ETV Bharat / state

মালদায় 2 লাখ টাকার জালনোট সহ গ্রেপ্তার ব্যক্তি

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল দুপুরে অভিযান চালায় মোথাবাড়ি থানার পুলিশ । সাদুল্লাপুর থেকে গ্রেপ্তার করে সফিকুলকে । তার কাছ থেকে 2 লাখ টাকার জালনোট উদ্ধার করা হয় ।

ছবি
author img

By

Published : Nov 18, 2019, 10:50 PM IST

মালদা, 18 নভেম্বর : 2 লাখ টাকার জালনোট সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম সফিকুল (৩০) । বাড়ি কালিয়াচকের সুজাপুরে ।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল দুপুরে অভিযান চালায় মোথাবাড়ি থানার পুলিশ । সাদুল্লাপুর থেকে গ্রেপ্তার করে সফিকুলকে । তার কাছ থেকে ৫০০ টাকার নোটে মোট 2 লাখ টাকার জালনোট উদ্ধার করা হয় । এই ঘটনায় জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, "আজ দুপুরে সাদুল্লাপুরে হানা দিয়ে জাল নোট সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে । জেরায় জানা গেছে, বাংলাদেশ থেকে এই জালনোট আনা হয়েছে । জেলায় জালনোটের চক্র রুখতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে ।"

ধৃতের বিরুদ্ধে ভারতীয় আইনের 489(B)/489(C)/120(B) ধারায় মামলা রুজু করা হয়েছে । এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ । ধৃত ব্যক্তিকে আগামীকাল পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে ।

মালদা, 18 নভেম্বর : 2 লাখ টাকার জালনোট সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম সফিকুল (৩০) । বাড়ি কালিয়াচকের সুজাপুরে ।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল দুপুরে অভিযান চালায় মোথাবাড়ি থানার পুলিশ । সাদুল্লাপুর থেকে গ্রেপ্তার করে সফিকুলকে । তার কাছ থেকে ৫০০ টাকার নোটে মোট 2 লাখ টাকার জালনোট উদ্ধার করা হয় । এই ঘটনায় জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, "আজ দুপুরে সাদুল্লাপুরে হানা দিয়ে জাল নোট সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে । জেরায় জানা গেছে, বাংলাদেশ থেকে এই জালনোট আনা হয়েছে । জেলায় জালনোটের চক্র রুখতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে ।"

ধৃতের বিরুদ্ধে ভারতীয় আইনের 489(B)/489(C)/120(B) ধারায় মামলা রুজু করা হয়েছে । এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ । ধৃত ব্যক্তিকে আগামীকাল পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে ।

Intro:মালদা, ১৮ নভেম্বরঃ ২ লক্ষ টাকার জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে আগামীকাল মালদা জেলা আদালতে পেশ করা হবে।Body:গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে মোথাবাড়ি থানার পুলিশ সাদুল্লাপুরে থানা দিয়ে ২ লক্ষ টাকার জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম সফিকুল (৩০)। বাড়ি কালিয়াচকের সুজাপুরে। উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি ৫০০ টাকার। ধৃতের বিরুদ্ধে ভারতীয় আইনের 489(B)/489(C)/120(B) ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ব্যক্তিকে আগামীকাল পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে।Conclusion:জেলা পুলিশ পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, “মোথাবাড়ি থানার পুলিশ আজ দুপুরে সাদুল্লাপুরে হানা দিয়ে জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির নাম সাফিউল। ধৃত ব্যক্তির হেপাজত থেকে ২ লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি ৫০০ টাকার। জিজ্ঞাসাবাদে আপাতত জানা গিয়েছে, বাংলাদেশ থেকে এই জালনোট জেলায় পাচার করা হয়েছে। জেলায় জালনোটের চক্র রুখতে জেলা পুলিশ প্রশাসন ক্রমাগত অভিযান চালাচ্ছে।”
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.