মালদা, 23 ডিসেম্বর : মাথায় আঘাত করে ব্যক্তিকে খুনের অভিযোগ দ্বিতীয় স্ত্রী ও সৎছেলের বিরুদ্ধে ৷ ঘটনাটি হবিবপুরের শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ির হালুয়াপাড়ার । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ঘটনায় আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
মৃত ব্যক্তির নাম বিফল মণ্ডল (45) ৷ বাড়ি কলাইবাড়ির হালুয়াপাড়াতে ৷ পেশায় ভ্যান চালানোর পাশাপাশি কৃষিকাজ করতেন তিনি ৷ স্ত্রী ও তিন সন্তান নিয়েই ছিল পরিবার ৷ জানা গেছে, 10 মাস আগে তিনি স্থানীয় এক বিধবা মহিলা গন্ধা দত্তকে বিয়ে করেন ৷ গন্ধার প্রথম পক্ষে দুই মেয়ে এক ছেলে ৷ স্থানীয় সূত্রের খবর, বিফলবাবুর সঙ্গে গন্ধার প্রায়শই ঝামেলা লেগে থাকত ৷ স্বামী-স্ত্রীর বিবাদ নিয়ে গ্রামে সালিশি সভাও হয়েছিল ৷ অভিযোগ, গতকাল বিকেলেও স্বামীর স্ত্রীর মধ্যে বচসা বাধে ৷ সেইসময় গন্ধা ও তার ছেলে নয়ন ভারী কোনও বস্তু দিয়ে মাথায় আঘাত করে বিফলবাবুর ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷
পরে পরিবারের লোকজন বিফলবাবুকে মৃত অবস্থায় ঘরের বাইরে পড়ে থাকতে দেখেন ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ বিফলবাবুর মেয়ে সুমালা জানান, "বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তার ছেলে মিলে বিষাক্ত কোনও বস্তু দিয়ে মাথায় আঘাত করে বাবাকে হত্যা করেছে ৷ পুলিশ বাবার মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ আমরা দোষীদের শাস্তি চাই ৷ "
অন্যদিকে, হবিবপুর থানার IC পূর্ণেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় স্ত্রী গন্ধা দত্তকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় আইনের 304 ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে৷