ETV Bharat / state

বধূ নির্যাতন মামলায় আদালত চত্বরে 2 পরিবারের হাতাহাতি - বধূ নির্যাতন মামলায় আদালত চত্ত্বরে দু'পক্ষের পরিবারের হাতাহাতি

আজ দুই পক্ষই আদালতে এসেছিল ৷ আদালত কক্ষে ঢোকার আগেই দুই পরিবার হাতাহাতিতে জড়িয়ে পড়ে ৷ আজ সকাল সাড়ে 10 টা নাগাদ যুবতির পরিবারের লোকজন জেলা আদালত চত্বরে নইমুদ্দিনকে বেধড়ক মারধর করে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷

Man beaten in courtyard at Malda
বধূ নির্যাতন মামলায় আদালত চত্ত্বরে দু'পক্ষের পরিবারের হাতাহাতি
author img

By

Published : Dec 20, 2019, 4:31 PM IST

মালদা, 20 ডিসেম্বর : বধূ নির্যাতনের অভিযোগে মামলার জেরে আদালত চত্বরেই দুই পরিবারের হাতাহাতি ৷ ঘটনায় নিগৃহীত এক যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ ৷ ওই যুবক পেশায় একজন স্কুল শিক্ষক ৷ নাম নইমুদ্দিন শেখ ৷

স্থানীয় সূত্রে খবর, বছরখানেক আগে ইংরেজবাজার থানার নিয়ামতপুর গ্রামের এক যুবতির সঙ্গে মোথাবাড়ি থানা এলাকার স্কুল শিক্ষক নইমুদ্দিন শেখের নিকাহ হয় ৷ পরিবারের তরফে দেখাশোনা করে দু’জনের নিকাহ হয়েছিল ৷ অভিযোগ, ওই যুবতির পরিবারের কাছ থেকে নিকাহর জন্য 25 লাখ টাকা পণ নিয়েছিলেন নইমুদ্দিন ৷ কিন্তু নিকাহর পর কিছুদিন যেতে না যেতেই নইমুদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওই যুবতিকে শারীরিক ও মানসিক অত্যাচার করার অভিযোগ ওঠে ৷ বিবিকে নাকি সিগারেটের ছ্যাঁকা দেওয়া থেকে শুরু করে মারধর, এমন কী খেতে না দেওয়ারও অভিযোগ ওঠে ৷ অত্যাচার সহ্য করতে না পেরে নইমুদ্দিনের বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসেন ওই যুবতি ৷ এরপর ওই যুবতি পুলিশে অভিযোগ দায়ের করেন ৷ অন্যদিকে, নইমুদ্দিনও তাঁর বিবি সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে পুলিশের কাছে মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন ৷ দুই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করে পুলিশ ৷

দেখুন ভিডিয়ো . . .

আজ দুই পক্ষই আদালতে এসেছিল ৷ আদালত কক্ষে ঢোকার আগেই দুই পরিবার হাতাহাতিতে জড়িয়ে পড়ে ৷ আজ সকাল সাড়ে 10 টা নাগাদ যুবতির পরিবারের লোকজন জেলা আদালত চত্বরে নইমুদ্দিনকে বেধড়ক মারধর করে ৷ মুহূর্তে ভিড় জমে যায় আদালত চত্বরে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইংরেজবাজার থানার পুলিশ ৷ ইংরেজবাজার থানার পুলিশকর্মীরা আহত নইমুদ্দিনকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷ তিনি বর্তমানে মালদা মেডিকেলে ভরতি ৷ পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি ৷

মালদা, 20 ডিসেম্বর : বধূ নির্যাতনের অভিযোগে মামলার জেরে আদালত চত্বরেই দুই পরিবারের হাতাহাতি ৷ ঘটনায় নিগৃহীত এক যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ ৷ ওই যুবক পেশায় একজন স্কুল শিক্ষক ৷ নাম নইমুদ্দিন শেখ ৷

