কলকাতা, 9 নভেম্বর : বাংলাদেশে চোরাই মোবাইল পাচারের চেষ্টা রুখে দিল BSF ৷ উদ্ধার করা হয়েছে 102টি মোবাইল ৷
BSF সূত্রে খবর, মালদার সুকদেবপুর, মহব্বতপুর সীমান্ত দিয়ে মোবাইল পাচার হবে বলে গোপন সূত্রে খবর মেলে । তাই আগে থেকেই কড়া নজরদারি রাখা হচ্ছিল সীমান্তবর্তী গ্রামগুলিতে ৷ গতরাত দু'টো নাগাদ জওয়ানরা বাংলাদেশ সীমান্তে ফেন্সিংয়ের কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন । চালানো হয় অভিযান ৷ BSF জওয়ানরা তাদের তাড়া করছে টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা ৷ ঘটনাস্থান থেকে মোট চারটি ব্যাগ উদ্ধার হয় ৷ ব্যাগগুলি থেকে 102টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে ৷
এমনিতেই মালদার কালিয়াচক এবং সুজাপুর দিয়ে মূলত মাদক এবং জালটাকা পাচার হয় । কিন্তু সেই সীমান্ত দিয়ে এবার শুরু হয়েছে মোবাইল পাচার ৷ এই প্রথম সামনে এল মোবাইল পাচারচক্রের কার্যকলাপ ৷