ETV Bharat / state

রেশনের কুপন না পেয়ে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের - malda

লকডাউনে নেই রোজগার ৷ সরকার থেকে বরাদ্দ হয়েছিল রেশন সামগ্রী ৷ সেই কুপনও না পেয়ে আজ মানিকচক গ্রাম পঞ্চায়েত দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখায় পরিযায়ী শ্রমিকরা ৷

Migrant workers protested for not getting ration coupons in malda
রেশনের কুপন না পেয়ে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের
author img

By

Published : Jul 17, 2020, 10:44 PM IST

মালদা, 17 জুলাই : পঞ্চায়েত থেকে মেলেনি খাদ্যসামগ্রীর কুপন ৷ ফলে সরকারের বরাদ্দ করা রেশন সামগ্রীও পাওয়া যায়নি ৷ একারণেই ক্ষিপ্ত পরিযায়ী শ্রমিকরা আজ মানিকচক গ্রাম পঞ্চায়েত দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখায় ৷ মালদা-মানিকচক রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয় যানবাহন চলাচল ৷ শুধু তাই নয়, সেই সময় ঘটনাস্থানে উপস্থিত এক পঞ্চায়েত সদস্য, ভোলানাথ মণ্ডলের অনুগামী প্রদীপ প্রামাণিককে মারধরও করা হয় ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আসে মানিকচক থানার পুলিশ ৷ শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

কোরোনা মোকাবিলায় গত 24 মার্চ দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয় ৷ এইসময়ে ভিনরাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ছবি সংবাদমাধ্যমে একাধিকবার প্রকাশিত হয়েছে ৷ মানিকচক ব্লকেও ভিনরাজ্য থেকে ফিরে এসেছে কয়েক হাজার শ্রমিক ৷ রাজ্য সরকার এই শ্রমিকদের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে ৷ সেই রেশনের জন্য ভিনরাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের তালিকা তৈরির দায়িত্ব পড়ে গ্রাম পঞ্চায়েতগুলির ওপর ৷ কিন্তু অভিযোগ, মানিকচক গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় দেড়'শ শ্রমিক এখনও রেশনের কুপন পায়নি ৷

এবিষয়ে এক শ্রমিক শমীক পাল বলেন, " আমার বাবা আর আমি লকডাউন ঘোষণার সময় কলকাতায় কাজে গেছিলাম ৷ সেখান থেকে পায়ে হেঁটে ঘরে ফিরেছি ৷ আমাদের মতো শ্রমিকদের জন্য রাজ্য সরকার বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে ৷ কিন্তু এই পঞ্চায়েত এলাকার প্রায় দেড়'শ শ্রমিক সেই কুপন পায়নি ৷ এনিয়ে আমি পঞ্চায়েতে খোঁজ করতে এলে আমাকে বলা হয়, আমি কিংবা আমার বাবা রেশন পাব না ৷ একইভাবে এলাকার আরও অনেক শ্রমিককে কুপন না দিয়ে ফিরিয়ে দেওয়া হয় ৷ আজ আমরা সবাই মিলে পঞ্চায়েত ঘেরাও করেছি ৷ আমাদেরও রেশনের কুপন দিতে হবে ৷ রাগের মাথায় আমি একজনকে মারধরও করেছি ৷ রাস্তা অবরোধ করা হয়েছে ৷ কুপন না পেলে আমাদের এমন বিক্ষোভ চলতে থাকবে ৷ "

শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ ওই পঞ্চায়েতের সদস্য আশিস মণ্ডল বলেন, " আসলে গ্রাম পঞ্চায়েতের তালিকাভুক্ত পরিযায়ী শ্রমিকদের কিছু রেশন কুপন হারিয়ে গেছে ৷ তাতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ পঞ্চায়েতের সদস্যরা এই কাজ করে না ৷ এটা প্রধানের এক্তিয়ারভুক্ত ৷ এই পরিস্থিতির জন্য পঞ্চায়েত প্রধানই দায়ী ৷ তবে বিক্ষুব্ধ শ্রমিকদের কাছে আমরা নিজেদের ভুল স্বীকার করে নিয়েছি ৷ ফের নতুন তালিকা তৈরি করে পঞ্চায়েতের প্রত্যেক পরিযায়ী শ্রমিককে রেশন দেওয়ার ব্যবস্থা করা হবে ৷ " যদিও এবিষয়ে BJP প্রধান বিউটি মণ্ডলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

