ETV Bharat / state

সম্পর্কে চির মৌসম নুর ও আবু হাসেম খানের? - Mausam Benazir Noor

মালদা শহরের জাহান পীরের মাজারে আজ একই সঙ্গে চাদর চড়াতে দেখা গেল মালদা জেলা সভানেত্রী মৌসম নুর ও দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরিকে ৷ তবে মৌসমের জনপ্রিয়তার কাছে যেন কিছুটা পিছিয়েই থাকতে হল আবু হাসেম খানকে ৷

পীরের মাজারের ছবি
author img

By

Published : Sep 10, 2019, 5:54 PM IST

Updated : Sep 10, 2019, 6:14 PM IST

মালদা , 10 সেপ্টম্বর : লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা যেন ফের দেখা গেল মৌসম নুর ও আবু হাসেম খান চৌধুরির মধ্যে ৷ সম্পর্কে তাঁরা মামা ও ভাগনি ৷ আজ এক মাজারে দেখা গেল দুই দলের এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বকে ৷ কিন্তু মৌসমের জনপ্রিয়তার কাছে যেন কিছুটা পিছিয়েই থাকলেন আবু হাসেম খান চৌধুরি ৷ তবে এই বিষয় নিয়ে মুখ খুলতে দেখা যায়নি কাউকেই ৷

মালদা শহরের বি জি রোডে রয়েছে জাহান পিরের মাজার ৷ আজ সেখানে ছিল উরস উৎসব ৷ আমন্ত্রিত ছিলেন কোতোয়ালির খান চৌধুরি ভবনের দুই সদস্য মৌসম নুর ও আবু হাসেম খান চৌধুরি ৷ আজ সকালে মৌসম সেই মাজারে চাদর চড়াতে আসেন ৷ তাঁর সঙ্গে ছিলেন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর আশিস কুণ্ডু ও শুভময় চৌধুরি সহ আরও অনেকে ৷ একই সময় মাজারে আসেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি ৷ মাজারে চাদর চড়ানোর সময় মৌসমের পাশেই দেখা গেছে ডালু মিঞাকে ৷ এমনকি দু'জন একসঙ্গে প্রার্থনাও করেছেন ৷ কিন্তু প্রার্থনার পরেই মৌসমের পাশ থেকে সরে যেতে দেখা যায় ডালুবাবুকে ৷

দেখুন ভিডিয়ো

উল্লেখ্য, একই বাড়িতে থাকলেও মৌসমের দলত্যাগের পর যে কোতোয়ালি ভবনে এখন ফাটলটা আরও চওড়া হয়েছে তা বলার অপেক্ষা রাখে না ৷ গত লোকসভা নির্বাচনে উত্তর মালদা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মৌসমের বিরুদ্ধে আবু হাসেম খান চৌধুরির ছেলে ইশা খান চৌধুরিকে প্রার্থী করেছিল কংগ্রেস ৷ মৌসম বা ডালুবাবু একাধিকবার সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, তাঁদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও পারিবারিক সম্পর্ক অটুট রয়েছে ৷ কিন্তু আজকের ছবি যেন অন্য কথা বলল ৷

মালদা , 10 সেপ্টম্বর : লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা যেন ফের দেখা গেল মৌসম নুর ও আবু হাসেম খান চৌধুরির মধ্যে ৷ সম্পর্কে তাঁরা মামা ও ভাগনি ৷ আজ এক মাজারে দেখা গেল দুই দলের এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বকে ৷ কিন্তু মৌসমের জনপ্রিয়তার কাছে যেন কিছুটা পিছিয়েই থাকলেন আবু হাসেম খান চৌধুরি ৷ তবে এই বিষয় নিয়ে মুখ খুলতে দেখা যায়নি কাউকেই ৷

