মালদা, 13 জুন: এবারে আমের অধিক ফলনের পর থেকেই বিধি বাম চাষী থেকে ব্যবসায়ীদের ৷ একদিকে যখন একটাকা-দু'টাকা কিলো দরে আম বিকোতে বাধ্য হচ্ছেন পাইকারি থেকে খুচরো আম বিক্রেতা ও চাষীরা, তখন একটু আশার আলো দেখিয়েছিল আম মেলা ৷ আশা ছিল আমের মেলায় নিজেদের পসরা সাজাতে পারবেন ৷ কিন্তু সেই আশায় জল ঢেলেছে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা ৷
মালদা প্রশাসনের তরফ থেকে আগামী 16 থেকে 23 জুন পর্যন্ত মালদা শহরের বৃন্দাবনি ময়দানে আম মেলার আয়োজনের কথাও ঘোষণা করা হয়েছিল ৷ খুশির মেজাজে ছিলেন আমচাষি, ব্যবসায়ী থেকে শুরু করে আম-আদমিও ৷ কিন্তু এরই মধ্যে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে ৷ এই পরিস্থিতিতে প্রস্তাবিত আম মেলা বাতিল করে দিয়েছে প্রশাসন ৷ আশাহত হয়েছেন মালদাবাসী ৷
মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, "মালদা জেলা প্রশাসনের তরফে আম, আমগাছের চারা থেকে শুরু করে আমজাত বিভিন্ন জিনিস নিয়ে মেলার কথা ঘোষণা করা হয়েছিল ৷ আমের তৈরি বিভিন্ন মিষ্টিও এই মেলায় প্রদর্শনী ও বিক্রি হওয়ার কথা ছিল ৷ কিন্তু এরই মধ্যে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয়েছে ৷ নির্বাচন ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রশাসনিকভাবে এই আম মেলা এবার আর হচ্ছে না ৷ এই মেলা বাতিল ঘোষণা করা হয়েছে ৷ মালদার আমচাষি ও ব্যবসায়ীরা এই মেলায় আম এবং আমজাত বিভিন্ন জিনিস মানুষের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছিলেন ৷ এতে আমরাও আশায় ছিলাম, মানুষের মধ্যে আম নিয়ে উৎসাহ দেখা দেবে ৷ বিভিন্ন প্রজাতির আমগাছের চারা বিক্রির প্রভাবে জেলায় আম বাগানের পরিমাণও বৃদ্ধি পাবে ৷ মেলা বাতিলের প্রশাসনিক সিদ্ধান্তে আমরা আশাহত হলেও ভবিষ্যতে প্রশাসনের তরফে এই মেলা করা হবে বলে আমরা আশাবাদী c৷"
আরও পড়ুন: পঞ্চায়েতে কারা প্রার্থী হতে পারবেন ? কারা পারবেন না ? জানিয়ে দিল কমিশন
এর আগে মালদায় যতবার আমের মেলা বসেছে, প্রতিবারই মানুষের ঢল নেমেছে সেখানে ৷ কয়েকদিনের ব্যবসায় বেশ ভালো লাভের মুখ দেখেছেন ব্যবসায়ীরা ৷ উপকৃত হয়েছেন চাষিরাও ৷ প্রতিদিন বিক্রি হয়েছে প্রচুর পরিমাণ আম ৷ মেলায় তিনশোরও বেশি প্রজাতির আম দেখে চমকে গিয়েছেন মালদা এবং আশেপাশের জেলার বাসিন্দারাও ৷ এবারও এত ধরনের আম দর্শনের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন সবাই ৷ বাধা হয়ে দাঁড়াল পঞ্চায়েত ভোট ৷