মালদা, 26 অগস্ট: ফোনটা কানে ধরে কেঁদেই যাচ্ছিলেন নাসেমা বিবি । খাসমহলে কোশির ধারে ঘর ছিল তাঁর । মাত্র দু’দিন আগে সেই ঘর গিলে নিয়েছে মরা নদী । স্বামী অথর্ব । ছেলে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছে । বিপন্ন মুহূর্তে ছেলেকে ঘরে ফেরার তাগাদা দিচ্ছিলেন তিনি । কখন যে নদী দিয়ে মন্ত্রীর লঞ্চ চলে গেল তা ঠাহর করতে পারেননি (Malda villages affected by koshi river erosion)। এমনই ঘটনা বৃহস্পতিবার প্রত্যক্ষ করলেন মালদার একাধিক গ্রামের বাসিন্দারা ৷
মালদার খাসমহল আর জঞ্জালিটোলা গ্রাম এখন বিনিদ্র রাত কাটাচ্ছে । মরা কোশি নদী এখন ফুঁসছে পাগলের মতো । এখন তার স্রোতের শব্দ পাহাড়ি নদীকেও যেন হার মানাচ্ছে । প্রতিদিন নিজের কোলে টেনে নিচ্ছে জমি, বাড়ি (Malda koshi river erosion)। নদীর ধারে থাকা বাড়িগুলিতেই প্রথমে নজর পড়েছে তার । এগোচ্ছে গ্রামের দিকেও ।
আরও পড়ুন : কোশির দাপটে বিপন্ন একাধিক গ্রাম, ঘুম উড়েছে স্থানীয়দের
ছেলের সঙ্গে ফোনে কথা বলতে বলতে কেঁদেই যাচ্ছিলেন নাসেমা । বললেন, "গরিব মানুষ । দিন আনি দিন খাই । খুব কষ্ট করে মাথার উপর একটা ছাউনি দিয়েছিলাম । নদী সেটা নিয়ে চলে গেল । এখন কোথায় থাকব ? কী করে খাব ? যাওয়ার কোনও জায়গা নেই । খাবারের সংস্থান নেই । ছেলেটাও বাইরে । সরকার থেকে কোনও সাহায্য পাই না । কে আমাদের দেখবে ? এসব ভেবেই কাঁদছি ।"
আরও খারাপ অবস্থা ওই গ্রামের বৃদ্ধা জাহেদা বেওয়ার । তাঁর 18 কাঠা জমি এবার কোশি কেড়ে নিয়েছে । এখন ভিক্ষে করেন । তিনি জানান, "অবস্থা খুব খারাপ । নদী পাড় কেটেই যাচ্ছে । আমার বাড়ি, জমি, সব নদীতে । এখন কোথায় যাব জানি না । হয়তো এই নদীতেই ভেসে যাব । আমার স্বামী নেই, ছেলেমেয়েও নেই । ভিক্ষে করে খাই । কে আমায় দেখবে ?"
আরও পড়ুন : নিরাপদ আস্তানার খোঁজে আতঙ্কে ঘর ছাড়ছে কোশিপাড়ের বাসিন্দারা