মালদা, 13 ফেব্রুয়ারি: দুয়ারে পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে খানিকটা অপ্রত্যাশিত ছবি মালদায় ৷ ঘাসফুলের রমরমা বাজারে তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দিলেন বহু কর্মী (TMC workers join Congress) ৷ ঘটনাটি ঘটেছে রতুয়া 2 নম্বর ব্লকে ৷ কংগ্রেসের বক্তব্য, এ নাকি শুধুই ট্রেলার ৷ আসল পিকচার এখনও শুরু হয়নি ৷ তবে গোটা ঘটনাটিকে কংগ্রেসের নাটক বলে বর্ণনা করেছে তৃণমূল ৷
পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই অন্দরের কোন্দল প্রকাশ্যে বেরিয়ে আসছে তৃণমূলের ৷ তার জেরে দু'দিন আগে তৃণমূলের হাতে থাকা বামনগোলা ব্লকের 19 সদস্যের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ 12 জন সদস্য বিডিওর কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন ৷ যদিও ওই গ্রাম পঞ্চায়েতে বিরোধীদের কোনও অস্তিত্বই নেই ৷ তৃণমূলের দ্বন্দ্ব কয়েকদিন আগে ধরা পড়েছে রতুয়া 1 নম্বর ব্লকের মাদ্রাসার নির্বাচনেও ৷ সেখানে দলেরই দুই গোষ্ঠী একে অন্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ৷ তবে এই দু'টি ঘটনা উদাহরণ মাত্র ৷ জেলাজুড়েই শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট ৷ পঞ্চায়েত ভোটের আগে সেই সুযোগটাই কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে বিরোধীরা ৷
রতুয়া 2 নম্বর ব্লকের মীরজাতপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক সভায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন বেশ কিছু কর্মী-সমর্থক ৷ সেই মঞ্চে কংগ্রেস নেতত্বের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য ৷ যেন তাঁরা মানুষকে এখন থেকেই বার্তা দিতে চাইছেন, কংগ্রেসে কোনও কোন্দল নেই ৷ সবাই ঐক্যবদ্ধ ৷ দলত্যাগীদের হাতে পতাকা তুলে দিয়েছেন প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম, ভূপেন্দ্রনাথ হালদার, ইশা খান চৌধুরি, মোত্তাকিন আলম, আলবেরুণি জুলকারনাইন-সহ জেলা ও ব্লক কংগ্রেসের তাবড় নেতারা ৷ বক্তব্য রাখতে গিয়ে তাঁরা প্রত্যেকেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে ধরাশায়ী করার ডাক দেন ৷
পুরাতন মালদার প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ সিংহ বলেন, "সংখ্যাটা সঠিক বলা যাবে না ৷ তৃণমূলের প্রায় 500 পরিবার আজ কংগ্রেসে যোগ দিয়েছে ৷ মানুষ বুঝে গিয়েছে, তৃণমূল দলটা আর পশ্চিমবঙ্গে থাকবে না ৷ বিজেপি থেকেও আমাদের দলে অনেকে আসছে ৷ তবে তৃণমূল থেকেই সবচেয়ে বেশি লোক আসছে ৷ আগামীতে এর প্রভাব তৃণমূল টের পেয়ে যাবে ৷ এ তো শুধু ট্রেলার ৷ আসল ছবিটা বাকি আছে ৷" যদিও এই দলবদলকে কংগ্রেসের নাটক বলে ব্যাখ্যা করেছেন তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বক্সি ৷ এই মুহূর্তে কলকাতায় রয়েছেন তিনি ৷ তাঁর বক্তব্য, দলবদলের অনুষ্ঠানে যাদের দেখা যাচ্ছে, তারা সবাই কংগ্রেসের ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেস মানুষকে পরিকল্পিত এই নাটক দেখাচ্ছে ৷
আরও পড়ুন: নবদ্বীপে উলটপুরাণ! দলীয় পতাকা হাতে জাতীয় কংগ্রেসে যোগদান