ETV Bharat / state

কাটমানি চাওয়ার প্রতিবাদ করায় পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা - Miscellaneous attack

কালিয়াচকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতে সরকারি কাজের অনলাইন টেন্ডার শুরু হয়েছে । কয়েকদিন আগে আরিফ সাহেব পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠক করেন । বৈঠকে সিদ্ধান্ত হয় পঞ্চায়েতে সরকারি প্রকল্পের কাজ সমাজবিরোধীদের দিয়ে করানো যাবে না । অভিযোগ, এ নিয়ে সহুরুল বিশ্বাস ও এসাউদ্দিন মণ্ডল পঞ্চায়েত প্রধান ও সদস্যদের হুমকি দেয় । গতকাল তারা আরিফ সাহেবের বাড়িতে হামলা চালায় ।

আহত আশরাফুল মণ্ডল
author img

By

Published : Sep 25, 2019, 7:28 PM IST

মালদা, 25 সেপ্টেম্বর : কাটমানি চাওয়ার প্রতিবাদ করায় পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । পঞ্চায়েত প্রধানের নাম মহম্মদ আরিফ আলি ৷ এই ঘটনায় আরিফ সাহেবের আম্মা ও চাচা আহত হয়েছেন । গতরাতে কালিয়াচকের সুজাপুরের ঘটনা ।

কালিয়াচকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতে সরকারি কাজের অনলাইন টেন্ডার শুরু হয়েছে । কয়েকদিন আগে আরিফ সাহেব পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠক করেন । বৈঠকে সিদ্ধান্ত হয় পঞ্চায়েতে সরকারি প্রকল্পের কাজ সমাজবিরোধীদের দিয়ে করানো যাবে না । অভিযোগ, এ নিয়ে সহুরুল বিশ্বাস ও এসাউদ্দিন মণ্ডল পঞ্চায়েত প্রধান ও সদস্যদের হুমকি দেয় । গতকাল তারা আরিফ সাহেবের বাড়িতে হামলা চালায় । আরিফ সাহেবের আম্মা ডলি বিবি ও চাচা আশরাফুল মণ্ডলকে মারধর করা হয় । তাঁদের জখম অবস্থায় সুজাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে আশরাফুল সাহেবকে মালদা মেডিকেলে রেফার করা হয় । ঘটনাস্থানে যায় কালিয়াচক থানার পুলিশ ৷

আরিফ সাহেব বলেন, "সহুরুল বিশ্বাস ও এসাউদ্দিন মণ্ডল আমার কাছে খবর পাঠায়, যে ঠিকাদার পঞ্চায়েতের কাজ পাবে তাঁর কাছ থেকে তিন লাখ টাকা কাটমানি তুলে দিতে হবে । কয়েকজন পঞ্চায়েত সদস্য আমাকে জানান, সহুরুল তাঁদের কাছেও ৩ লাখ টাকা দাবি করে হুমকি দিচ্ছে । আমি পঞ্চায়েত সদস্যদের বলেছিলাম আমাদের আইনের দ্বারস্থ হতে হবে । হঠাৎ গতকাল বাড়ি থেকে ফোন আসে । জানতে পারি, সহুরুল বিশ্বাস, এসারুদ্দিন মণ্ডল সহ 10-12 জন বোমা-পিস্তল নিয়ে আমার বাড়ি ঘেরাও করেছে । ভাই কোনও মতে বাড়ি থেকে পালিয়ে গেছে । চাচাকে বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়েছে । আম্মাকেও গালিগালাজ করে মারধর করা হয়েছে । ঘটনার পর বাড়িতে যাই ৷ পরে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থানে আসে । সমস্ত ঘটনা পুলিশকে জানিয়েছি । এর আগেও সহুরুল বিশ্বাস পঞ্চায়েত সদস্যদের হুমকি দিয়ে দু'লাখ টাকা নিয়েছে । সমাজবিরোধীদের কাজ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়াতেই এই ঘটনা ঘটেছে ।"

মালদা, 25 সেপ্টেম্বর : কাটমানি চাওয়ার প্রতিবাদ করায় পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । পঞ্চায়েত প্রধানের নাম মহম্মদ আরিফ আলি ৷ এই ঘটনায় আরিফ সাহেবের আম্মা ও চাচা আহত হয়েছেন । গতরাতে কালিয়াচকের সুজাপুরের ঘটনা ।

কালিয়াচকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতে সরকারি কাজের অনলাইন টেন্ডার শুরু হয়েছে । কয়েকদিন আগে আরিফ সাহেব পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠক করেন । বৈঠকে সিদ্ধান্ত হয় পঞ্চায়েতে সরকারি প্রকল্পের কাজ সমাজবিরোধীদের দিয়ে করানো যাবে না । অভিযোগ, এ নিয়ে সহুরুল বিশ্বাস ও এসাউদ্দিন মণ্ডল পঞ্চায়েত প্রধান ও সদস্যদের হুমকি দেয় । গতকাল তারা আরিফ সাহেবের বাড়িতে হামলা চালায় । আরিফ সাহেবের আম্মা ডলি বিবি ও চাচা আশরাফুল মণ্ডলকে মারধর করা হয় । তাঁদের জখম অবস্থায় সুজাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে আশরাফুল সাহেবকে মালদা মেডিকেলে রেফার করা হয় । ঘটনাস্থানে যায় কালিয়াচক থানার পুলিশ ৷

