মালদা, 26 সেপ্টেম্বর: কথায় আছে, যে চেষ্টা করে যায়, সে কখনও না কখনও ঠিক ফল পায় ৷ ঠিক সেই কথাই প্রযোজ্য ইংরেজবাজারের শোভানগর হাইস্কুল কর্তৃপক্ষের সম্পর্কে (Malda school)৷ নিজেদের ইচ্ছে, চেষ্টা আর তা প্রয়োগের ফল পাচ্ছে এই স্কুল ৷ জেলা ও রাজ্যের গণ্ডি পেরিয়ে এই স্কুল নিয়ে এখন জাতীয় স্তরেও আলোচনা হচ্ছে ৷ তবে এই জায়গাতেই থেমে থাকতে চায় না স্কুল কর্তৃপক্ষ ৷ স্কুলের পড়ুয়াদের মন থেকে অংকের ভীতি দূর করতে এ বার এই স্কুলে চালু হল ম্যাথ পার্ক ৷ বিদ্যাসাগরের 203তম জন্মদিনে সেই পার্কের (Math Park) উদ্বোধন করা হয়েছে ৷ স্কুল ভবনের ছাদেই গড়ে তোলা হয়েছে সেই পার্ক ৷ এমন পার্ক এই জেলার কোনও স্কুলে নেই ৷
আজ এই পার্কের উদ্বোধনে স্কুল চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ বিশিষ্টজনদের সঙ্গে ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিল অসংখ্য ছাত্রছাত্রী ৷ শুধু পার্ক উদ্বোধনই নয়, বিদ্যাসাগরের জন্মদিনে আজ স্কুলে দেওয়াল পত্রিকারও উদ্বোধন করা হয় ৷ চালু করা হয় পড়ুয়াদের নতুন শৌচালয় ৷ স্কুলে ছিল কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আসরও ৷
আরও পড়ুন: দুর্নীতিতে ভরে গিয়েছে দল ! বিস্ফোরক অভিযোগ তুলে তৃণমূল ছাড়লেন অঞ্চল সভাপতি
স্কুলের প্রধান শিক্ষক ড. হরিস্বামী দাস জানান, "স্কুলে ম্যাথ পার্ক তৈরির ভাবনাটা আমাদের অনেকদিনের ৷ গত তিন মাস ধরে এই পার্ক তৈরির কাজ চলছে ৷ বিদ্যাসাগরের জন্মদিনেই আমরা ওই পার্ক উদ্বোধন করলাম ৷ অংক নিয়ে একটা ভীতি পড়ুয়াদের সবার মনে কাজ করে ৷ সেই ভীতি কাটাতেই আমাদের এই উদ্যোগ ৷ পড়ুয়ারা যাতে খেলতে খেলতে, আনন্দের সঙ্গে অংক শিখতে পারে, তার জন্যই এই ব্যবস্থা ৷ ওই পার্কে পড়ুয়ারা অংকের সাধারণ নিয়মগুলি জানতে পারবে ৷ স্কুলের শিক্ষকরাই তাদের সে সব জানাবেন ৷ গত বছর সারা ভারত রামানুজম যাত্রায় আমাদের স্কুল অংশ নিয়েছিল ৷ এ বার আমাদের স্কুলের পড়ুয়ারা জাতীয় স্তরের অংক প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হয়েছে ৷ আমরা পার্কটি গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজমের নামে উৎসর্গ করেছি ৷"