মালদা, 17 জুলাই : পঞ্চায়েত থেকে মেলেনি খাদ্যসামগ্রীর কুপন ৷ ফলে সরকারের বরাদ্দ করা রেশন সামগ্রীও পাওয়া যায়নি ৷ একারণেই ক্ষিপ্ত পরিযায়ী শ্রমিকরা আজ মানিকচক গ্রাম পঞ্চায়েত দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখায় ৷ মালদা-মানিকচক রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয় যানবাহন চলাচল ৷ শুধু তাই নয়, সেই সময় ঘটনাস্থানে উপস্থিত এক পঞ্চায়েত সদস্য, ভোলানাথ মণ্ডলের অনুগামী প্রদীপ প্রামাণিককে মারধরও করা হয় ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আসে মানিকচক থানার পুলিশ ৷ শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

কোরোনা মোকাবিলায় গত 24 মার্চ দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয় ৷ এইসময়ে ভিনরাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ছবি সংবাদমাধ্যমে একাধিকবার প্রকাশিত হয়েছে ৷ মানিকচক ব্লকেও ভিনরাজ্য থেকে ফিরে এসেছে কয়েক হাজার শ্রমিক ৷ রাজ্য সরকার এই শ্রমিকদের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে ৷ সেই রেশনের জন্য ভিনরাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের তালিকা তৈরির দায়িত্ব পড়ে গ্রাম পঞ্চায়েতগুলির ওপর ৷ কিন্তু অভিযোগ, মানিকচক গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় দেড়'শ শ্রমিক এখনও রেশনের কুপন পায়নি ৷

এবিষয়ে এক শ্রমিক শমীক পাল বলেন, " আমার বাবা আর আমি লকডাউন ঘোষণার সময় কলকাতায় কাজে গেছিলাম ৷ সেখান থেকে পায়ে হেঁটে ঘরে ফিরেছি ৷ আমাদের মতো শ্রমিকদের জন্য রাজ্য সরকার বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে ৷ কিন্তু এই পঞ্চায়েত এলাকার প্রায় দেড়'শ শ্রমিক সেই কুপন পায়নি ৷ এনিয়ে আমি পঞ্চায়েতে খোঁজ করতে এলে আমাকে বলা হয়, আমি কিংবা আমার বাবা রেশন পাব না ৷ একইভাবে এলাকার আরও অনেক শ্রমিককে কুপন না দিয়ে ফিরিয়ে দেওয়া হয় ৷ আজ আমরা সবাই মিলে পঞ্চায়েত ঘেরাও করেছি ৷ আমাদেরও রেশনের কুপন দিতে হবে ৷ রাগের মাথায় আমি একজনকে মারধরও করেছি ৷ রাস্তা অবরোধ করা হয়েছে ৷ কুপন না পেলে আমাদের এমন বিক্ষোভ চলতে থাকবে ৷ "

শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ ওই পঞ্চায়েতের সদস্য আশিস মণ্ডল বলেন, " আসলে গ্রাম পঞ্চায়েতের তালিকাভুক্ত পরিযায়ী শ্রমিকদের কিছু রেশন কুপন হারিয়ে গেছে ৷ তাতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ পঞ্চায়েতের সদস্যরা এই কাজ করে না ৷ এটা প্রধানের এক্তিয়ারভুক্ত ৷ এই পরিস্থিতির জন্য পঞ্চায়েত প্রধানই দায়ী ৷ তবে বিক্ষুব্ধ শ্রমিকদের কাছে আমরা নিজেদের ভুল স্বীকার করে নিয়েছি ৷ ফের নতুন তালিকা তৈরি করে পঞ্চায়েতের প্রত্যেক পরিযায়ী শ্রমিককে রেশন দেওয়ার ব্যবস্থা করা হবে ৷ " যদিও এবিষয়ে BJP প্রধান বিউটি মণ্ডলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.