ETV Bharat / state

মৌসমের পা ধুইয়ে দিলেন আদিবাসী মহিলা, ভাইরাল ভিডিয়ো

ভিডিয়ো সামনে আসার পর শুরু হয়েছে সমালোচনা। উত্তর মালদার BJP প্রার্থী খগেন মুর্মু বলেন, "ওই এলাকার মানুষকে দাসে পরিণত করেছেন মৌসম। এই ঘটনা তারই প্রমাণ দেয়।"

মৌসমের পা ধুইয়ে দিচ্ছেন আদিবাসী মহিলা
author img

By

Published : Apr 12, 2019, 1:39 AM IST

Updated : Apr 12, 2019, 2:23 AM IST

মালদা, 12 এপ্রিল : প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের উত্তর মালদার প্রার্থী মৌসম নুর। বামনগোলায় প্রচারে গিয়ে এক আদিবাসী মহিলা মৌসমের পা ধুইয়ে দিলেন। সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

তৃণমূলের উত্তর মালদার প্রার্থী মৌসম নুর গতকাল বামনগোলার জগদলা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে যান। সেখানে এক আদিবাসী মহিলার বাড়িতে ঢোকেন তিনি। আদিবাসী মহিলা মৌসমকে বসতে দেন। এরপরে ওই মহিলা মৌসমের জুতো জোড়া খুলে কাঁসার থালায় পা রেখে পা ধুইয়ে ও মুছে দেন। পরে মালা পরিয়ে বরণ করেন মৌসমকে। সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই উত্তর মালদার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নিন্দার ঝড় উঠতে শুরু করে।

মৌসমের পা ধুইয়ে দিচ্ছেন আদিবাসী মহিলা

উত্তর মালদার BJP প্রার্থী খগেন মুর্মু বলেন, "মৌসম শুধুমাত্র প্রার্থী নন, ওই এলাকায় একাধিকবার সাংসদ ছিলেন। ওই এলাকার উন্নয়ন দূরের কথা তিনি ওই এলাকার সাধারণ মানুষকে দাসে পরিণত করেছেন। আজকের এই ঘটনা তারই প্রমাণ। একজন প্রার্থীর থেকে এই ধরনের নিম্নমানের মানসিকতা আশা করা যায় না।"

এবিষয়ে মৌসম নুরের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

মালদা, 12 এপ্রিল : প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের উত্তর মালদার প্রার্থী মৌসম নুর। বামনগোলায় প্রচারে গিয়ে এক আদিবাসী মহিলা মৌসমের পা ধুইয়ে দিলেন। সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

তৃণমূলের উত্তর মালদার প্রার্থী মৌসম নুর গতকাল বামনগোলার জগদলা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে যান। সেখানে এক আদিবাসী মহিলার বাড়িতে ঢোকেন তিনি। আদিবাসী মহিলা মৌসমকে বসতে দেন। এরপরে ওই মহিলা মৌসমের জুতো জোড়া খুলে কাঁসার থালায় পা রেখে পা ধুইয়ে ও মুছে দেন। পরে মালা পরিয়ে বরণ করেন মৌসমকে। সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই উত্তর মালদার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নিন্দার ঝড় উঠতে শুরু করে।

মৌসমের পা ধুইয়ে দিচ্ছেন আদিবাসী মহিলা

উত্তর মালদার BJP প্রার্থী খগেন মুর্মু বলেন, "মৌসম শুধুমাত্র প্রার্থী নন, ওই এলাকায় একাধিকবার সাংসদ ছিলেন। ওই এলাকার উন্নয়ন দূরের কথা তিনি ওই এলাকার সাধারণ মানুষকে দাসে পরিণত করেছেন। আজকের এই ঘটনা তারই প্রমাণ। একজন প্রার্থীর থেকে এই ধরনের নিম্নমানের মানসিকতা আশা করা যায় না।"