আরিফ সাহেব বলেন, "সহুরুল বিশ্বাস ও এসাউদ্দিন মণ্ডল আমার কাছে খবর পাঠায়, যে ঠিকাদার পঞ্চায়েতের কাজ পাবে তাঁর কাছ থেকে তিন লাখ টাকা কাটমানি তুলে দিতে হবে । কয়েকজন পঞ্চায়েত সদস্য আমাকে জানান, সহুরুল তাঁদের কাছেও ৩ লাখ টাকা দাবি করে হুমকি দিচ্ছে । আমি পঞ্চায়েত সদস্যদের বলেছিলাম আমাদের আইনের দ্বারস্থ হতে হবে । হঠাৎ গতকাল বাড়ি থেকে ফোন আসে । জানতে পারি, সহুরুল বিশ্বাস, এসারুদ্দিন মণ্ডল সহ 10-12 জন বোমা-পিস্তল নিয়ে আমার বাড়ি ঘেরাও করেছে । ভাই কোনও মতে বাড়ি থেকে পালিয়ে গেছে । চাচাকে বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়েছে । আম্মাকেও গালিগালাজ করে মারধর করা হয়েছে । ঘটনার পর বাড়িতে যাই ৷ পরে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থানে আসে । সমস্ত ঘটনা পুলিশকে জানিয়েছি । এর আগেও সহুরুল বিশ্বাস পঞ্চায়েত সদস্যদের হুমকি দিয়ে দু'লাখ টাকা নিয়েছে । সমাজবিরোধীদের কাজ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়াতেই এই ঘটনা ঘটেছে ।"

Intro:মালদা, ২৫ সেপ্টেম্বরঃ কাটমানি দেওয়ার প্রতিবাদ করায় পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় পঞ্চায়েত প্রধানের আম্মা ও চাচা আহত হয়েছেন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের সুজাপুরে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।Body:কালিয়াচকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতে অনলাইন টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েকদিন আগে পঞ্চায়েত প্রধান মহম্মদ আরিফ আলি পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় পঞ্চায়েতের কোনও কাজ সমাজবিরোধী কার্যকলাপে জড়িত ব্যক্তিদের দিয়ে করানো যাবে না। অভিযোগ, এরপর থেকেই সহুরুল বিশ্বাস ও এসাউদ্দিন মণ্ডল পঞ্চায়েত প্রধান ও সদস্যদের হুমকি দিতে থাকে। গতকাল তারা আরিফ সাহেবের বাড়িতে হামলা চালায়। আরিফ সাহেবের আম্মা ডলি বিবি ও চাচা আশরাফুল মণ্ডলকে মারধর করে বলে অভিযোগ। তাঁদের উদ্ধার করে সুজাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আশরাফুল সাহেবকে মালদা মেডিকেলে রেফার করে দেন। ঘটনার খবর পেয়ে রাতেই কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
আরিফ সাহেব জানান, “কয়েকদিন আগে সমস্ত পঞ্চায়েত সদস্যদের নিয়ে টেন্ডার প্রক্রিয়া নিয়ে আলোচনা করি। সেই আলোচনা সভায় সিদ্ধান্ত হয় কোনও সমাজবিরোধীকে পঞ্চায়েতের কাজ করতে দেওয়া হবে না। এরপরেই এলাকায় সমাজবিরোধী হিসেবে পরিচিত সহুরুল বিশ্বাস ও এসাউদ্দিন মণ্ডল আমার কাছে খবর পাঠায়, যে কনট্রাক্টর পঞ্চায়েতের কাজ পাবে তাঁদের কাছ থেকে ৩ লক্ষ টাকা কাটমানি তুলে দিতে হবে। পঞ্চায়েত অফিস থেকে ফেরার পথে কয়েকজন পঞ্চায়েত সদস্য আমাকে জানালেন, সহুরুল বিশ্বাস তাঁদের কাছ থেকে ৩ লক্ষ টাকার দাবি করে হুমকি দিচ্ছে। আমি পঞ্চায়েত সদস্যদের সাফ জানিয়েছিলাম, আমরা আইনের দ্বারস্থ হব। হঠাৎ বাড়ি থেকে ফোন আসে। জানতে পারি, সহুরুল বিশ্বাস, এসারুদ্দিন মণ্ডল সহ ১০-১২ জন বোমা-পিস্তল নিয়ে আমার বাড়ি ঘেরাও করেছে। ভাই কোনোমতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। চাচাকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়েছে। আম্মাকেও গালিগালাজ করে মারধর করা হয়েছে। তড়িঘড়ি বাড়িতে ছুটে যায়। পরে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে আসে। সমস্ত ঘটনা পুলিশকে জানিয়েছি। এর আগেও সহুরুল বিশ্বাস মেম্বারদের হুমকি দিয়ে ২ লক্ষ টাকা নিয়েছে। সমাজবিরোধীদের কাজ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়াতেই এই ঘটনা ঘটেছে।”
Conclusion:কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.