ETV Bharat / state

Malda Murder Case : সাংসারিক অশান্তির জের, স্ত্রীকে কুপিয়ে খুনে করে পলাতক স্বামী - Man Killed His Wife With Sharp Object in Malda

স্ত্রীকে খুনে অভিযুক্ত স্বামী ৷ সন্তানদের অভিযোগ অনুযায়ী, তাদের মাকে কুপিয়ে খুন করেছে বাবা ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের কাণ্ডারনে (Man Killed His Wife With Sharp Object in Malda) ৷ অভিযুক্ত সেরাজুল হক ঘটনার পর থেকে পলাতক ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

Man Killed His Wife With Sharp Object in Malda
Man Killed His Wife With Sharp Object in Malda
author img

By

Published : Mar 12, 2022, 5:03 PM IST

মালদা, 12 মার্চ : পারিবারিক বিবাদের জেরে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে (Man Killed His Wife With Sharp Object in Malda) ৷ আজ সকালে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের নতুন কাণ্ডারন এলাকায় ৷ মৃত গৃহবধূর নাম শুকতারা বিবি ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত সেরাজুল হক পলাতক ৷

পুলিশ সূত্রে খবর, প্রায় 20 বছর আগে চাঁচলের নতুন কাণ্ডারনের বাসিন্দা সেরাজুল হকের সঙ্গে বিয়ে হয় শুকতারা বিবির ৷ তাঁদের 3 ছেলে-মেয়ে ৷ স্থানীয়রা জানিয়েছেন, স্বামী-স্ত্রী’র মধ্যে প্রায়ই অশান্তি হত ৷ অভিযোগ, আজ সকালেও দু’জনের মধ্যে অশান্তি হচ্ছিল ৷ সেই সময় সেরাজুল হক তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Barasat Murder Case : যাত্রী তোলা নিয়ে বচসা, বাস চাপা দিয়ে খুনের অভিযোগ চালকের বিরুদ্ধে

স্থানীয় বাসিন্দা সাদেক আলি বলেন, ‘‘স্বামী-স্ত্রী’র মধ্যে প্রায় প্রতিদিনই ঝামেলা লেগে থাকত ৷ এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশি সভাও বসেছে । আজ সকালে আমরা নমাজ পড়তে গিয়েছিলাম । সেই সময় সেরাজুলের ছোট মেয়ে আমাদের এসে জানায়, সেরাজুল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করেছে । আমরা এসে শুকতারা বিবির মৃতদেহ দেখতে পাই । পুলিশে খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ৷’’

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে সেরাজুল পলাতক ৷ তাঁর খোঁজে তল্লাশি জারি রয়েছে ৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

মালদা, 12 মার্চ : পারিবারিক বিবাদের জেরে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে (Man Killed His Wife With Sharp Object in Malda) ৷ আজ সকালে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের নতুন কাণ্ডারন এলাকায় ৷ মৃত গৃহবধূর নাম শুকতারা বিবি ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত সেরাজুল হক পলাতক ৷

পুলিশ সূত্রে খবর, প্রায় 20 বছর আগে চাঁচলের নতুন কাণ্ডারনের বাসিন্দা সেরাজুল হকের সঙ্গে বিয়ে হয় শুকতারা বিবির ৷ তাঁদের 3 ছেলে-মেয়ে ৷ স্থানীয়রা জানিয়েছেন, স্বামী-স্ত্রী’র মধ্যে প্রায়ই অশান্তি হত ৷ অভিযোগ, আজ সকালেও দু’জনের মধ্যে অশান্তি হচ্ছিল ৷ সেই সময় সেরাজুল হক তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Barasat Murder Case : যাত্রী তোলা নিয়ে বচসা, বাস চাপা দিয়ে খুনের অভিযোগ চালকের বিরুদ্ধে

স্থানীয় বাসিন্দা সাদেক আলি বলেন, ‘‘স্বামী-স্ত্রী’র মধ্যে প্রায় প্রতিদিনই ঝামেলা লেগে থাকত ৷ এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশি সভাও বসেছে । আজ সকালে আমরা নমাজ পড়তে গিয়েছিলাম । সেই সময় সেরাজুলের ছোট মেয়ে আমাদের এসে জানায়, সেরাজুল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করেছে । আমরা এসে শুকতারা বিবির মৃতদেহ দেখতে পাই । পুলিশে খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ৷’’

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে সেরাজুল পলাতক ৷ তাঁর খোঁজে তল্লাশি জারি রয়েছে ৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.