ETV Bharat / state

Minister Sabina Yeasmin : মন্ত্রী সাবিনার বিধায়ক প্যাডে চাকরির সুপারিশ, বিতর্ক মালদায় - বিতর্ক মালদায়

ওই চিঠি জনস্বাস্থ্য কারিগরি দফতরের মালদা ডিভিশনের মেকানিক্যাল বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে উদ্দেশ্য করে লেখা হয়েছে ।

s
s
author img

By

Published : Jul 26, 2021, 9:49 PM IST

মালদা, 26 জুলাই : বিধায়কের লেটারহেড প্যাডে এক ব্যক্তির জন্য চাকরির সুপারিশ করেছেন মোথাবাড়ি কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন । তাতে স্বাক্ষরও রয়েছে তাঁর । বিধায়ক তথা বর্তমানে তিন দফতরের মন্ত্রীর চিঠি ঘিরে চাঞ্চল্য জেলায় । এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি না হলেও মন্ত্রী জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে । তাঁর বক্তব্য, স্বাক্ষর ও সিলমোহর জাল করা হয়েছে । তিনি আজ পুলিশে অভিযোগও দায়ের করছেন ।

মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন বর্তমানে জলপথ, সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী । তাঁর স্বাক্ষর করা সুপারিশপত্র নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে মালদায় । ওই চিঠি জনস্বাস্থ্য কারিগরি দফতরের মালদা ডিভিশনের মেকানিক্যাল বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে উদ্দেশ্য করে লেখা হয়েছে । দফতরের ঠিকানা ইংরেজবাজারের দৌলতপুর মালিহা । চিঠিতে কোনও তারিখের উল্লেখ নেই। চিঠিতে বলা হয়েছে, “সুব্রত ঘোষ, বাবা দিলীপ ঘোষ, ঠিকানা জোতপরম চৌধুরীটোলা, পোস্ট জোতপরম, থানা কালিয়াচক। এই ব্যক্তি আমার পরিচিত এবং আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ । তিনি আলিনগর গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা । তিনি বেকার এবং দরিদ্র পরিবারের সন্তান । তাঁকে আপনার দফতরের সিকিউরিটি গার্ড, অপারেটর, কারণিক কিংবা যে কোনও প্ল্যান্টের কাজে নিয়োগ করার অনুরোধ করছি।”

চিঠিটি অবশ্য মন্ত্রী সাবিনা ইয়াসমিনের লেটারহেড প্যাডে লেখা হয়নি । লেখা হয়েছে তাঁর বিধায়ক লেটারহেডে প্যাডে । এই বিষয়ে ফোনে সাবিনা ইয়াসমিন বলেন, “বিধায়ক হিসাবে আমাদের বিভিন্ন জায়গায় লেটারহেড প্যাড দিয়ে রাখতে হয় । নইলে মানুষের সমস্যা হয় । সেই প্যাডই কেউ সংগ্রহ করে তাতে আমার স্বাক্ষর ও সিলমোহর জাল করেছে । কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে চিঠি দফতরেই গেল না, সেই চিঠি প্রকাশ্যে এল কিভাবে ? আমার ধারণা, আমাকে বদনাম করার একটা ষড়যন্ত্র । চিঠি আমি সংগ্রহ করেছি । ওই ছেলেটির বাড়িতে লোকও পাঠিয়েছি । আমি নিজের মতো করে তদন্ত করছি । থানাতেও আজ অভিযোগ জানাচ্ছি । এর আগেও আমার বিধায়ক প্যাডে স্বাক্ষর জাল করা হয়েছিল । আমি পুলিশে জানিয়েওছিলাম ।”

আরও পড়ুন: Gani Khan : ফিরছে গঙ্গাভবন, গনি খানের স্মৃতি ফেরাচ্ছেন মন্ত্রী সাবিনা

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মালদা ডিভিশনের মেকানিক্যাল বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিমেষ চক্রবর্তী জানিয়েছেন, এমন কোনও চিঠি তিনি পাননি । এনিয়ে মন্ত্রীর সঙ্গে তাঁর কোনও কথাও হয়নি । এই মুহূর্তে দিল্লিতে থাকায় এই বিষয়ে জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুরের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর হেমন্ত শর্মা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁরা মন্ত্রীর সঙ্গে কথা বলবেন । মন্ত্রী আজই কলকাতা চলে যাচ্ছেন । তিনি জেলায় ফিরলেই এনিয়ে কথা হবে ।

