মালদা, 12 এপ্রিল : লকডাউনে দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলি৷ আজ থেকে হরিশচন্দ্রপুরে শিশুদের জন্য এক লিটার করে দুধ বিলি শুরু করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা ৷ লকডাউনে হরিশ্চন্দ্রপুরের ভালুকা এলাকায় প্রতিদিন প্রতিটি শিশুকে এক লিটার করে দুধ বিলি করা হবে বলে জানান সংস্থার সদস্যরা ৷
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন ৷ সমস্যায় রয়েছে দিন আনা দিন খাওয়া পরিবারগুলি ৷ তাদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের বহু মানুষ ৷ জেলার স্বেচ্ছাসেবী সংস্থাগুলির পক্ষ থেকে প্রতিদিনই খাবার পৌঁছে দেওয়া হচ্ছে তাদের কাছে ৷ প্রশাসনের তরফেও যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে ৷ তবে, লকডাউনে এক অন্য উদ্যোগ নিল হরিশচন্দ্রপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ৷ আজ সংস্থার সদস্যরা শিশুদের জন্য বিলি করা হয় ৷
সংস্থার সদস্যরা জানান, প্রশাসন ও অন্যান্য সংস্থার তরফে দুস্থ পরিবারগুলিকে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে ৷ কিন্তু, শিশুদের জন্য দুধ বিলি করছিল না কেউ ৷ তাই এই সিদ্ধান্ত ৷ প্রতিদিন প্রতিটি শিশুকে এক লিটার করে দুধ দিয়ে আসবেন তাঁরা ৷