এবিষয়ে মৌসম নুরের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

Intro:মালদা, ১১ এপ্রিল : প্রথম দফার নির্বাচনে অভিযোগ উঠেছে সব পক্ষ থেকে৷ রাজ্যের শাসকদলের অভিযোগ খোদ নির্বাচন কমিশনের দিকে, আবার বিরোধীদের অভিযোগ তৃণমূলের দিকে৷ এই অবস্থায় তৃতীয় দফার নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে মালদা জেলা৷ সাংবাদিক বৈঠকে সেকথা জানালেন জেলা নির্বাচন আধিকারিক ও জেলাশাসক৷ আজ সন্ধেয় জেলা প্রশাসনিক ভবনে এই বৈঠক ডাকেন তিনি৷Body:জেলাশাসক কৌশিক ভট্টাচার্য আজ বলেন, "এই জেলায় এখনও পর্যন্ত ৩২৬টি বুথকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে৷ তবে স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণের প্রক্রিয়া এখনও চলছে৷ বিভিন্ন দিক খতিয়ে দেখে কোনও বুথ স্পর্শকাতর কিনা তা ঠিক করা হচ্ছে৷ এক্ষেত্রে কোনও বুথ এলাকায় চিহ্নিত সমাজবিরোধীদের উপস্থিতি, সাম্প্রদায়িক পরিস্থিতি, আগে কোনও ঝামেলা হয়েছে কিনা সেসব খতিয়ে দেখা হচ্ছে৷ গত নির্বাচনে যে বুথে ৭৫ শতাংশ ভোটদান হয়েছে সেখানে কোনও প্রার্থী ৯০ শতাংশের উপর ভোট পেলে সেই বুথকেও স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হচ্ছে৷ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল যেসব বুথগুলিকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করার দাবি তুলেছে, সেসব খতিয়ে দেখেও আমরা ব্যবস্থা নিচ্ছি৷ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী জেলায় এসে পৌঁছোলেই এই সমস্ত স্পর্শকাতর বুথ সংলগ্ন এলাকায় রুট মার্চ শুরু করা হবে৷ বর্তমানে আমাদের সেক্টর অফিসার ও সেক্টর টিম সেই জায়গাগুলিতে যাচ্ছেন৷ ফ্লাইং স্কোয়াডও বিভিন্ন জায়গায় গাড়ি চেকিং শুরু করেছে৷ ৫০ হাজারের বেশি টাকা নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রত্যেককে তার প্রয়োজনীয় নথি পেশ করতে হবে৷ ইতিমধ্যেই আমরা হবিবপুরে ১৬ লক্ষ ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত করেছি৷ আরও দুটি জায়গায় যথাক্রমে ২ ও ১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৷ মডেল কোড অফ কনডাক্ট টিমও জেলা জুড়ে নজরদারি চালাচ্ছে৷ উত্তর মালদা লোকসভা কেন্দ্রে এবার দুটি ব্যালট ইউনিট ব্যবহৃত হবে৷ অতিরিক্ত ব্যালট ইউনিট আমরা বর্ধমান থেকে নিয়ে এসেছি৷ সেই ইভিএমগুলি পরীক্ষার কাজ চলছে৷ ৩টি জায়গায় সেই কাজ চলছে৷ ১৬ এপ্রিলের মধ্যেই সব ইভিএম পরীক্ষার কাজ হয়ে যাবে৷"
         জেলাশাসক জানান, "উত্তর মালদায় ইভিএমের দ্বিতীয় ইউনিট ব্যবহার করা হলেও তার জন্য খরচ কতটা বাড়ছে তা এখনও হিসাব করা হয়নি৷ নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী নোটা বোতাম দ্বিতীয় ইভিএম-এর প্রথমে থাকবে৷ জেলার স্পর্শকাতর হিসাবে চিহ্নিত এলাকাগুলিতে নিরাপত্তার জন্য প্রথম দফার ভোটের পরেই ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বলে আমরা খবর পেয়েছি৷" জেলাশাসককে প্রশ্ন করা হয়, নির্বাচন কমিশনের আশ্বাসের পরেও প্রতি বুথে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভোটকর্মীরা৷ তাঁদের কীভাবে ভোট প্রক্রিয়ায় নিয়ে আসা হবে? উত্তরে জেলা নির্বাচন আধিকারিক বলেন, "ভোটকর্মীদের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে৷ নির্বাচন কমিশনও সেকথা বলেছে৷ রাজ্য নির্বাচন দপ্তর এনিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে৷ আমরাও একই প্রেস বিজ্ঞপ্তি জারি করেছি৷ ভোটকর্মীদের নিরাপত্তা এবং তাঁদের সুবিধে দেখার জন্য একটি পৃথক সেল তৈরি করা হয়েছে৷"
Conclusion:         জেলাশাসক বলেন, এবার জেলায় মোট ৫০টি মডেল বুথ তৈরি করা হচ্ছে৷ বুথগুলি প্রতিটিই মহিলা পরিচালিত৷ এর মধ্যে ২৪টি রয়েছে উত্তর মালদা ও ২৬টি দক্ষিণ মালদা কেন্দ্রে৷ এই বুথগুলিতে বাচ্চাদের রাখার জন্য ক্রেশের ব্যবস্থা করা হচ্ছে৷ সেখানে কিছু খেলনা, চকোলেট প্রভৃতিও রাখা হবে৷ এই জেলায় শতোর্ধ্ব ভোটার রয়েছেন ১৪১ জন৷ তাঁরা যাতে সহজে ভোট দিতে পারেন তার জন্য ব্যবস্থা করা হচ্ছে৷ যেসব ভোটারের হাঁটাচলা করতে সমস্যা রয়েছে তাঁদের জন্য ২২০টি হুইল চেয়ার নিয়ে আসা হয়েছে৷ ২২০টি বুথের প্রতিটিতে একটি করে হুইল চেয়ার রাখা হবে৷ এই ভোটারদের বাড়ি থেকে ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে আসাব ব্যবস্থাও থাকবে৷
Last Updated : Apr 12, 2019, 2:23 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.