ETV Bharat / state

Malda Murder Case: চাঁচলে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন মহিলাকে, ধৃত অভিযুক্ত - মালদার চাঁচলে খুনের ঘটনা

মালদার চাঁচলের ভবানীপুর গ্রামে এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে গ্রামেরই এক বাসিন্দার বিরুদ্ধে (Chanchal Murder Case) ৷

ETV Bharat
চাঁচলে মহিলাকে কুপিয়ে খুন মহিলাকে
author img

By

Published : Jan 27, 2023, 10:22 PM IST

মালদা, 27 জানুয়ারি: কুড়ুল দিয়ে কুপিয়ে এক মহিলাকে খুন করল গ্রামেরই এক ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার ভবানীপুর গ্রামে ৷ অভিযুক্তের নাম শীতল প্রামাণিক ৷ বদমেজাজি বলে অনেকদিন ধরেই তার কুখ্যাতি রয়েছে এলাকায় ৷ এমনকী স্বামীর এই মেজাজ সহ্য করতে না-পেরে বছর দশেক আগে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান তার স্ত্রীও ৷ তারপর থেকেই 40 বছরের শীতল প্রামাণিকের মধ্যে কিছুটা অসঙ্গতি লক্ষ্য করছিলেন গ্রামবাসীরা (lady murdered at chanchal) ৷

কাজকর্ম করা প্রায় ছেড়েই দিয়েছিল শীতল ৷ হাতে কখনও ধারাল দা, কখনও বা কোদাল-কুড়ুল নিয়ে গ্রামবাসীদের বলে বেড়াত,‘আমার জিনিস ফিরিয়ে দে’ ৷ এনিয়ে গ্রামের মহিলাদের সঙ্গে শীতলের ঝামেলাও বাঁধত নিত্যদিন ৷ তাকে নিয়ে আতঙ্কে থাকতেন মহিলারা ৷ বৃহস্পতিবার রাতে গ্রামেরই 42 বছর বয়সি গৃহবধূ বেগুনি দাসকে একই কথা বলে শীতল ৷ এনিয়ে বেগুনির সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়ে যায় ৷

সেই সময় ধারালো কুড়ুল দিয়ে কুপিয়ে বেগুনিকে খুন করে শীতল ৷ সেই দৃশ্য দেখেন গ্রামের অনেকেই ৷ তাঁরা শীতলকে হাতেনাতে ধরে ফেলেন ৷ খবর দেন পুলিশে ৷ রাতেই পুলিশ গ্রামে গিয়ে শীতলকে গ্রেফতার করে৷ বাজেয়াপ্ত করা হয় খুনে ব্যবহৃত কুড়ুল ৷ শুক্রবার বেগুনিদেবীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠায় পুলিশ ৷

আরও পড়ুন: সোনাঝুরির জঙ্গল থেকে উদ্ধার ব্যবসায়ীর ঝুলন্ত দেহ, এলাকায় চাঞ্চল্য

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেগুনি দাসের বাড়ির সামনেই বাড়ি অভিযুক্ত শীতল প্রামাণিকের ৷ বেগুনিদেবীর স্বামী গ্রামে থাকলেও দুই ছেলে ভিনরাজ্যে কর্মরত ৷ বৃহস্পতিবার রাতে গোয়াল থেকে বেরিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়ে ছিলেন তিনি ৷ সেই সময় সেখানে কুড়ুল হাতে উপস্থিত হয় শীতল ৷ বেগুনিদেবীকে বলতে থাকে,‘আমার যে সব জিনিস নিয়েছিলি, সব ফিরিয়ে দে ৷’ এরপরেই তাঁকে কুপিয়ে খুন করে শীতল ৷ এই ঘটনায় আজ বেগুনিদেবীর স্বামী নিমাই দাস চাঁচল থানায় শীতল-সহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷

বেগুনিদেবীর ভাইঝি দীপ্তি প্রামানিক বলেন,“গতকাল কাকিমা গোয়াল ঘরে গোরু বাঁধতে গিয়েছিলেন ৷ সেই সময় শীতল গোয়ালঘরের সামনে এসে বলে, ওর সমস্ত জিনিস বের করে দিতে ৷ কাকিমা জানতে চান, তিনি শীতলের কী জিনিস নিয়েছেন ৷ তখন আমি সেখানেই ছিলাম৷ শীতলের মূর্তি দেখে ভয়ে রাস্তায় গিয়ে চিৎকার করে লোকজনকে ডাকি ৷ ফিরেই দেখি, কাকিমা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ৷ পাশেই কুড়ুল হাতে দাঁড়িয়ে রয়েছে শীতল ৷”

