ETV Bharat / state

Old Couple Attacked in Malda: সরকারি পাট্টার জমি দখল করতে বৃদ্ধ দম্পতিকে খুনের চেষ্টা !

সরকারি পাট্টার জমি দখল করতে বৃদ্ধ দম্পতিকে খুনের চেষ্টার অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে (Miscreants Trying to kill Old Couple to Grab Government Leased Land) ৷ ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুর 1 নম্বর ব্লকের রামশিমুল এলাকায় ৷ ঘটনায় আহত অবস্থা হাসপাতালে ভর্তি বৃদ্ধ ৷

author img

By

Published : Dec 17, 2022, 9:04 PM IST

Miscreants Trying to kill Old Couple to Grab Government Leased Land in Malda  ETV BHARAT
Injured Old Man Admits in Hospital
সরকারি পাট্টার জমি দখল করতে বৃদ্ধ দম্পতিকে খুনের চেষ্টা !

মালদা, 17 ডিসেম্বর: সরকারি পাট্টা পাওয়া জমি দখল করতে বৃদ্ধ দম্পতিকে খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ আক্রান্ত বৃদ্ধ বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রামশিমুল সংলগ্ন বিরুয়া গ্রামে ৷ এই ঘটনায় নাম জড়িয়েছে কংগ্রেসের আশ্রিত কয়েকজনের বিরুদ্ধে (Miscreants Trying to kill Old Couple to Grab Government Leased Land) ৷ দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ যদিও দুষ্কৃতীদের নিজেদের লোক বলে মানতে রাজি নন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ৷

বিরুয়া গ্রামের বাসিন্দা ফায়েদ আলি ও সাবেরা বিবি ৷ দিনমজুর পরিবার তাঁরা ৷ বাম আমলে 15 কাঠা জমির সরকারি পাট্টা পান ভূমিহীন ফায়েদ ৷ তখন থেকেই ওই জমি নিয়ে এলাকার গোমেদ ইকবাল, মুক্তার ইকবাল ও রহিম শেখের সঙ্গে বিবাদ চলছিল ফায়েদের ৷ জানা গিয়েছে, মুক্তাররা এলাকায় কংগ্রেস কর্মী হিসাবেই পরিচিত ৷ অভিযোগ, তাঁরা অনেকদিন ধরেই ওই পাট্টার জমি দখল করার জন্য ফায়েদ আলিকে হুমকি দিচ্ছিল ৷ এর আগে ফায়েদকে তাঁরা মারধরও করে ৷ বাড়িঘর পুড়িয়ে খুন করার হুমকিও দেয় বলে অভিযোগ ৷

জানা গিয়েছে, প্রাণ ভয়ে ফায়েদ আলি ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে চলে যান ৷ কিছুদিন আগে বাড়ি ফিরে আসেন তিনি ৷ কিন্তু, গোমেদ ইকবালরা ফের হুমকি দেওয়া শুরু করে বলে অভিযোগ ৷ গতকাল সন্ধেয় স্ত্রীকে নিয়ে ফায়েদ আলি এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন ৷ ফেরার সময় রাস্তায় তাঁদের উপর হামলা চালায় গোমেদরা ৷ ফায়েদ আলির পেটে ছুরি চালানোর চেষ্টা করেন তাঁরা ৷ হাত দিয়ে ছুরির আঘাত আটকান তিনি ৷ ফায়েদ আলিকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ ৷ স্থানীয় এক দোকানদারের সাহায্যে কোনওরকমে তাঁরা সেখান থেকে পালিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে যান ৷ প্রাথমিক চিকিৎসার পর সাবেরা বিবিকে ছেড়ে দেওয়া হলেও, ফায়েদ আলি হাসপাতালে ভর্তি রয়েছেন ৷

চিকিৎসাধীন ফায়েদ আলি বলেন, “আগামী সোমবার আমার ভাইপো দিল্লি চলে যাবে ৷ তাই গতকাল সন্ধেয় আমরা দু’জন ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ৷ বাড়ি ফেরার সময় দেখি, দুলালের চায়ের দোকানে গোমেদরা 8-10 জন বসে আছে ৷ আমাকে দেখতে পেয়েই ওরা গুণ্ডা বলতে থাকে ৷ এরপরেই ওরা আমার উপর ছুরি নিয়ে হামলা চালায় ৷ বেধড়ক মারধরের পাশাপাশি আমার পেটে ছুরি চালানোর চেষ্টা করে ৷ আমার স্ত্রীকেও মারে ৷ কোনওরকমে আমরা প্রাণে বাঁচি ৷ ওরা আমার 15 কাঠা সরকারি পাট্টার জমি দখল করার চেষ্টা করছে ৷ ইতিমধ্যে ওই জমিতে থাকা বাঁশঝাড়-সহ সব গাছ কেটে ফেলেছে ৷ জমি ঘিরে দিয়েছে ৷ অথচ আমাদের দু’জনের নামে ওই জমির পাট্টা ৷ ওই জমি দখলের জন্য ওরা আমাকে এর আগেও খুব মেরেছিল ৷ সেই সময় থানায় অভিযোগ করেছিলাম ৷ পুলিশ কিছু করেনি ৷ আমার জমি সরকারের ৷ সরকার চাইলে ওই জমি নিয়ে নিতে পারে ৷ ওরা নেবে কেন ? ওরা সবাই কংগ্রেস করে ৷ এলাকায় প্রভাবশালী ৷ আমরা তৃণমূল সমর্থক ৷’’

