ETV Bharat / state

House Wife Murder: পণের দাবিতে হাত-পা বেঁধে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন বধূকে, পরে গলায় ফাঁস লাগিয়ে খুন - murder of housewife in malda

গৃহবধূকে ইলেকট্রিক শক দিয়ে হত্যা ৷ মৃত্যু নিশ্চিত করতে গলার ফাঁস দিয়ে হত্যা ৷ অভিযোগের তীর শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে ৷ পণের দাবিতে অভিযোগ মৃতের বাড়ির লোকজনদের ৷

House Wife Murder
প্রতীকী ছবি
author img

By

Published : Aug 21, 2023, 3:26 PM IST

পণের দাবিতে বধূতে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে

মালদা, 21অগস্ট: পণের দাবিতে বধূ হত্যা ৷ হাত-পা বেঁধে মারধর করে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ স্বামী-সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে । রবিবার রাতে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকার ঘটনা । মৃত গৃহবধূর নাম জুলি পারভিন (20)। বাড়ি হরিশ্চন্দ্রপুরের খরা গ্রামে । এই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকজন ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 8 মাস আগে হরিশ্চন্দ্রপুরের শ্রীপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গির আলমের সঙ্গে বিয়ে হয়েছিল জুলির । পরিবারের অভিযোগ, বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ 50 হাজার টাকা, সোনার অলংকার-সহ নানা আসবাবপত্র দেওয়া হয়েছিল ৷ অভিযোগ, সেই টাকা দিয়ে জাহাঙ্গীর জুয়া খেলে ৷ হেরে যাওয়ার পর ফের 1 লক্ষ টাকা দাবি করে জাহাঙ্গির । সেই টাকা না দেওয়ায় জুলির ওপর শারীরিক নির্যাতন চলতে থাকে । রবিবার রাতে ফের পণের জন্য জুলির ওপর নির্যাতন চালায় জাহাঙ্গির সহ পরিবারের লোকজন । অভিযোগ, হাত-পা বেঁধে মারধর করে ইলেকট্রিকের শক দেওয়া হয় । পরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যলেজে পাঠায় পুলিশ। এই ঘটনায় জুলির স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকজন ।

ঘটনা প্রসঙ্গেই জুলির এক আত্মীয় বাদশা খান বলেন, "প্রায় আট মাস আগে জুলির বিয়ে হয়েছিল । কিছুদিন পর থেকেই টাকার জন্য জুলির উপর চাপ দিতে থাকে জাহাঙ্গির ও পরিবারের লোকজন । একবার 10 হাজার টাকা, একবার 50 হাজার টাকা চেয়েছিল । সম্প্রতি 1 লক্ষ টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে জুলির শ্বশুরবাড়ির লোকজন । জুলি বাড়িতে এসে সেকথা জানায়। এই মুহূর্তে এত টাকা দেওয়া সম্ভব নয়। এরপরেই জুলিকে শ্বশুরবাড়িতে ডেকে পাঠানো হয় । রাতেই জুলিকে মারধর করে, ইলেকট্রিক শক দিয়ে অত্যাচার চালানো হয় । পরে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়। আমরা বিষয়টি পুলিশে জানিয়েছি । ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।"

আরও পড়ুন: পণ ছাড়া বিয়ে করলে কার্ড ছাপানো ফ্রি !

বাদশার কথার রেশ টেনেই জুলির ভাই তারিকুলের অভিযোগ, জাহাঙ্গিরের জুয়া খেলার নেশা ছিল ৷ যৌতুকের টাকা দিয়ে জুয়া খেলে হেরে যাওয়ার পর আবারও টাকা চায় ৷ তা না দেওয়াতে জলিকে খুন করেছে ৷

পণের দাবিতে বধূতে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে

মালদা, 21অগস্ট: পণের দাবিতে বধূ হত্যা ৷ হাত-পা বেঁধে মারধর করে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ স্বামী-সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে । রবিবার রাতে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকার ঘটনা । মৃত গৃহবধূর নাম জুলি পারভিন (20)। বাড়ি হরিশ্চন্দ্রপুরের খরা গ্রামে । এই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকজন ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 8 মাস আগে হরিশ্চন্দ্রপুরের শ্রীপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গির আলমের সঙ্গে বিয়ে হয়েছিল জুলির । পরিবারের অভিযোগ, বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ 50 হাজার টাকা, সোনার অলংকার-সহ নানা আসবাবপত্র দেওয়া হয়েছিল ৷ অভিযোগ, সেই টাকা দিয়ে জাহাঙ্গীর জুয়া খেলে ৷ হেরে যাওয়ার পর ফের 1 লক্ষ টাকা দাবি করে জাহাঙ্গির । সেই টাকা না দেওয়ায় জুলির ওপর শারীরিক নির্যাতন চলতে থাকে । রবিবার রাতে ফের পণের জন্য জুলির ওপর নির্যাতন চালায় জাহাঙ্গির সহ পরিবারের লোকজন । অভিযোগ, হাত-পা বেঁধে মারধর করে ইলেকট্রিকের শক দেওয়া হয় । পরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যলেজে পাঠায় পুলিশ। এই ঘটনায় জুলির স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকজন ।

ঘটনা প্রসঙ্গেই জুলির এক আত্মীয় বাদশা খান বলেন, "প্রায় আট মাস আগে জুলির বিয়ে হয়েছিল । কিছুদিন পর থেকেই টাকার জন্য জুলির উপর চাপ দিতে থাকে জাহাঙ্গির ও পরিবারের লোকজন । একবার 10 হাজার টাকা, একবার 50 হাজার টাকা চেয়েছিল । সম্প্রতি 1 লক্ষ টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে জুলির শ্বশুরবাড়ির লোকজন । জুলি বাড়িতে এসে সেকথা জানায়। এই মুহূর্তে এত টাকা দেওয়া সম্ভব নয়। এরপরেই জুলিকে শ্বশুরবাড়িতে ডেকে পাঠানো হয় । রাতেই জুলিকে মারধর করে, ইলেকট্রিক শক দিয়ে অত্যাচার চালানো হয় । পরে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়। আমরা বিষয়টি পুলিশে জানিয়েছি । ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।"

আরও পড়ুন: পণ ছাড়া বিয়ে করলে কার্ড ছাপানো ফ্রি !

বাদশার কথার রেশ টেনেই জুলির ভাই তারিকুলের অভিযোগ, জাহাঙ্গিরের জুয়া খেলার নেশা ছিল ৷ যৌতুকের টাকা দিয়ে জুয়া খেলে হেরে যাওয়ার পর আবারও টাকা চায় ৷ তা না দেওয়াতে জলিকে খুন করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.