ETV Bharat / state

Old Couple Attacked in Malda: সরকারি পাট্টার জমি দখল করতে বৃদ্ধ দম্পতিকে খুনের চেষ্টা ! - সরকারি পাট্টার জমি

সরকারি পাট্টার জমি দখল করতে বৃদ্ধ দম্পতিকে খুনের চেষ্টার অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে (Miscreants Trying to kill Old Couple to Grab Government Leased Land) ৷ ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুর 1 নম্বর ব্লকের রামশিমুল এলাকায় ৷ ঘটনায় আহত অবস্থা হাসপাতালে ভর্তি বৃদ্ধ ৷

Miscreants Trying to kill Old Couple to Grab Government Leased Land in Malda  ETV BHARAT
Injured Old Man Admits in Hospital
author img

By

Published : Dec 17, 2022, 9:04 PM IST

সরকারি পাট্টার জমি দখল করতে বৃদ্ধ দম্পতিকে খুনের চেষ্টা !

মালদা, 17 ডিসেম্বর: সরকারি পাট্টা পাওয়া জমি দখল করতে বৃদ্ধ দম্পতিকে খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ আক্রান্ত বৃদ্ধ বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রামশিমুল সংলগ্ন বিরুয়া গ্রামে ৷ এই ঘটনায় নাম জড়িয়েছে কংগ্রেসের আশ্রিত কয়েকজনের বিরুদ্ধে (Miscreants Trying to kill Old Couple to Grab Government Leased Land) ৷ দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ যদিও দুষ্কৃতীদের নিজেদের লোক বলে মানতে রাজি নন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ৷

বিরুয়া গ্রামের বাসিন্দা ফায়েদ আলি ও সাবেরা বিবি ৷ দিনমজুর পরিবার তাঁরা ৷ বাম আমলে 15 কাঠা জমির সরকারি পাট্টা পান ভূমিহীন ফায়েদ ৷ তখন থেকেই ওই জমি নিয়ে এলাকার গোমেদ ইকবাল, মুক্তার ইকবাল ও রহিম শেখের সঙ্গে বিবাদ চলছিল ফায়েদের ৷ জানা গিয়েছে, মুক্তাররা এলাকায় কংগ্রেস কর্মী হিসাবেই পরিচিত ৷ অভিযোগ, তাঁরা অনেকদিন ধরেই ওই পাট্টার জমি দখল করার জন্য ফায়েদ আলিকে হুমকি দিচ্ছিল ৷ এর আগে ফায়েদকে তাঁরা মারধরও করে ৷ বাড়িঘর পুড়িয়ে খুন করার হুমকিও দেয় বলে অভিযোগ ৷

জানা গিয়েছে, প্রাণ ভয়ে ফায়েদ আলি ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে চলে যান ৷ কিছুদিন আগে বাড়ি ফিরে আসেন তিনি ৷ কিন্তু, গোমেদ ইকবালরা ফের হুমকি দেওয়া শুরু করে বলে অভিযোগ ৷ গতকাল সন্ধেয় স্ত্রীকে নিয়ে ফায়েদ আলি এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন ৷ ফেরার সময় রাস্তায় তাঁদের উপর হামলা চালায় গোমেদরা ৷ ফায়েদ আলির পেটে ছুরি চালানোর চেষ্টা করেন তাঁরা ৷ হাত দিয়ে ছুরির আঘাত আটকান তিনি ৷ ফায়েদ আলিকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ ৷ স্থানীয় এক দোকানদারের সাহায্যে কোনওরকমে তাঁরা সেখান থেকে পালিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে যান ৷ প্রাথমিক চিকিৎসার পর সাবেরা বিবিকে ছেড়ে দেওয়া হলেও, ফায়েদ আলি হাসপাতালে ভর্তি রয়েছেন ৷

চিকিৎসাধীন ফায়েদ আলি বলেন, “আগামী সোমবার আমার ভাইপো দিল্লি চলে যাবে ৷ তাই গতকাল সন্ধেয় আমরা দু’জন ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ৷ বাড়ি ফেরার সময় দেখি, দুলালের চায়ের দোকানে গোমেদরা 8-10 জন বসে আছে ৷ আমাকে দেখতে পেয়েই ওরা গুণ্ডা বলতে থাকে ৷ এরপরেই ওরা আমার উপর ছুরি নিয়ে হামলা চালায় ৷ বেধড়ক মারধরের পাশাপাশি আমার পেটে ছুরি চালানোর চেষ্টা করে ৷ আমার স্ত্রীকেও মারে ৷ কোনওরকমে আমরা প্রাণে বাঁচি ৷ ওরা আমার 15 কাঠা সরকারি পাট্টার জমি দখল করার চেষ্টা করছে ৷ ইতিমধ্যে ওই জমিতে থাকা বাঁশঝাড়-সহ সব গাছ কেটে ফেলেছে ৷ জমি ঘিরে দিয়েছে ৷ অথচ আমাদের দু’জনের নামে ওই জমির পাট্টা ৷ ওই জমি দখলের জন্য ওরা আমাকে এর আগেও খুব মেরেছিল ৷ সেই সময় থানায় অভিযোগ করেছিলাম ৷ পুলিশ কিছু করেনি ৷ আমার জমি সরকারের ৷ সরকার চাইলে ওই জমি নিয়ে নিতে পারে ৷ ওরা নেবে কেন ? ওরা সবাই কংগ্রেস করে ৷ এলাকায় প্রভাবশালী ৷ আমরা তৃণমূল সমর্থক ৷’’

