মালদা, 25 সেপ্টেম্বর : কাটমানি চাওয়ার প্রতিবাদ করায় পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । পঞ্চায়েত প্রধানের নাম মহম্মদ আরিফ আলি ৷ এই ঘটনায় আরিফ সাহেবের আম্মা ও চাচা আহত হয়েছেন । গতরাতে কালিয়াচকের সুজাপুরের ঘটনা ।
কালিয়াচকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতে সরকারি কাজের অনলাইন টেন্ডার শুরু হয়েছে । কয়েকদিন আগে আরিফ সাহেব পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠক করেন । বৈঠকে সিদ্ধান্ত হয় পঞ্চায়েতে সরকারি প্রকল্পের কাজ সমাজবিরোধীদের দিয়ে করানো যাবে না । অভিযোগ, এ নিয়ে সহুরুল বিশ্বাস ও এসাউদ্দিন মণ্ডল পঞ্চায়েত প্রধান ও সদস্যদের হুমকি দেয় । গতকাল তারা আরিফ সাহেবের বাড়িতে হামলা চালায় । আরিফ সাহেবের আম্মা ডলি বিবি ও চাচা আশরাফুল মণ্ডলকে মারধর করা হয় । তাঁদের জখম অবস্থায় সুজাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে আশরাফুল সাহেবকে মালদা মেডিকেলে রেফার করা হয় । ঘটনাস্থানে যায় কালিয়াচক থানার পুলিশ ৷
আরিফ সাহেব বলেন, "সহুরুল বিশ্বাস ও এসাউদ্দিন মণ্ডল আমার কাছে খবর পাঠায়, যে ঠিকাদার পঞ্চায়েতের কাজ পাবে তাঁর কাছ থেকে তিন লাখ টাকা কাটমানি তুলে দিতে হবে । কয়েকজন পঞ্চায়েত সদস্য আমাকে জানান, সহুরুল তাঁদের কাছেও ৩ লাখ টাকা দাবি করে হুমকি দিচ্ছে । আমি পঞ্চায়েত সদস্যদের বলেছিলাম আমাদের আইনের দ্বারস্থ হতে হবে । হঠাৎ গতকাল বাড়ি থেকে ফোন আসে । জানতে পারি, সহুরুল বিশ্বাস, এসারুদ্দিন মণ্ডল সহ 10-12 জন বোমা-পিস্তল নিয়ে আমার বাড়ি ঘেরাও করেছে । ভাই কোনও মতে বাড়ি থেকে পালিয়ে গেছে । চাচাকে বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়েছে । আম্মাকেও গালিগালাজ করে মারধর করা হয়েছে । ঘটনার পর বাড়িতে যাই ৷ পরে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থানে আসে । সমস্ত ঘটনা পুলিশকে জানিয়েছি । এর আগেও সহুরুল বিশ্বাস পঞ্চায়েত সদস্যদের হুমকি দিয়ে দু'লাখ টাকা নিয়েছে । সমাজবিরোধীদের কাজ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়াতেই এই ঘটনা ঘটেছে ।"