মালদা, 26 জুলাই : বিধায়কের লেটারহেড প্যাডে এক ব্যক্তির জন্য চাকরির সুপারিশ করেছেন মোথাবাড়ি কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন । তাতে স্বাক্ষরও রয়েছে তাঁর । বিধায়ক তথা বর্তমানে তিন দফতরের মন্ত্রীর চিঠি ঘিরে চাঞ্চল্য জেলায় । এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি না হলেও মন্ত্রী জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে । তাঁর বক্তব্য, স্বাক্ষর ও সিলমোহর জাল করা হয়েছে । তিনি আজ পুলিশে অভিযোগও দায়ের করছেন ।

মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন বর্তমানে জলপথ, সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী । তাঁর স্বাক্ষর করা সুপারিশপত্র নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে মালদায় । ওই চিঠি জনস্বাস্থ্য কারিগরি দফতরের মালদা ডিভিশনের মেকানিক্যাল বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে উদ্দেশ্য করে লেখা হয়েছে । দফতরের ঠিকানা ইংরেজবাজারের দৌলতপুর মালিহা । চিঠিতে কোনও তারিখের উল্লেখ নেই। চিঠিতে বলা হয়েছে, “সুব্রত ঘোষ, বাবা দিলীপ ঘোষ, ঠিকানা জোতপরম চৌধুরীটোলা, পোস্ট জোতপরম, থানা কালিয়াচক। এই ব্যক্তি আমার পরিচিত এবং আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ । তিনি আলিনগর গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা । তিনি বেকার এবং দরিদ্র পরিবারের সন্তান । তাঁকে আপনার দফতরের সিকিউরিটি গার্ড, অপারেটর, কারণিক কিংবা যে কোনও প্ল্যান্টের কাজে নিয়োগ করার অনুরোধ করছি।”

চিঠিটি অবশ্য মন্ত্রী সাবিনা ইয়াসমিনের লেটারহেড প্যাডে লেখা হয়নি । লেখা হয়েছে তাঁর বিধায়ক লেটারহেডে প্যাডে । এই বিষয়ে ফোনে সাবিনা ইয়াসমিন বলেন, “বিধায়ক হিসাবে আমাদের বিভিন্ন জায়গায় লেটারহেড প্যাড দিয়ে রাখতে হয় । নইলে মানুষের সমস্যা হয় । সেই প্যাডই কেউ সংগ্রহ করে তাতে আমার স্বাক্ষর ও সিলমোহর জাল করেছে । কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে চিঠি দফতরেই গেল না, সেই চিঠি প্রকাশ্যে এল কিভাবে ? আমার ধারণা, আমাকে বদনাম করার একটা ষড়যন্ত্র । চিঠি আমি সংগ্রহ করেছি । ওই ছেলেটির বাড়িতে লোকও পাঠিয়েছি । আমি নিজের মতো করে তদন্ত করছি । থানাতেও আজ অভিযোগ জানাচ্ছি । এর আগেও আমার বিধায়ক প্যাডে স্বাক্ষর জাল করা হয়েছিল । আমি পুলিশে জানিয়েওছিলাম ।”

আরও পড়ুন: Gani Khan : ফিরছে গঙ্গাভবন, গনি খানের স্মৃতি ফেরাচ্ছেন মন্ত্রী সাবিনা

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মালদা ডিভিশনের মেকানিক্যাল বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিমেষ চক্রবর্তী জানিয়েছেন, এমন কোনও চিঠি তিনি পাননি । এনিয়ে মন্ত্রীর সঙ্গে তাঁর কোনও কথাও হয়নি । এই মুহূর্তে দিল্লিতে থাকায় এই বিষয়ে জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুরের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর হেমন্ত শর্মা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁরা মন্ত্রীর সঙ্গে কথা বলবেন । মন্ত্রী আজই কলকাতা চলে যাচ্ছেন । তিনি জেলায় ফিরলেই এনিয়ে কথা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.