চাঁচল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে শীতল প্রামাণিককে গ্রেফতার করা হয়েছে ৷ পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তার তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ মহিলার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷

মালদা, 27 জানুয়ারি: কুড়ুল দিয়ে কুপিয়ে এক মহিলাকে খুন করল গ্রামেরই এক ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার ভবানীপুর গ্রামে ৷ অভিযুক্তের নাম শীতল প্রামাণিক ৷ বদমেজাজি বলে অনেকদিন ধরেই তার কুখ্যাতি রয়েছে এলাকায় ৷ এমনকী স্বামীর এই মেজাজ সহ্য করতে না-পেরে বছর দশেক আগে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান তার স্ত্রীও ৷ তারপর থেকেই 40 বছরের শীতল প্রামাণিকের মধ্যে কিছুটা অসঙ্গতি লক্ষ্য করছিলেন গ্রামবাসীরা (lady murdered at chanchal) ৷

কাজকর্ম করা প্রায় ছেড়েই দিয়েছিল শীতল ৷ হাতে কখনও ধারাল দা, কখনও বা কোদাল-কুড়ুল নিয়ে গ্রামবাসীদের বলে বেড়াত,‘আমার জিনিস ফিরিয়ে দে’ ৷ এনিয়ে গ্রামের মহিলাদের সঙ্গে শীতলের ঝামেলাও বাঁধত নিত্যদিন ৷ তাকে নিয়ে আতঙ্কে থাকতেন মহিলারা ৷ বৃহস্পতিবার রাতে গ্রামেরই 42 বছর বয়সি গৃহবধূ বেগুনি দাসকে একই কথা বলে শীতল ৷ এনিয়ে বেগুনির সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়ে যায় ৷

সেই সময় ধারালো কুড়ুল দিয়ে কুপিয়ে বেগুনিকে খুন করে শীতল ৷ সেই দৃশ্য দেখেন গ্রামের অনেকেই ৷ তাঁরা শীতলকে হাতেনাতে ধরে ফেলেন ৷ খবর দেন পুলিশে ৷ রাতেই পুলিশ গ্রামে গিয়ে শীতলকে গ্রেফতার করে৷ বাজেয়াপ্ত করা হয় খুনে ব্যবহৃত কুড়ুল ৷ শুক্রবার বেগুনিদেবীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠায় পুলিশ ৷

আরও পড়ুন: সোনাঝুরির জঙ্গল থেকে উদ্ধার ব্যবসায়ীর ঝুলন্ত দেহ, এলাকায় চাঞ্চল্য

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেগুনি দাসের বাড়ির সামনেই বাড়ি অভিযুক্ত শীতল প্রামাণিকের ৷ বেগুনিদেবীর স্বামী গ্রামে থাকলেও দুই ছেলে ভিনরাজ্যে কর্মরত ৷ বৃহস্পতিবার রাতে গোয়াল থেকে বেরিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়ে ছিলেন তিনি ৷ সেই সময় সেখানে কুড়ুল হাতে উপস্থিত হয় শীতল ৷ বেগুনিদেবীকে বলতে থাকে,‘আমার যে সব জিনিস নিয়েছিলি, সব ফিরিয়ে দে ৷’ এরপরেই তাঁকে কুপিয়ে খুন করে শীতল ৷ এই ঘটনায় আজ বেগুনিদেবীর স্বামী নিমাই দাস চাঁচল থানায় শীতল-সহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷

বেগুনিদেবীর ভাইঝি দীপ্তি প্রামানিক বলেন,“গতকাল কাকিমা গোয়াল ঘরে গোরু বাঁধতে গিয়েছিলেন ৷ সেই সময় শীতল গোয়ালঘরের সামনে এসে বলে, ওর সমস্ত জিনিস বের করে দিতে ৷ কাকিমা জানতে চান, তিনি শীতলের কী জিনিস নিয়েছেন ৷ তখন আমি সেখানেই ছিলাম৷ শীতলের মূর্তি দেখে ভয়ে রাস্তায় গিয়ে চিৎকার করে লোকজনকে ডাকি ৷ ফিরেই দেখি, কাকিমা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ৷ পাশেই কুড়ুল হাতে দাঁড়িয়ে রয়েছে শীতল ৷”

চাঁচল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে শীতল প্রামাণিককে গ্রেফতার করা হয়েছে ৷ পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তার তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ মহিলার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.