আরও পড়ুন: সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ ! মানলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান

এনিয়ে তৃণমূলের হরিশ্চন্দ্রপুর অঞ্চল চেয়ারম্যান সঞ্জীব গুপ্ত বলেন, “সরকারি পাট্টার জমি দখল করতে অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই এই বৃদ্ধ দম্পতির উপর অত্যাচার চালাচ্ছে ৷ তাঁরা এলাকার প্রভাবশালী কংগ্রেস নেতৃত্ব ৷ এর আগে ওদের বিরুদ্ধে পুলিশে অভিযোগও হয়েছিল ৷ কিন্তু টাকার জোরে তাঁরা আইনের হাত থেকেও বেঁচে গিয়েছে ৷ প্রশাসনের ভূমিকায় আমাদেরও প্রশ্ন রয়েছে ৷ আমরা প্রশাসনের কাছে এদের দ্রুত গ্রেফতারির দাবি জানাচ্ছি ৷ আক্রান্ত দম্পতি দীর্ঘদিন ধরে তৃণমূল করে ৷’’

যদিও হরিশ্চন্দ্রপুর অঞ্চল কংগ্রেস সভাপতি আবদুস শোভান সব অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি বলছেন, “এক দম্পতির জমি দখলকে কেন্দ্র করে বিরুয়া গ্রামে উত্তেজনা ছড়িয়েছে ৷ এই ঘটনায় জড়িত গোমেদ আর মুক্তার 4-5 বছর আগে কংগ্রেস করত ৷ এখন ওরা তৃণমূল করে ৷ তৃণমূলের নেতা হতে গেলে খুন, ডাকাতি, ছিনতাইয়ের মতো কাজকর্ম করতে হবে ৷ তৃণমূলের সেই আদর্শে বিশ্বাস করে, এখন ওরা এসব করছে ৷ ওরা এখন কংগ্রেসের কেউ না ৷ সরকারের জমি তৃণমূলই দখল করছে ৷ এটা অনেকদিন ধরেই হরিশ্চন্দ্রপুরে চলছে ৷’’

সরকারি পাট্টার জমি দখল করতে বৃদ্ধ দম্পতিকে খুনের চেষ্টা !

মালদা, 17 ডিসেম্বর: সরকারি পাট্টা পাওয়া জমি দখল করতে বৃদ্ধ দম্পতিকে খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ আক্রান্ত বৃদ্ধ বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রামশিমুল সংলগ্ন বিরুয়া গ্রামে ৷ এই ঘটনায় নাম জড়িয়েছে কংগ্রেসের আশ্রিত কয়েকজনের বিরুদ্ধে (Miscreants Trying to kill Old Couple to Grab Government Leased Land) ৷ দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ যদিও দুষ্কৃতীদের নিজেদের লোক বলে মানতে রাজি নন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ৷

বিরুয়া গ্রামের বাসিন্দা ফায়েদ আলি ও সাবেরা বিবি ৷ দিনমজুর পরিবার তাঁরা ৷ বাম আমলে 15 কাঠা জমির সরকারি পাট্টা পান ভূমিহীন ফায়েদ ৷ তখন থেকেই ওই জমি নিয়ে এলাকার গোমেদ ইকবাল, মুক্তার ইকবাল ও রহিম শেখের সঙ্গে বিবাদ চলছিল ফায়েদের ৷ জানা গিয়েছে, মুক্তাররা এলাকায় কংগ্রেস কর্মী হিসাবেই পরিচিত ৷ অভিযোগ, তাঁরা অনেকদিন ধরেই ওই পাট্টার জমি দখল করার জন্য ফায়েদ আলিকে হুমকি দিচ্ছিল ৷ এর আগে ফায়েদকে তাঁরা মারধরও করে ৷ বাড়িঘর পুড়িয়ে খুন করার হুমকিও দেয় বলে অভিযোগ ৷