স্থানীয় সূত্রে খবর, বছরখানেক আগে ইংরেজবাজার থানার নিয়ামতপুর গ্রামের এক যুবতির সঙ্গে মোথাবাড়ি থানা এলাকার স্কুল শিক্ষক নইমুদ্দিন শেখের নিকাহ হয় ৷ পরিবারের তরফে দেখাশোনা করে দু’জনের নিকাহ হয়েছিল ৷ অভিযোগ, ওই যুবতির পরিবারের কাছ থেকে নিকাহর জন্য 25 লাখ টাকা পণ নিয়েছিলেন নইমুদ্দিন ৷ কিন্তু নিকাহর পর কিছুদিন যেতে না যেতেই নইমুদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওই যুবতিকে শারীরিক ও মানসিক অত্যাচার করার অভিযোগ ওঠে ৷ বিবিকে নাকি সিগারেটের ছ্যাঁকা দেওয়া থেকে শুরু করে মারধর, এমন কী খেতে না দেওয়ারও অভিযোগ ওঠে ৷ অত্যাচার সহ্য করতে না পেরে নইমুদ্দিনের বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসেন ওই যুবতি ৷ এরপর ওই যুবতি পুলিশে অভিযোগ দায়ের করেন ৷ অন্যদিকে, নইমুদ্দিনও তাঁর বিবি সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে পুলিশের কাছে মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন ৷ দুই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করে পুলিশ ৷

দেখুন ভিডিয়ো . . .

আজ দুই পক্ষই আদালতে এসেছিল ৷ আদালত কক্ষে ঢোকার আগেই দুই পরিবার হাতাহাতিতে জড়িয়ে পড়ে ৷ আজ সকাল সাড়ে 10 টা নাগাদ যুবতির পরিবারের লোকজন জেলা আদালত চত্বরে নইমুদ্দিনকে বেধড়ক মারধর করে ৷ মুহূর্তে ভিড় জমে যায় আদালত চত্বরে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইংরেজবাজার থানার পুলিশ ৷ ইংরেজবাজার থানার পুলিশকর্মীরা আহত নইমুদ্দিনকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷ তিনি বর্তমানে মালদা মেডিকেলে ভরতি ৷ পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি ৷

Intro:মালদা, ২০ ডিসেম্বর : বধূ নির্যাতনের অভিযোগে শুরু হয়েছিল মামলা৷ তার জেরে আজ জেলা আদালত চত্বরেই দুই পরিবারের হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল৷ এই ঘটনায় নিগৃহীত, অভিযুক্ত স্কুল শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ৷Body:         দুই পরিবার সূত্রে জানা গেছে, বছরখানেক আগে ইংরেজবাজার থানার নিয়ামতপুর গ্রামের এক যুবতির সঙ্গে মোথাবাড়ি থানা এলাকার স্কুল শিক্ষক নইমুদ্দিন শেখের নিকাহ্‌ হয়৷ দেখাশোনা করেই দু’জনের নিকাহ্‌ হয়েছিল৷ অভিযোগ, ওই যুবতির পরিবারের কাছ থেকে নিকাহে্‌র জন্য ২৫ লক্ষ টাকা দেনমোহর নিয়েছিলেন নইমুদ্দিন৷ কিন্তু নিকাহে্‌র পর কিছুদিন যেতে না যেতেই নইমুদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওই যুবতিকে শারীরিক ও মানসিক অত্যাচার করার অভিযোগ ওঠে৷ বিবিকে নাকি সিগারেটের ছ্যাঁকা দেওয়া থেকে শুরু করে মারধর, এমনকি খেতে না দেওয়ারও অভিযোগ উঠেছিল৷ অত্যাচার সহ্য করতে না পেরে শওহরের ঘর ছেড়ে আব্বার বাড়িতে চলে আসেন ওই যুবতি৷ এনিয়ে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন৷ এদিকে নইমুদ্দিনও তাঁর বিবি সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে পুলিশের কাছে মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন৷ দুই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করে পুলিশ৷ আজ দুই পক্ষ আদালতে এসেছিল৷ কিন্তু আদালত কক্ষে ঢোকার আগেই দুই পরিবার হাতাহাতিতে জড়িয়ে পড়ে৷Conclusion:         আজ সকাল সাড়ে ১০টা নাগাদ যুবতির পরিবারের লোকজন জেলা আদালত চত্বরে নইমুদ্দিনকে বেধড়ক মারধর করে৷ মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় আদালত চত্বরে৷ ছুটে আসে পুলিশও৷ ইংরেজবাজার থানার পুলিশকর্মীরা আহত নইমুদ্দিনকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যান৷ এই মুহূর্তে মালদা মেডিকেলে তাঁর চিকিৎসা চলছে৷ তবে এদিনের ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছে পুলিশ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.