মালদা, 30 মে: দাদুর বাড়ি বেড়াতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায় বছর ছয়েকের এক নাবালিকা ৷ দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত এলাকারই একটি বাড়ি থেকে উদ্ধার হল তার মৃতদেহ ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া 2 নম্বর ব্লকের একটি গ্রামে ৷ খবর পেয়ে দেহটি উদ্ধার করেছে মালদা পুলিশ ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে ওই নাবালিকাকে খুন করা হয়েছে ৷ তবে খুনের আগে তার সঙ্গে যৌন নির্যাতন করা হয়েছিল কি না, তা জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় এক মহিলাকে আটক করেছে পুলিশ ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
নিহত নাবালিকার বাবার বক্তব্য, "রবিবার বিকেলে আমার মেয়ে দিদিমার বাড়িতে বেড়াতে গিয়েছিল ৷ সোমবার সকাল থেকে আরও কয়েকটি নাবালিকার সঙ্গে মেয়ে খেলাধুলো করছিল ৷ বেলা 12টা নাগাদ সেখানে অন্য বাচ্চাদের খেলতে দেখা গেলেও মেয়েকে দেখা যাচ্ছিল না ৷" এরপর সবাই নাবালিকার খোঁজ করতে থাকে ৷
রাত পর্যন্ত তার কোনও সন্ধান না-পেয়ে আশেপাশের সব বাড়িতেও নাবালিকার উদ্দেশ্যে খোঁজ চালায় পরিবারের সদস্যরা ৷ শেষে বাড়ির পাশেই একটি বাড়িতে বিছানার উপর মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান নাবালিকার দাদু ৷ মেয়েটির দেহ লেপচাপা দিয়ে রাখা ছিল বলে দাবি পরিবারের ৷ এত গরমে বিছানায় লেপ দিয়ে ঢাকা দেখে সন্দেহ হয় পরিবারের ৷ মেয়ের গলায় আর কানে সোনার গয়না ছিল ৷ সেগুলিও তার দেহে ছিল না বলে জানিয়েছে পরিবার ৷
নাবালিকার দাদু বলেন, "রবিবার বিকেলে মেয়ের সঙ্গে নাতনি আমাদের বাড়ি এসেছিল ৷ সোমবার দুপুর থেকে নাতনির কোনও খোঁজ নেই ৷ গ্রাম থেকে হঠাৎ সে কোথায় যাবে ? তা জানতে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজ করেছি ৷ তারপরেই আমার মাথায় আসে, আশেপাশের কোনও বাড়িতে সে লুকিয়ে থাকতে পারে ৷ অথবা তাকে কেউ আটকে রাখতে পারে ৷ পাড়ারই একটি বাড়িতে নাতনির মৃতদেহ পাওয়া যায় ৷"
প্রচণ্ড গরমে বাড়িটিতে আলো জ্বলছিল না ৷ ঘরে টর্চের আলো ফেলে তাঁরা দেখেন, বিছানায় লেপ ৷ ঘরে পুরুষ কেউ নেই ৷ এক মহিলা ছিলেন ৷ লেপ ধরে টান দিতেই নাতনির মৃতদেহ বেরিয়ে আসে ৷ গ্রামবাসীরা ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: কালিয়াগঞ্জে কিশোরীর মৃত্যুতে রাজ্যের রিপোর্ট তলব আদালতের
পুখুরিয়া থানার পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য দেহ মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ এই রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে ৷ পাশাপাশি খুনের আগে ওই নাবালিকার সঙ্গে যৌন নির্যাতন করা হয়েছিল কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যাবে ৷