জানা গিয়েছে, প্রাণ ভয়ে ফায়েদ আলি ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে চলে যান ৷ কিছুদিন আগে বাড়ি ফিরে আসেন তিনি ৷ কিন্তু, গোমেদ ইকবালরা ফের হুমকি দেওয়া শুরু করে বলে অভিযোগ ৷ গতকাল সন্ধেয় স্ত্রীকে নিয়ে ফায়েদ আলি এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন ৷ ফেরার সময় রাস্তায় তাঁদের উপর হামলা চালায় গোমেদরা ৷ ফায়েদ আলির পেটে ছুরি চালানোর চেষ্টা করেন তাঁরা ৷ হাত দিয়ে ছুরির আঘাত আটকান তিনি ৷ ফায়েদ আলিকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ ৷ স্থানীয় এক দোকানদারের সাহায্যে কোনওরকমে তাঁরা সেখান থেকে পালিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে যান ৷ প্রাথমিক চিকিৎসার পর সাবেরা বিবিকে ছেড়ে দেওয়া হলেও, ফায়েদ আলি হাসপাতালে ভর্তি রয়েছেন ৷

চিকিৎসাধীন ফায়েদ আলি বলেন, “আগামী সোমবার আমার ভাইপো দিল্লি চলে যাবে ৷ তাই গতকাল সন্ধেয় আমরা দু’জন ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ৷ বাড়ি ফেরার সময় দেখি, দুলালের চায়ের দোকানে গোমেদরা 8-10 জন বসে আছে ৷ আমাকে দেখতে পেয়েই ওরা গুণ্ডা বলতে থাকে ৷ এরপরেই ওরা আমার উপর ছুরি নিয়ে হামলা চালায় ৷ বেধড়ক মারধরের পাশাপাশি আমার পেটে ছুরি চালানোর চেষ্টা করে ৷ আমার স্ত্রীকেও মারে ৷ কোনওরকমে আমরা প্রাণে বাঁচি ৷ ওরা আমার 15 কাঠা সরকারি পাট্টার জমি দখল করার চেষ্টা করছে ৷ ইতিমধ্যে ওই জমিতে থাকা বাঁশঝাড়-সহ সব গাছ কেটে ফেলেছে ৷ জমি ঘিরে দিয়েছে ৷ অথচ আমাদের দু’জনের নামে ওই জমির পাট্টা ৷ ওই জমি দখলের জন্য ওরা আমাকে এর আগেও খুব মেরেছিল ৷ সেই সময় থানায় অভিযোগ করেছিলাম ৷ পুলিশ কিছু করেনি ৷ আমার জমি সরকারের ৷ সরকার চাইলে ওই জমি নিয়ে নিতে পারে ৷ ওরা নেবে কেন ? ওরা সবাই কংগ্রেস করে ৷ এলাকায় প্রভাবশালী ৷ আমরা তৃণমূল সমর্থক ৷’’

আরও পড়ুন: সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ ! মানলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান

এনিয়ে তৃণমূলের হরিশ্চন্দ্রপুর অঞ্চল চেয়ারম্যান সঞ্জীব গুপ্ত বলেন, “সরকারি পাট্টার জমি দখল করতে অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই এই বৃদ্ধ দম্পতির উপর অত্যাচার চালাচ্ছে ৷ তাঁরা এলাকার প্রভাবশালী কংগ্রেস নেতৃত্ব ৷ এর আগে ওদের বিরুদ্ধে পুলিশে অভিযোগও হয়েছিল ৷ কিন্তু টাকার জোরে তাঁরা আইনের হাত থেকেও বেঁচে গিয়েছে ৷ প্রশাসনের ভূমিকায় আমাদেরও প্রশ্ন রয়েছে ৷ আমরা প্রশাসনের কাছে এদের দ্রুত গ্রেফতারির দাবি জানাচ্ছি ৷ আক্রান্ত দম্পতি দীর্ঘদিন ধরে তৃণমূল করে ৷’’

যদিও হরিশ্চন্দ্রপুর অঞ্চল কংগ্রেস সভাপতি আবদুস শোভান সব অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি বলছেন, “এক দম্পতির জমি দখলকে কেন্দ্র করে বিরুয়া গ্রামে উত্তেজনা ছড়িয়েছে ৷ এই ঘটনায় জড়িত গোমেদ আর মুক্তার 4-5 বছর আগে কংগ্রেস করত ৷ এখন ওরা তৃণমূল করে ৷ তৃণমূলের নেতা হতে গেলে খুন, ডাকাতি, ছিনতাইয়ের মতো কাজকর্ম করতে হবে ৷ তৃণমূলের সেই আদর্শে বিশ্বাস করে, এখন ওরা এসব করছে ৷ ওরা এখন কংগ্রেসের কেউ না ৷ সরকারের জমি তৃণমূলই দখল করছে ৷ এটা অনেকদিন ধরেই হরিশ্চন্দ্রপুরে চলছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.