ETV Bharat / state

Mango Festival : নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে আম উৎসব - Mango Festival

দিল্লির পর এবার ওই উৎসবেও অংশ নিতে চলেছে মালদার আম (Mango Festival)। বুধবার থেকে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে তিনদিনের আম উৎসব ৷

Mango Festival news
নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে আম উৎসব
author img

By

Published : Jun 22, 2022, 10:50 PM IST

মালদা, 22 জুন : বুধবার থেকে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে তিনদিনের আম উৎসব (Mango Festival)। দিল্লির পর এবার ওই উৎসবেও অংশ নিতে চলেছে মালদার আম । রাজ্যবাসী সেই উৎসবের স্টল থেকে এই জেলার অন্তত 10 প্রজাতির আমের স্বাদ নিতে পারবেন । ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে জেলার আম ।

এনিয়ে জেলা উদ্যানপালন দফতরের ডেপুটি ডিরেক্টর সামন্ত লায়েক বলেন, "রাজ্য উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতর এবং আইসিসি-র যৌথ উদ্যোগে 23 থেকে 25 জুন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলা আম উৎসব অনুষ্ঠিত হচ্ছে । সেখানে রাজ্যের 10টি জেলার আম পাওয়া যাবে । মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা যৌথভাবে এই জেলায় উৎপাদিত 10 প্রজাতির আম সেখানে পাঠাচ্ছি । জেলা প্রশাসনও আমাদের সমস্তরকমভাবে সাহায্য করছে । সেখানে আমাদের চারটি স্টল থাকবে । চারজন আমচাষি এবং সয়ম্ভর গোষ্ঠীর কিছু সদস্যকেও সেখানে নিয়ে যাওয়া হচ্ছে । শুধু পাকা আম নয়, ওই স্টলগুলি থেকে জেলার আমসত্ত্ব এবং আমের আচারও মানুষজন কিনতে পারবেন ।"

কলকাতায় আম উৎসব

আরও পড়ুন : ফলন কম, আগুন দামে মাথায় হাত আম চাষি ও ব্যবসায়ীদের

মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা-সহ রাজ্যের আমচাষি ও ব্যবসায়ীদের জন্য কলকাতায় বাংলা আম উৎসবের আয়োজন করা হয়েছে । এই উৎসবের সঙ্গে রাজ্যের আম উৎপাদক জেলাগুলির অর্থনৈতিক বিষয়টিও জড়িয়ে রয়েছে । রাজ্যের মানুষ কলকাতায় বসেই রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রজাতির আমের স্বাদ নিতে পারবেন । রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি ।"

মালদা, 22 জুন : বুধবার থেকে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে তিনদিনের আম উৎসব (Mango Festival)। দিল্লির পর এবার ওই উৎসবেও অংশ নিতে চলেছে মালদার আম । রাজ্যবাসী সেই উৎসবের স্টল থেকে এই জেলার অন্তত 10 প্রজাতির আমের স্বাদ নিতে পারবেন । ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে জেলার আম ।

এনিয়ে জেলা উদ্যানপালন দফতরের ডেপুটি ডিরেক্টর সামন্ত লায়েক বলেন, "রাজ্য উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতর এবং আইসিসি-র যৌথ উদ্যোগে 23 থেকে 25 জুন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলা আম উৎসব অনুষ্ঠিত হচ্ছে । সেখানে রাজ্যের 10টি জেলার আম পাওয়া যাবে । মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা যৌথভাবে এই জেলায় উৎপাদিত 10 প্রজাতির আম সেখানে পাঠাচ্ছি । জেলা প্রশাসনও আমাদের সমস্তরকমভাবে সাহায্য করছে । সেখানে আমাদের চারটি স্টল থাকবে । চারজন আমচাষি এবং সয়ম্ভর গোষ্ঠীর কিছু সদস্যকেও সেখানে নিয়ে যাওয়া হচ্ছে । শুধু পাকা আম নয়, ওই স্টলগুলি থেকে জেলার আমসত্ত্ব এবং আমের আচারও মানুষজন কিনতে পারবেন ।"

কলকাতায় আম উৎসব

আরও পড়ুন : ফলন কম, আগুন দামে মাথায় হাত আম চাষি ও ব্যবসায়ীদের

মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা-সহ রাজ্যের আমচাষি ও ব্যবসায়ীদের জন্য কলকাতায় বাংলা আম উৎসবের আয়োজন করা হয়েছে । এই উৎসবের সঙ্গে রাজ্যের আম উৎপাদক জেলাগুলির অর্থনৈতিক বিষয়টিও জড়িয়ে রয়েছে । রাজ্যের মানুষ কলকাতায় বসেই রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রজাতির আমের স্বাদ নিতে পারবেন । রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.