আরও পড়ুন: সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ ! মানলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান

এনিয়ে তৃণমূলের হরিশ্চন্দ্রপুর অঞ্চল চেয়ারম্যান সঞ্জীব গুপ্ত বলেন, “সরকারি পাট্টার জমি দখল করতে অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই এই বৃদ্ধ দম্পতির উপর অত্যাচার চালাচ্ছে ৷ তাঁরা এলাকার প্রভাবশালী কংগ্রেস নেতৃত্ব ৷ এর আগে ওদের বিরুদ্ধে পুলিশে অভিযোগও হয়েছিল ৷ কিন্তু টাকার জোরে তাঁরা আইনের হাত থেকেও বেঁচে গিয়েছে ৷ প্রশাসনের ভূমিকায় আমাদেরও প্রশ্ন রয়েছে ৷ আমরা প্রশাসনের কাছে এদের দ্রুত গ্রেফতারির দাবি জানাচ্ছি ৷ আক্রান্ত দম্পতি দীর্ঘদিন ধরে তৃণমূল করে ৷’’

যদিও হরিশ্চন্দ্রপুর অঞ্চল কংগ্রেস সভাপতি আবদুস শোভান সব অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি বলছেন, “এক দম্পতির জমি দখলকে কেন্দ্র করে বিরুয়া গ্রামে উত্তেজনা ছড়িয়েছে ৷ এই ঘটনায় জড়িত গোমেদ আর মুক্তার 4-5 বছর আগে কংগ্রেস করত ৷ এখন ওরা তৃণমূল করে ৷ তৃণমূলের নেতা হতে গেলে খুন, ডাকাতি, ছিনতাইয়ের মতো কাজকর্ম করতে হবে ৷ তৃণমূলের সেই আদর্শে বিশ্বাস করে, এখন ওরা এসব করছে ৷ ওরা এখন কংগ্রেসের কেউ না ৷ সরকারের জমি তৃণমূলই দখল করছে ৷ এটা অনেকদিন ধরেই হরিশ্চন্দ্রপুরে চলছে ৷’’

সরকারি পাট্টার জমি দখল করতে বৃদ্ধ দম্পতিকে খুনের চেষ্টা !

মালদা, 17 ডিসেম্বর: সরকারি পাট্টা পাওয়া জমি দখল করতে বৃদ্ধ দম্পতিকে খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ আক্রান্ত বৃদ্ধ বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রামশিমুল সংলগ্ন বিরুয়া গ্রামে ৷ এই ঘটনায় নাম জড়িয়েছে কংগ্রেসের আশ্রিত কয়েকজনের বিরুদ্ধে (Miscreants Trying to kill Old Couple to Grab Government Leased Land) ৷ দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ যদিও দুষ্কৃতীদের নিজেদের লোক বলে মানতে রাজি নন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ৷

বিরুয়া গ্রামের বাসিন্দা ফায়েদ আলি ও সাবেরা বিবি ৷ দিনমজুর পরিবার তাঁরা ৷ বাম আমলে 15 কাঠা জমির সরকারি পাট্টা পান ভূমিহীন ফায়েদ ৷ তখন থেকেই ওই জমি নিয়ে এলাকার গোমেদ ইকবাল, মুক্তার ইকবাল ও রহিম শেখের সঙ্গে বিবাদ চলছিল ফায়েদের ৷ জানা গিয়েছে, মুক্তাররা এলাকায় কংগ্রেস কর্মী হিসাবেই পরিচিত ৷ অভিযোগ, তাঁরা অনেকদিন ধরেই ওই পাট্টার জমি দখল করার জন্য ফায়েদ আলিকে হুমকি দিচ্ছিল ৷ এর আগে ফায়েদকে তাঁরা মারধরও করে ৷ বাড়িঘর পুড়িয়ে খুন করার হুমকিও দেয় বলে অভিযোগ ৷