মালদা শহরের বি জি রোডে রয়েছে জাহান পিরের মাজার ৷ আজ সেখানে ছিল উরস উৎসব ৷ আমন্ত্রিত ছিলেন কোতোয়ালির খান চৌধুরি ভবনের দুই সদস্য মৌসম নুর ও আবু হাসেম খান চৌধুরি ৷ আজ সকালে মৌসম সেই মাজারে চাদর চড়াতে আসেন ৷ তাঁর সঙ্গে ছিলেন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর আশিস কুণ্ডু ও শুভময় চৌধুরি সহ আরও অনেকে ৷ একই সময় মাজারে আসেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি ৷ মাজারে চাদর চড়ানোর সময় মৌসমের পাশেই দেখা গেছে ডালু মিঞাকে ৷ এমনকি দু'জন একসঙ্গে প্রার্থনাও করেছেন ৷ কিন্তু প্রার্থনার পরেই মৌসমের পাশ থেকে সরে যেতে দেখা যায় ডালুবাবুকে ৷

দেখুন ভিডিয়ো

উল্লেখ্য, একই বাড়িতে থাকলেও মৌসমের দলত্যাগের পর যে কোতোয়ালি ভবনে এখন ফাটলটা আরও চওড়া হয়েছে তা বলার অপেক্ষা রাখে না ৷ গত লোকসভা নির্বাচনে উত্তর মালদা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মৌসমের বিরুদ্ধে আবু হাসেম খান চৌধুরির ছেলে ইশা খান চৌধুরিকে প্রার্থী করেছিল কংগ্রেস ৷ মৌসম বা ডালুবাবু একাধিকবার সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, তাঁদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও পারিবারিক সম্পর্ক অটুট রয়েছে ৷ কিন্তু আজকের ছবি যেন অন্য কথা বলল ৷

Intro:মালদা, ১০ সেপ্টেম্বর : শাসকদলের জেলা সভানেত্রী ভাগনি৷ তাঁর ছায়ায় যেন ঢাকা পড়ে গেলেন সাংসদ মামা৷ আজ মালদা শহরের বিজি রোডে জাহান পীরের সমাধিস্থলে উপস্থিত হয়েছিলেন কোতওয়ালি ভবনের বাসিন্দা, দুই দলের দুই রাজনৈতিক ব্যক্তিত্ব৷ কিন্তু ভাগনির দাপটে আজ যেন পিছিয়েই থাকতে হল সাংসদ মামাকে৷ তবে এনিয়ে দু'জনের কেউই মুখ খোলেননি৷ Body:মালদা শহরের বিজি রোডে, জেলাশাসকের বাংলোর ঠিক সামনেই রয়েছে জাহান পীরের মাজার৷ তাঁর জন্মদিন উপলক্ষ্যে আজ সেখানে ছিল উরষ উৎসব৷ সেখানে আমন্ত্রিত ছিলেন কোতওয়ালির খান চৌধুরি ভবনের দুই সদস্য মৌসম নূর ও আবু হাসেম খান চৌধুরি৷ আজ সকালে সপার্ষদ মৌসম মাজারে চাদর চড়াতে আসেন৷ তাঁর সঙ্গে ছিলেন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর আশিস কুণ্ডু ও শুভময় চৌধুরি সহ আরও অনেকে৷ এদিকে একই সময় মাজারে আসেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি৷ মাজারে চাদর চড়ানোর সময় মৌসমের পাশেই দেখে গেছে ডালু মিঞাকে৷ এমনকি দু'জন একসঙ্গে প্রার্থনাও করেছেন৷ কিন্তু প্রার্থনার পরেই মৌসমের পাশ থেকে সরে যেতে দেখা যায় ডালুবাবুকে৷Conclusion:উল্লেখ্য, এক বাড়িতে থাকলেও মৌসমের দলত্যাগের পর কোতওয়ালি ভবনে এখন ফাটলটা আরও চওড়া হয়েছে৷ গত লোকসভা নির্বাচনে উত্তর মালদা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মৌসমের বিরুদ্ধে ডালুবাবুর ছেলে ইশা খান চৌধুরিকে প্রার্থী করেছিল কংগ্রেস৷ এই কেন্দ্রে পারিবারিক এই বিরোধের ফসল ঘরে তুলেছে বিজেপি৷ মৌসম বা ডালুবাবু একাধিকবার সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, তাঁদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও পারিবারিক সম্পর্ক অটুট রয়েছে৷ কিন্তু আজকের ছবি যেন অন্য কথা বলছে৷ জাহান পীরের মাজারে মৌসম ও ডালুবাবু কাছাকাছি থাকার চেষ্টা করেও যেন ব্যর্থ৷
Last Updated : Sep 10, 2019, 6:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.