের মুখে মাস্ক বাধ্যতামূলক ৷ কোনও বাসেই 20 জনের বেশি যাত্রী তোলা হচ্ছে না ৷ বাসের কর্মীরা PPE পরে ডিউটি করছেন ৷ এখনও টিকিটের ভাড়া বাড়েনি ৷ 20 জনের কম যাত্রী থাকলে বাস স্টপেজে দাঁড়াবে ৷ তা না হলে বাস সরাসরি গন্তব্যেই দাঁড়াবে ৷ পরবর্তীতে যাত্রীদের দাবি অনুযায়ী অন্য রুটেও বাস চালানো হবে ৷"

মালদা, 27 মে : রাজ্যে শুরু হল আন্তঃরাজ্য সরকারি বাস পরিষেবা ৷ আজ সকাল থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরবহণ সংস্থার মালদা ডিপো থেকে একাধিক বাস বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে ৷ সেকথা জানিয়েছেন NBSTC-র মালদা ডিপো ইন-চার্জ ৷

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে জারি রয়েছে চতুর্থ দফার লকডাউন ৷ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বাস, রেলওয়ে, বিমান পরিষেবাতেও ৷ সময়ের সঙ্গে সঙ্গে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও জীবনযাত্রা স্বাভাবিক করতে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া শুরু করেছে রাজ্য সরকার ৷ ইতিমধ্যে সমস্ত দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে সরকারি তরফে ৷ এরপর আজ থেকে শুরু হল আন্তঃরাজ্য বাস পরিষেবা ।

NBSTC-র মালদা ডিপো ইন-চার্জ উত্তম মজুমদার বলেন, " সরকারি নির্দেশ মেনে মালদা থেকে মেইন রুটের বাসগুলি চলতে শুরু করেছে ৷ আজ সকালে মালদা-কলকাতা, মালদা-বালুরঘাট, মালদা-রায়গঞ্জ রুটে আমরা প্রাথমিকভাবে বাস চালানো শুরু করেছি ৷ যাত্রীদের প্রত্যেককে থার্মাল স্ক্রিনিং করে বাসে তোলা হচ্ছে ৷ সবার হাত স্যানিটাইজ় করা হচ্ছে ৷ প্রত্যেকের মুখে মাস্ক বাধ্যতামূলক ৷ কোনও বাসেই 20 জনের বেশি যাত্রী তোলা হচ্ছে না ৷ বাসের কর্মীরা PPE পরে ডিউটি করছেন ৷ এখনও টিকিটের ভাড়া বাড়েনি ৷ 20 জনের কম যাত্রী থাকলে বাস স্টপেজে দাঁড়াবে ৷ তা না হলে বাস সরাসরি গন্তব্যেই দাঁড়াবে ৷ পরবর্তীতে যাত্রীদের দাবি অনুযায়ী অন্য রুটেও বাস চালানো হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.