জানা গিয়েছে, প্রাণ ভয়ে ফায়েদ আলি ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে চলে যান ৷ কিছুদিন আগে বাড়ি ফিরে আসেন তিনি ৷ কিন্তু, গোমেদ ইকবালরা ফের হুমকি দেওয়া শুরু করে বলে অভিযোগ ৷ গতকাল সন্ধেয় স্ত্রীকে নিয়ে ফায়েদ আলি এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন ৷ ফেরার সময় রাস্তায় তাঁদের উপর হামলা চালায় গোমেদরা ৷ ফায়েদ আলির পেটে ছুরি চালানোর চেষ্টা করেন তাঁরা ৷ হাত দিয়ে ছুরির আঘাত আটকান তিনি ৷ ফায়েদ আলিকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ ৷ স্থানীয় এক দোকানদারের সাহায্যে কোনওরকমে তাঁরা সেখান থেকে পালিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে যান ৷ প্রাথমিক চিকিৎসার পর সাবেরা বিবিকে ছেড়ে দেওয়া হলেও, ফায়েদ আলি হাসপাতালে ভর্তি রয়েছেন ৷

চিকিৎসাধীন ফায়েদ আলি বলেন, “আগামী সোমবার আমার ভাইপো দিল্লি চলে যাবে ৷ তাই গতকাল সন্ধেয় আমরা দু’জন ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ৷ বাড়ি ফেরার সময় দেখি, দুলালের চায়ের দোকানে গোমেদরা 8-10 জন বসে আছে ৷ আমাকে দেখতে পেয়েই ওরা গুণ্ডা বলতে থাকে ৷ এরপরেই ওরা আমার উপর ছুরি নিয়ে হামলা চালায় ৷ বেধড়ক মারধরের পাশাপাশি আমার পেটে ছুরি চালানোর চেষ্টা করে ৷ আমার স্ত্রীকেও মারে ৷ কোনওরকমে আমরা প্রাণে বাঁচি ৷ ওরা আমার 15 কাঠা সরকারি পাট্টার জমি দখল করার চেষ্টা করছে ৷ ইতিমধ্যে ওই জমিতে থাকা বাঁশঝাড়-সহ সব গাছ কেটে ফেলেছে ৷ জমি ঘিরে দিয়েছে ৷ অথচ আমাদের দু’জনের নামে ওই জমির পাট্টা ৷ ওই জমি দখলের জন্য ওরা আমাকে এর আগেও খুব মেরেছিল ৷ সেই সময় থানায় অভিযোগ করেছিলাম ৷ পুলিশ কিছু করেনি ৷ আমার জমি সরকারের ৷ সরকার চাইলে ওই জমি নিয়ে নিতে পারে ৷ ওরা নেবে কেন ? ওরা সবাই কংগ্রেস করে ৷ এলাকায় প্রভাবশালী ৷ আমরা তৃণমূল সমর্থক ৷’’

আরও পড়ুন: সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ ! মানলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান

এনিয়ে তৃণমূলের হরিশ্চন্দ্রপুর অঞ্চল চেয়ারম্যান সঞ্জীব গুপ্ত বলেন, “সরকারি পাট্টার জমি দখল করতে অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই এই বৃদ্ধ দম্পতির উপর অত্যাচার চালাচ্ছে ৷ তাঁরা এলাকার প্রভাবশালী কংগ্রেস নেতৃত্ব ৷ এর আগে ওদের বিরুদ্ধে পুলিশে অভিযোগও হয়েছিল ৷ কিন্তু টাকার জোরে তাঁরা আইনের হাত থেকেও বেঁচে গিয়েছে ৷ প্রশাসনের ভূমিকায় আমাদেরও প্রশ্ন রয়েছে ৷ আমরা প্রশাসনের কাছে এদের দ্রুত গ্রেফতারির দাবি জানাচ্ছি ৷ আক্রান্ত দম্পতি দীর্ঘদিন ধরে তৃণমূল করে ৷’’

যদিও হরিশ্চন্দ্রপুর অঞ্চল কংগ্রেস সভাপতি আবদুস শোভান সব অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি বলছেন, “এক দম্পতির জমি দখলকে কেন্দ্র করে বিরুয়া গ্রামে উত্তেজনা ছড়িয়েছে ৷ এই ঘটনায় জড়িত গোমেদ আর মুক্তার 4-5 বছর আগে কংগ্রেস করত ৷ এখন ওরা তৃণমূল করে ৷ তৃণমূলের নেতা হতে গেলে খুন, ডাকাতি, ছিনতাইয়ের মতো কাজকর্ম করতে হবে ৷ তৃণমূলের সেই আদর্শে বিশ্বাস করে, এখন ওরা এসব করছে ৷ ওরা এখন কংগ্রেসের কেউ না ৷ সরকারের জমি তৃণমূলই দখল করছে ৷ এটা অনেকদিন ধরেই হরিশ্চন্দ্রপুরে চলছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.